IND vs AUS: সামনে বিধ্বংসী পেসার স্কট বোল্যান্ড, রোহিত-শুভমনদের ‘গোলাপি’ ম্যাচ কখন, কোথায় দেখবেন?

Pink Ball Test: ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার গোলাপি বল টেস্ট। তার আগে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় টিম।

IND vs AUS: সামনে বিধ্বংসী পেসার স্কট বোল্যান্ড, রোহিত-শুভমনদের 'গোলাপি' ম্যাচ কখন, কোথায় দেখবেন?
IND vs AUS: সামনে বিধ্বংসী পেসার স্কট বোল্যান্ড, রোহিত-শুভমনদের 'গোলাপি' ম্যাচ কখন, কোথায় দেখবেন?Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 29, 2024 | 8:37 PM

কলকাতা: অ্যাডিলেডে টেস্টের আগে টিমে ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এ বার ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) দিন-রাতের টেস্টে কামিন্স-স্টার্কদের সামলানোর আগে স্কট বোল্যান্ড, স্যাম হার্পারদের সামনে মহড়া দিতে চলেছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। অ্যাশেজে খেলার অভিজ্ঞতা রয়েছে স্কট বোল্যান্ডের। তাঁকে প্রস্ততি ম্যাচে সামলাতে পারলে আখেরে রোহিত-বিরাট-গিলদের লাভই হবে বলছে ক্রিকেট মহল। ৬ অক্টোবর পিঙ্ক বল টেস্ট শুরু হবে। তার আগে দু’দিন ধরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন শুভমন গিলরা।

ভারত-অস্ট্রেলিয়ার গোলাপি বল টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ কবে হবে?

এই খবরটিও পড়ুন

অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়ার গোলাপি বল টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ হবে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর।

টিম ইন্ডিয়া কোন দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে?

রোহিত শর্মা দলে যোগ দেওয়ার পর টিম ইন্ডিয়া এ বার প্রস্ততি ম্যাচ খেলতে চলেছে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে।

কোথায় হবে ভারত ও প্রধানমন্ত্রী একাদশের প্রস্তুতি ম্যাচ?

ক্যানবেরার মানুকা ওভালে হবে ভারত ও প্রধানমন্ত্রী একাদশের প্রস্তুতি ম্যাচ।

ভারত-অস্ট্রেলিয়ার গোলাপি বল টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ কখন হবে?

ভারত-অস্ট্রেলিয়ার গোলাপি বল টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ শুরু হবে সকাল ৯টা থেকে।

ভারত-অস্ট্রেলিয়ার গোলাপি বল টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ কোথায় দেখা যাবে?

স্টার স্পোর্টস ও হটস্টারে ভারত-অস্ট্রেলিয়ার গোলাপি বল টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ দেখা যাবে।

বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্য়ু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কাল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ প্লেয়ার- মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।

অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ- জ্যাক এডওয়ার্ডস (অধিনায়ক), চার্লি অ্যান্ডারসন, মাহলি বার্ডম্যান, স্কট বোল্যান্ড, জ্যাক ক্লেটন, এডেন ও’কনর, ওলি ডেভিস, জেডেন গুডউইন, স্যাম হার্পার, হ্যানো জ্যাকবস, স্যাম কন্টাস, লয়েড পোপ, ম্যাট রেনশ, জেম রায়ান।