বিরাটের কামব্যাক, ভারতের ব্যাটিং বুলেটপ্রুফ: ইয়ান চ্যাপেল

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল বলছেন, এগিয়ে টিম ইন্ডিয়া। 

বিরাটের কামব্যাক, ভারতের ব্যাটিং বুলেটপ্রুফ: ইয়ান চ্যাপেল
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Feb 02, 2021 | 12:12 PM

চেন্নাই: অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ টেস্ট সিরিজ জয়। টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। শুধু ভারতেই (India) নয়, টিম ইন্ডিয়াকে নিয়ে প্রত্যাশা বেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদেরও। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চার ম্যাচে টেস্ট  সিরিজ শুরুর আগে প্রাক্তন ক্রিকেটাররা, বিরাটের দলকেই এগিয়ে রাখছেন। এ বার সেই দলে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল (Ian Chappell)। বলছেন, এগিয়ে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: ওয়াংখেড়েতে বিশেষ বক্স পাচ্ছেন গাভাসকর

চ্যাপেলের মতে, বিরাটের কামব্যাক দলকে আরও শক্তিশালী করে তুলবে। এক ক্রিকেট ওয়েবসাইটে নিজের কলামে প্রাক্তন অজি অধিনায়ক লিখেছেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের পর, বিরাটের ভারত এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে মরিয়া। বিরাটের দলে ফেরা মানে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার আরও শক্তিশালী হওয়া।”

আরও পড়ুন: ধোনির পথে হাঁটলেন নটরাজন

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে ফিরছে হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটাররা। এতে ভারতের জেতার রাস্তা সহজ হবে বলেই মনে করেন চ্যাপেল। তবে ইংল্যান্ডকেও একেবারেই উড়িয়ে দিতে রাজি নন। বলেছেন, বেন স্টোকস, জোফ্রা আর্চার এবং ররি বার্নসের মতো ক্রিকেটারদের দলে ফেরা ইংল্যান্ডকেও শক্তিশালী করবে।

আরও পড়ুন: আইপিএলের আগে টিকা, উদ্যোগী বোর্ড

দুই দলের টপ অর্ডারের ওপর ফোকাস করছেন চ্যাপেল। লিখেছেন, “শুভমন গিল, রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার মতো টপ অর্ডারের ব্যাটসম্যানরা ইংলিশ বোলারদের চাপে ফেলবে।” তাই ইংল্যান্ডের টপ অর্ডার পারফর্ম করতে না পারলে জো রুটের ওপর চাপ বাড়বে।

আরও পড়ুন: ‘বিরাট’ চিন্তায় ঘুম উড়েছে মইন আলির