IND vs ENG 3rd T20I Highlights: হল না ক্লিন সুইপ, ট্রেন্ট ব্রিজে ১৭ রানে হার ভারতের

| Edited By: | Updated on: Jul 10, 2022 | 11:30 PM

India vs England 3rd T20I Live Score:ঘরের মাঠে চুনকাম, নাকি সম্মানরক্ষা ইংরেজদের? কী হতে চলেছে নটিংহামে অনুষ্ঠেয় তৃতীয় টি-২০ ম্যাচে। ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে চুনকাম করার সুযোগ ছাড়তে নারাজ রোহিত শর্মার দল। এজবাস্টন টেস্টে জয়ের পর টি-২০তে মুখরক্ষাই চ্যালেঞ্জ জস বাটলারদের সামনে।

IND vs ENG 3rd T20I Highlights: হল না ক্লিন সুইপ, ট্রেন্ট ব্রিজে ১৭ রানে হার ভারতের
ভারত-ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ লাইভImage Credit source: নিজস্ব চিত্র

নটিংহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০তে ১৭ রানে হার ভারতের। ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাট করে ২১৫ রান তোলে ইংল্যান্ড। জবাবে ১৯৮ রানে থমকে যায় ভারতের ইনিংস। কাজে লাগল না সূর্যকুমার যাদবের শতরান। ভারত সিরিজ জিতল ২-১ ব্যবধানে।এদিন ফের ব্যর্থ বিরাট কোহলি। মাত্র ৬ বল স্থায়ী হল তাঁর ইনিংস। টি-২০তে তাঁর স্থান নিয়ে প্রশ্ন আগেই উঠেছে। তাই সিরিজ জিতলেও চিন্তা কিন্তু মেটেনি। সাদা বলের প্রতিটা সিরিজই এখন বিশ্বকাপের মহড়া।তার আগে ব্যাটিংয়ে তারকাদের ফর্ম ভাবাচ্ছে।

Key Events

শতরান সূর্যকুমারের

ট্রেন্ট ব্রিজে আন্তর্জাতিক টি-২০তে প্রথম শতরান হাঁকালেন সূর্যকুমার যাদব। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি।

সিরিজ ভারতের

২-১ ব্যবধানে ইংল্যান্ডে টি-২০ সিরিজ জিতে নিল রোহিত শর্মার দল। রবিবার ট্রেন্ট ব্রিজে ১৭ রানে হেরেছে ভারত। তবে সিরিজের প্রথম দুটি ম্যাচ জেতায় সিরিজ ভারতের ঝুলিতে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 10 Jul 2022 10:48 PM (IST)

    ট্রেন্ট ব্রিজে জয় ইংল্যান্ডের

    ট্রেন্ট ব্রিজে ১৭ রানে জিতল ইংল্যান্ড। সূর্যকুমারের শতরান সত্ত্বেও লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ ভারত। টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে শেষ হল। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে প্রথম জয় জস বাটলারের।

  • 10 Jul 2022 10:46 PM (IST)

    আউট বিষ্ণোই

    ক্রিস জর্ডনের বলে আউট হয়ে ফিরলেন রবি বিষ্ণোই।

  • 10 Jul 2022 10:41 PM (IST)

    সূর্যকে ফেরালেন মইন

    মইন আলির বলে ১১৭ রান করে ফিরলেন সূর্যকুমার যাদব। প্যাভিলিয়নে ফেরার পথে গোটা স্টেডিয়াম হাততালি দিয়ে অভিবাদন জানাল। ৬ বলে জয়ের জন্য ২১ রান প্রয়োজন ভারতের।

  • 10 Jul 2022 10:32 PM (IST)

    ফিরলেন জাদেজা

    ম্যাচ ক্রমশ ভারতের হাতের বাইরে যাচ্ছে। রিচার্ড গ্লেসনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা। ৪ বলে ৭ রান। ১৭.৪ ওভারে ৬ উইকেট খুইয়ে ১৭৩ রান ভারতের।

