IND vs AUS Highlights: অজিদের বিরুদ্ধে ৬ উইকেটে জয়, সিরিজ ভারতের

| Edited By: | Updated on: Sep 25, 2022 | 11:03 PM

India vs Aus, 3rd T20I Live Score: বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ সিরিজ জয়। এ বছর টি ২০ ফরম্যাটে ২১টি ম্যাচ জিতল ভারত। এ বার সামনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ।

IND vs AUS Highlights: অজিদের বিরুদ্ধে ৬ উইকেটে জয়, সিরিজ ভারতের
Image Credit source: OWN Photograph

হায়দরাবাদ : বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তিন ম্যাচের টি ২০ সিরিজ জিতল ভারত। মোহালিতে (Mohali) প্রথম ম্যাচে ২০৮ রানের বিশাল স্কোর গড়েও হেরেছিল ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফিরিয়েছেন রোহিতরা। হায়দরাবাদে (Hyderabad) ৬ উইকেটের রুদ্ধশ্বাস জয়। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ সিরিজ জিতল ভারত। গত দু’ম্যাচের মতো অনবদ্য বোলিং অক্ষর প্যাটেলের। এ দিন ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিলেন। ব্যাটিংয়ে শুরুটা ভালো না হলেও সূর্যকুমার যাদব এবং চেজমাস্টার বিরাট কোহলির সৌজন্যে লক্ষ্যের দিকে এগোয় ভারত। শেষ অবধি ১ বল বাকি থাকতে রুদ্ধশ্বাস জয়। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। প্রথম টি ২০ আগামী ২৮ তারিখ।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 25 Sep 2022 10:54 PM (IST)

    এক নজরে

    • ভারতকে ১৮৭ রানের লক্ষ্য দেয় অজিরা।
    • শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লে তেই আউট দুই ওপেনার।
    • বিরাট কোহলি-সূর্যকুমার যাদব ৬২ বলে ১০৪ রানের জুটি।
    • হার্দিকের ১৬ বলে ২৫। ১ বল বাকি থাকতেই সিরিজ ভারতের।
    • বিশ্ব চ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারাল ভারত।
    • সূর্য ৬৯ এবং বিরাট ৬৩ রান করেন।
  • 25 Sep 2022 10:31 PM (IST)

    বিরাট আউট

    ৪ বলে ৫ রান প্রয়োজম ভারতের। বিরাট আউট।

  • 25 Sep 2022 10:08 PM (IST)

    বিরাটের অর্ধশতরান

    সূর্যর পর ভারতীয় ইনিংসে আরও একটা অর্ধশতরান। এ বার চেজ মাস্টার বিরাট কোহলি। ৩৭ বলে ৫০ বিরাটের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অষ্টম অর্ধশতরান বিরাটের।

  • 25 Sep 2022 10:01 PM (IST)

    জুটি ভাঙল

    অনবদ্য ইনিংস খেলে আউট সূর্যকুমার যাদব। লঙ অফে ক্যাচ নেন ফিঞ্চ। বিরাট কোহলি সাবাশি দিলেন সূর্যকে। মাত্র ৩৬ বলে ৬৯ রানের ইনিংস সূর্যর।

  • 25 Sep 2022 09:58 PM (IST)

    শতরানের জুটি

    মাত্র ৫৯ বলে শতরানের জুটি বিরাট কোহলি-সূর্যকুমার যাদবের।

  • 25 Sep 2022 09:52 PM (IST)

    সূর্যর অর্ধশতরান

    উলটো দিকে বিরাট কোহলি অ্যাঙ্করের ভূমিকায়। ২৯ বলে অর্ধশতরান সূর্যকুমার যাদবের। ছয় মেরে মাইলফলকে।

  • 25 Sep 2022 09:34 PM (IST)

    বিরাট-সূর্য পার্টনারশিপ

    মাত্র ৩২ বল। জুটিতে ৫০ রান পেরোলেন বিরাট, সূর্য।

  • 25 Sep 2022 09:22 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    রোহিত, রাহুলের উইকেট হারিয়ে পাওয়ার প্লে তে ভারত ৫০-২। ক্রিজে বিরাট-সূর্য।

  • 25 Sep 2022 09:13 PM (IST)

    রোহিতও আউট

    লোকেশ রাহুল আউট হয়েছিলেন প্রথম ওভারে। চতুর্থ ওভারে ফিরলেন রোহিত শর্মা। ৩০ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। ১৪ বলে ১৭ করলেন তিনি। ক্রিজে সূর্য।

  • 25 Sep 2022 09:00 PM (IST)

    রাহুল আউট

    প্রথম ওভারের শেষ বলেই আউট লোকেশ রাহুল। ৪ বলে ১ রানে ফিরলেন তিনি। ক্রিজে বিরাট কোহলি।

  • 25 Sep 2022 08:47 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ফিল্ডিং ভারতের
    • অনবদ্য শুরু করেছিল অজিরা। দারুণভাবে ম্যাচে ফিরেছিল ভারত।
    • ১৫ ওভারে ১২৩-৬ ছিল অজিরা।
    • স্লগ ওভার সমস্যা মিটল না ভারতের। অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৮৬-৭ করল।
    • অক্ষর প্যাটেল ৩-৩৩, যুজবেন্দ্র চাহাল ১-২২
  • 25 Sep 2022 08:39 PM (IST)

    অর্ধশতরান, আউট

    অজি জার্সিতে প্রথম আন্তর্জাতিক টি ২০ অর্ধশতরান টিম ডেভিডের। এক বলের ব্যবধানে আউট। হর্ষলের বলে ক্যাচ নিলেন রোহিত শর্মা। ২৭ বলে ৫৪ রানে ফিরলেন টিম।

  • 25 Sep 2022 08:08 PM (IST)

    নতুন স্পেল, উইকেট

    নতুন স্পেলে বোলিংয়ে এসেই জুটি ভাঙলেন অক্ষর প্যাটেল। ফেরালেন জশ ইংলিশকে। ক্রিজে ম্যাথিউ ওয়েড। গত দুই ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেলেছেন। তবে অক্ষরের বিরুদ্ধে এ দিন পারলেন না। তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরলেন ওয়েড। নতুন স্পেলে ওভারে জোড়া উইকেট নিলেন অক্ষর। স্পেল সম্পূর্ণ অক্ষরের। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট অক্ষরের।

  • 25 Sep 2022 08:06 PM (IST)

    হর্ষল অস্বস্তি

    ইনিংসের ১৩ তম ওভারে অবশেষে বোলিং আক্রমণে আনা হয় হর্ষল প্যাটেলকে। ফলো থ্রু তে বল আটকাতে গিয়ে চোট পেলেন হাতে। তাঁর প্রথম ওভারে এল ১১ রান।

  • 25 Sep 2022 07:46 PM (IST)

    কনফিডেন্ট কার্তিক

    যুজবেন্দ্র চাহালের বোলিংয়ে ক্রিজ ছেড়ে মারতে গিয়েছিলেন স্টিভ স্মিথ। গুগলি বুঝতে ভুল করেননি উইকেটকিপার দীনেশ কার্তিক। ক্লিন স্টাম্পিং।

  • 25 Sep 2022 07:37 PM (IST)

    রান আউট

    অনবদ্য থ্রো, তৃতীয় উইকেট। যদিও চাপ বাড়িয়েছিলেন ডিকে। বল হাতে আসার আগেই একটা বেল তাঁর গ্লাভস লেগে উঠে যায়। ডিরেক্ট থ্রো হওয়ায় এবং আরেকটি বেল ঠিক থাকায় আউট দেন তৃতীয় আম্পায়ার। ম্যাক্সওয়েল ফিরলেন।

  • 25 Sep 2022 07:31 PM (IST)

    ক্যাচ মিস

    হার্দিকের বোলিংয়ে পয়েন্টে ক্যাচ মিস অক্ষরের। প্রথম ম্যাচেও ক্যাচ ফসকেছিলেন অক্ষর। বোলিং ভালো করলেও ক্যাচ মিস, অস্বস্তিতে ফেলছে অক্ষরকে।

  • 25 Sep 2022 07:27 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    ২ উইকেট হারালেও পাওয়ার প্লে তে দারুণ শুরু অজিদের। ষষ্ঠ ওভারে অনবদ্য বোলিং অক্ষরের। ক্রিজে ম্যাক্সওয়েল-স্মিথ। অস্ট্রেলিয়া ৬৬-২

  • 25 Sep 2022 07:24 PM (IST)

    অর্ধশতরানের পরই আউট

    ভারতীয় শিবিরে বড় স্বস্তি। ক্যামেরন গ্রিনকে ফেরালেন ভুবনেশ্বর কুমার। লোকেশের রাহুলের ক্যাচে ফিরলেন গ্রিন।

  • 25 Sep 2022 07:22 PM (IST)

    গ্রিনের অর্ধশতরান

    মাত্র ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ক্যামেরন গ্রিন। কেরিয়ারে প্রথম বার এই সিরিজেই ওপেন করেন। দুটি অর্ধশতরান এই সিরিজে।

  • 25 Sep 2022 07:16 PM (IST)

    এ বারও অক্ষর

    গত দু ম্যাচে অনবদ্য বোলিং করেছেন। এ দিন ভারতকে প্রথম ব্রেক থ্রু অক্ষরের। বড় শটের চেষ্টায় ৩০ গজেই উঁচু ক্যাচ। মিস করেননি হার্দিক।

  • 25 Sep 2022 07:06 PM (IST)

    দ্বিতীয় ওভারেই স্পিন

    গত দুই ম্যাচে অনবদ্য বোলিং করেছেন। দ্বিতীয় ওভারেই অক্ষর প্যাটেলকে আক্রমণে আনলেন রোহিত।

  • 25 Sep 2022 07:01 PM (IST)

    বোলিংয়ে ভুবি

    বোলিং ওপেন করছেন ভুবনেশ্বর কুমার। তাঁকে শুরুর দিকেই স্পেল শেষ করানো হবে, নাকি স্লগ ওভারেও ব্যবহার করা হবে, সেদিকেই নজর। যদিও শুরুটা ভালো হল না। বড় বাউন্ডারিতেও বিশাল ছয় ক্য়ামেরন গ্রিনের।

  • 25 Sep 2022 06:54 PM (IST)

    দীর্ঘ অপেক্ষা...

    শেষ বার ২০১৯ এ ভারতের খেলা দেখার সুযোগ পেয়েছিল হায়দরাবাদ। এ বার ভারত-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ ম্যাচ দেখার সুযোগ। তাও আবার সিরিজের নির্ণায়ক ম্যাচ। গ্যালারি কানায় কানায় পূর্ণ।

  • 25 Sep 2022 06:45 PM (IST)

    হাডল টক

    স্লগ ওভার বোলিং, ফিল্ডিং সমস্যা কাটিয়ে সিরিজ জেতায় নজর। টিম হাডলে ভারতীয় দল।

  • 25 Sep 2022 06:35 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল

    অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, ড্যানিয়েল স্যামস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড

  • 25 Sep 2022 06:31 PM (IST)

    টস আপডেট

    রোহিত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। রোহিত বললেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সব সময় চ্যালেঞ্জিং। ছন্দ ধরে রাখতে চাই। ধারাবাহিকতা বজায় রাখলে সাফল্য পাবই। আমাদের কাছে সুযোগ সিরিজ জেতার। আশা করি সেটা পারব। ঋষভের জায়গায় ভুবি ফিরেছে।'

  • 25 Sep 2022 06:16 PM (IST)

    হাই-স্কোরিং ম্যাচের সম্ভাবনা

    হায়দরাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ নির্ণায়ক ম্যাচ। ব্যাটিং সহায়ক পিচ। বড় বাউন্ডারি। আরও একটা হাইস্কোরিং ম্যাচের অপেক্ষায় হায়দরাবাদ।

Published On - Sep 25,2022 6:00 PM

Follow Us: