করোনা প্রভাবেও দর্শক থাকবে সিডনির গ্যালারিতে

তৃতীয় টেস্টে সিডনিতে থাকছে দর্শক।

করোনা প্রভাবেও দর্শক থাকবে সিডনির গ্যালারিতে
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 04, 2021 | 5:16 PM

বিসব্রেনে চতুর্থ টেস্ট ঘিরে সংশয়ের মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে ঘোষণা, তৃতীয় টেস্টে ২৫% দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ জানুয়ারি শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট।

ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর মেলবোর্ন থেকে সিডনি উড়ে গেছে দুই দল। তৃতীয় টেস্টের পর দুই দল যাবে ব্রিসব্রেনে। অজিরা গাব্বায় খেলতে রাজি। তাঁরা ব্রিসব্রেনের কোয়ারেন্টিন কাটাতেও তৈরি।

আরও পড়ুন: বন্দিদশায় তিতিবিরক্ত ভারতীয় ক্রিকেটাররা

অন্যদিকে, ভারতীয় ক্রিকেটাররা ব্রিসব্রেনের কড়া কোয়ারেন্টিন মানতে নারাজ। কিন্তু, ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ নিক হকলি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসব্রেনে চতুর্থ টেস্ট আয়োজন না করার জন্য কোনও আবেদন জানানো হয়নি। তাই পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত ভেনুতেই চতুর্থ টেস্ট খেলবে দুই দল।