IND vs AUS, BGT 2023: ভারতের বিরুদ্ধে দলে নেই ট্রেভিস, ক্ষুব্ধ স্টিভ ওয়া বিঁধলেন নির্বাচকদের
Travis Head: ট্রেভিস হেডের একাদশে স্থান না পাওয়ার অন্যতম কারণ কী হতে পারে? তিনি থাকলে দলে ৫জন বাঁ হাতি ব্যাটার হয়ে যেত। বাঁ হাতি ব্যাটারের সংখ্যা বাড়ানো মানে ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বাড়তি অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হত। সেটাই হয়তো কারণ ট্রেভিসকে বাদ দেওয়ার।
নাগপুর: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দল থেকে বাদ পড়েছেন ট্রেভিস হেড (Travis Head)। টেস্টে যাঁর দুরন্ত রেকর্ড। ফর্মেও ছিলেন। সেই তাঁকেই টিমে না রাখার জন্য সিলেক্টরদের দিকে কাঠগড়ায় দাঁড় করালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া। প্রাক্তন এই অজি ব্যাটার তাঁর ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “বিশ্ব রাঙ্কিংয়ে ৪ নম্বরে থাকা ব্যাটার তো বটেই, গত এক বছরে আমাদের টিমের সেরা প্লেয়ার। ওকে দলে না নেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। দেখা যাক, অজি সিলেক্টররা হয়তো ‘জিনিয়াস’।” বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
View this post on Instagram
অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের গত টেস্ট মরসুমে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৫টি ম্যাচ মিলিয়ে ৮৭.৫০ গড়। ৯৫ এরও বেশি স্ট্রাইক রেট। সব মিলিয়ে ৫২৫ রান করেছেন ট্রেভিস হেড। তাঁর একাদশে স্থান না পাওয়ার অন্যতম কারণ কী হতে পারে? তিনি থাকলে দলে ৫জন বাঁ হাতি ব্যাটার হয়ে যেত। বাঁ হাতি ব্যাটারের সংখ্যা বাড়ানো মানে ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বাড়তি অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হত। সেটাই হয়তো কারণ ট্রেভিসকে বাদ দেওয়ার।
ভারতের মাটিতে টেস্ট সিরিজে ট্রেভিস অন্যতম ভূমিকা পালন করতে পারেন, আগেই ইঙ্গিত দিয়েছিলেন অস্ট্রেলিয়ার মুখ্য নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, “একজন ব্যাটারকে এক-একসময় এক-এক কন্ডিশনে খেলতে হয়। হেডের সঙ্গে নিশ্চয়ই এ বিষয়ে আলোচনা করেছে টিম ম্যানেজমেন্ট। ও এর আগে এমন কন্ডিশনে খেলেনি। এই রকম উইকেটে খেলার জন্য নিজেকে ঠিকঠাক প্রস্তুত করতে পারাই হল উপমহাদেশে সফল হওয়ার মূলমন্ত্র।’
ট্রেভিসের বদলে দলে সুযোগ পাওয়া ম্যাট রেনশও শূন্য রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন। প্রথম টেস্টের প্রথম দিন ভারতের আগ্রাসী খেলেছে। রোহিত শর্মা অনবদ্য অর্ধশতরান করেছিলেন। অন্যদিকে, রবীন্দ্র জাডেজা ৫টি উইকেট নিজের ঝুলিতে পুরেছিলেনন। হাঁটুর অস্ত্রোপচারের পর টিমে ফিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চমৎকার পারফর্ম করা জাডেজা বলেন, “আমি প্রতিদিন ১০-১২ ঘণ্টা ধরে প্র্যাক্টিস করতাম। কারণ আমি জানতাম, আমাকে টেস্ট ম্যাচ খেলতে হবেই। লম্বা স্পেল বল করতে হবেই।”