  • 10 Jul 2022 10:29 PM (IST)

    আউট কার্তিক

    ৭ ববে ৬ রান করে ফিরলেন দীনেশ কার্তিক। ডেভিড উইলির বলে এলবিডব্লিউ হন ডিকে।

  • 10 Jul 2022 10:23 PM (IST)

    শতরান সূর্যকুমারের

    প্রতিকূল পরিস্থিতিতে দুরন্ত শতরান সূর্যকুমার যাদবের। ১২ টি চার ও ৫ টি ছয়ের সাহায্যে ৪৮ বলে শতরান পূর্ণ করেন সূর্য। আন্তর্জাতিক টি-২০তে এটাই তাঁর প্রথম শতরান।

  • 10 Jul 2022 10:21 PM (IST)

    ১৬ ওভার শেষ

    শেষ চার ওভারে জয়ের জন্য প্রয়োজন ৫৪ রান। ১৬ ওভার শেষে ৪ উইকেট খুইয়ে ভারতের স্কোর ১৬০।

  • 10 Jul 2022 10:16 PM (IST)

    আউট শ্রেয়াস

    ফের ধাক্কা ভারতের। টপলির বলে বাটলারের হাতে ধরা পড়লেন শ্রেয়াস। দুটি ছয়ের সাহায্যে ২৩ বলে ২৮ রান তাঁর। নতুন ব্যাটার দীনেশ কার্তিক।

  • 10 Jul 2022 10:14 PM (IST)

    সূর্য-শ্রেয়াসদের ঘুরে দাঁড়ানোর লড়াই

    টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। প্রাথমিক ধাক্কা সামলে ম্য়াচে ঘুরে দাঁড়ানোর লড়াই সূর্যকুমার যাদব এবং শ্রেয়াস আইয়ারের। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেট খুইয়ে  ১৫০ রান । শতরানের পথে সূর্যকুমার যাদব।

  • 10 Jul 2022 09:59 PM (IST)

    সূর্যের অর্ধশতরান

    চাপের মুখে অর্ধশতরান সূর্যকুমার যাদবের। ৭টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ইতিমধ্যেই ভারতের স্কোর ১০০-র গণ্ডি পার করেছে। ২৪ রানে ব্যাট করছেন শ্রেয়াস আইয়ার।

  • 10 Jul 2022 09:47 PM (IST)

    ১০ ওভারের খেলা শেষ

    ১০ ওভার শেষে ৩ উইকেট খুইয়ে ভারতের স্কোর ৮২। ৪১ রানে ব্যাট করছেন সূর্যকুমার যাদব। ১৪ রানে শ্রেয়াস আইয়ার।

  • 10 Jul 2022 09:28 PM (IST)

    পাওয়ার প্লে ওভার শেষ

    পাওয়ার প্লে-তে ৩ উইকেট খুইয়ে ৩৪ রান তুলেছে ভারত। ব্যাটিং বিভাগ নিয়ে চিন্তা ছিলই। তৃতীয় টি-২০তেও সেই চিন্তা দূর হবে বলে মনে হচ্ছে না।

  • 10 Jul 2022 09:23 PM (IST)

    ৩ উইকেট হারাল ভারত

    প্রথম পাঁচ ওভারের মধ্যে তিনটি উইকেট হারিয়ে ফেলল ভারত। ঋষভ পন্থ, বিরাট কোহলির পর ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মাও। ১২ বলে ১১ রান করে রিজ টপলির বলে ফিরলেন ক্যাপ্টেন। ভারতের স্কোর ৩১।

  • 10 Jul 2022 09:13 PM (IST)

    ফিরলেন কোহলি

    ১টি ছয় ও ১টি চার মেরেই বিদায় নিলেন বিরাট কোহলি। ২.৪ ওভারে ডেভিড উইলির বলে জেসন রয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্রাক্তন অধিনায়ক। ৬ বলে ১১ রান। গোটা সিরিজে অনুরাগীদের হতাশ করলেন। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ১৫।

  • 10 Jul 2022 09:09 PM (IST)

    শুরুতেই ধাক্কা ভারতের

    বড় স্কোর তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খেল ভারত। ১.১ ওভারে পন্থকে ফেরালেন টপলি। ক্রিজে রোহিত শর্মা ও বিরাট কোহলি।

  • 10 Jul 2022 09:01 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    ২১৬ রানের লক্ষ্য নিয়ে রান তাড়া করতে নামলেন রোহিত শর্মা ও ঋষভ পন্থ।

  • 10 Jul 2022 08:56 PM (IST)

    একনজরে ইংল্যান্ডের ইনিংস

    • প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২১৫ রান তুলেছে ইংল্যান্ড।
    • অর্ধশতরান করলেন ডেভিড মালান। ৫টি ছয় ও ৬টি চারের সাহায্যে ৩৯ বলে ৭৭ রান করেন তিনি।
    • ২৯ বলে অপরাজিত ৪২ রান লিয়াম লিভিংস্টোনের।
    • সবচেয়ে বেশি রান দিলেন উমরান মালিক। ১টি উইকেট নিলেও ৫৬ রান দিয়েছেন তিনি।
  • 10 Jul 2022 08:48 PM (IST)

    ইংল্যান্ডের বড় স্কোর

    নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রানের বড় স্কোর খাড়া করল ইংল্যান্ড।

  • 10 Jul 2022 08:45 PM (IST)

    রান আউট জর্ডন

    শেষ বলে রান আউট হয়ে ফিরলেন ক্রিস জর্ডন।

  • 10 Jul 2022 08:38 PM (IST)

    ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট

    হর্ষল প্যাটেলের দ্বিতীয় উইকেট। তাঁর বলে বিষ্ণোইয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হ্যারি ব্রুকস (১৯)। ১৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৯৯।

  • 10 Jul 2022 08:33 PM (IST)

    দুশোর পথে ইংল্যান্ড

    ১৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর পাঁচ উইকেট হারিয়ে ১৯০। ৩৬ রানে ব্যাট করছেন লিভিংস্টোন।

  • 10 Jul 2022 08:29 PM (IST)

    ইংল্যান্ডের পঞ্চম উইকেট পড়ল

    বিনা খাতা খুলেই সাজঘরে ফিরলেন মইন আলি। বিষ্ণোইয়ের বলে হর্ষলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। এক ওভারে জোড়া উইকেট বিষ্ণোইয়ের। ইংল্যান্ডের স্কোর ১৭.২ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৭৭।

  • 10 Jul 2022 08:26 PM (IST)

    আউট মালান

    ভয়ঙ্কর হয়ে ওঠা ডেভিড মালানকে ফেরালেন রবি বিষ্ণোই। রবির বলে পন্থের দস্তানায় ধরা পড়েন তিনি। ৬টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৩৯ বল ৭৭ রান।

  • 10 Jul 2022 08:17 PM (IST)

    ১৫ ওভারের খেলা শেষ

    ১৫ ওভারে ইংরেজদের ঝুলিতে ১৫২ রান। হারিয়েছে ৩ উইকেট। অর্ধশতরান পূর্ণ করেছেন ডেভিড মালান। মালান ৭৭ রানে ব্যাট করছেন।

  • 10 Jul 2022 07:53 PM (IST)

    ১০ ওভারের খেলা শেষ

    ইংল্যান্ডের ইনিংসে ১০ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোরবোর্ডে উঠেছে ৮৬ রান। ক্রিজে ডেভিড মালান ও লিয়াম লিভিংস্টোন।

  • 10 Jul 2022 07:51 PM (IST)

    ফের উইকেট হারাল ইংল্যান্ড

    ভারতকে তৃতীয় সাফল্য এনে দিলেন হর্ষল প্যাটেল। নিজের বলে ডেভিড মালানের ক্যাচ ছেড়েছিলেন। ডানহাতি ব্যাটার ফিলিপ সল্টকে বোল্ড আউট করে প্রায়শ্চিত্ত করলেন।

  • 10 Jul 2022 07:38 PM (IST)

    ভারতের দ্বিতীয় সাফল্য

    জেসন রয়কে ফেরালেন উমরান মালিক। ৭.১ ওভারে উমরানের বল ধরা পড়ে পন্থের দস্তানায়। ২৬ বলে ২৭ রান ইংরেজ ওপেনারের।

  • 10 Jul 2022 07:31 PM (IST)

    ইংল্যান্ডের অর্ধশতরান

    দলীয় ৫০ রান পূর্ণ হল ইংল্যান্ডের। ৫.৪ ওভারে ৫০ রানে ঢুকে পড়ে ৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেট হারিয়ে ৫২। জেসন রয় ২১ বলে ২৩ রান।

  • 10 Jul 2022 07:18 PM (IST)

    আউট বাটলার

    ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন তরুণ আবেশ খান। ৯ বলে ১৮ রান করে ফিরলেন অধিনায়ক জস বাটলার। ৩.৪ ওভারে ইংল্যান্ডের রান ১ উইকেট হারিয়ে ৩১। ক্রিজে ডেভিড মালান।

  • 10 Jul 2022 07:10 PM (IST)

    শুরু হল খেলা

    ইংল্যান্ডের হয়ে ইনিংসের সূচনায় জেসন রয় এবং জস বাটলার। ভারতের হয়ে বোলিং শুরু করেন আবেশ খান। ২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৯।

  • 10 Jul 2022 06:48 PM (IST)

    ইংল্যান্ডের একাদশে পরিবর্তন

    ইংল্যান্ডের একাদশে দুটি পরিবর্তন। পার্কিনসনের পরিবর্তে চার নম্বরে ব্যাট করবেন ফিল সল্ট। স্যাম কারানের পরিবর্তে দলে অন্তর্ভুক্তি রেকি টপলির।

    ইংল্যান্ডের একাদশ - জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, মইন আলি, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, রিচার্ড গ্লেসন, ডেভিড উইলি, ক্রিস জর্ডন, রেকি টপলি।

  • 10 Jul 2022 06:42 PM (IST)

    ভারতের একাদশে চারটি পরিবর্তন

    নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে একঝাঁক সিনিয়র ক্রিকেটাররা। জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল এবং ভুবনেশ্বর কুমার। তাঁদের পরিবর্তে প্রথম একাদশে উমরান মালিক, রবি বিষ্ণোই, আবেশ খান এবং শ্রেয়াস আইয়ার।

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাডেজা, হর্ষল প্যাটেল, আবেশ খান, উমরান মালিক, রবি বিষ্ণোই।

  • 10 Jul 2022 06:35 PM (IST)

    টস আপডেট

    টস জিতলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার । ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাট করবে ইংল্যান্ড ।

  • 10 Jul 2022 06:34 PM (IST)

    রোহিতকে আটকালেন ফ্যানরা

    টস করতে যাওয়ার পথে অনুরাগীদের আবদারে থামতে হল রোহিত শর্মাকে। সই বিলিয়ে তবেই ছুটি।

  • 10 Jul 2022 06:27 PM (IST)

    হেড টু হেড

    শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয় ভারতের। এজবাস্টনে শেষ ম্যাচটি ভারত জিতেছে ৪৯ রানে। সিরিজ এখন ২-০তে রোহিত শর্মাদের দখলে।

  • 10 Jul 2022 06:11 PM (IST)

    নটিংহামের আকাশ পরিষ্কার

    রোদ ঝলমলে নটিংহাম। অসামান্য সুন্দর এই স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যেই টস করতে নামবেন ভারত ও ইংল্যান্ডের অধিনায়ক।

Published On - Jul 10,2022 6:00 PM

Follow Us: