Shubman Gill: শুভমনের এক ইনিংসে নানা রেকর্ড, দেখে নিন বিস্তারিত

India vs New Zealand: নিজের ইনিংসের শেষ ১৮ বলে শুভমনের স্ট্রাইকরেট ৩২৭.৭৮! শেষ ১৮ বলে ৫৯ রান যোগ করেছেন শুভমন। পাওয়ার প্লে-তে করেছিলেন ৩৪ রান!

Shubman Gill: শুভমনের এক ইনিংসে নানা রেকর্ড, দেখে নিন বিস্তারিত
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2023 | 6:30 AM

আমেদাবাদ: গত দু-মাস কেমন একটা ঘোরের মধ্যে কাটছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। শুভমন গিলেরও কি তাই নয়? বাংলাদেশ সফরে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। সেটা অবশ্য পুরনো বছরে। বাংলাদেশ সফরের আগে টেস্টে একবারই ৯০-র ঘরে পৌঁছেছিলেন। ২০২১ ব্রিসবেন টেস্টে ৯১ রান করেছিলেন শুভমন। সব মিলিয়ে ৪টি অর্ধশতরানে ইনিংস। অবশেষে টেস্টেও তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন চট্টগ্রাম টেস্টে। তেমনই ওয়ান ডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি ক্লাবে প্রবেশ করেছেন কিছু দিন আগেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ডবল সেঞ্চুরি করেছিলেন। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান ছিল রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুরেশ রায়না, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, দীপক হুডাদের। এ বার সেই তালিকায় শুভমন। আমেদাবাদে অপরাজিত ১২৬ রানের ইনিংসে কী কী নজির গড়লেন শুভমন, বিস্তারিত TV9Bangla-য়।

  1. আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৬ রানের ইনিংসটিই ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে সর্বাধিক। এর আগে বিরাট কোহলি এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রানে অপরাজিত ছিলেন। সেটি ছিল তাঁর প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরানের ইনিংস। আমেদাবাদে শুভমনেরও প্রথম।
  2. নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক স্কোরের নজির গড়লেন শুভমন গিল। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৭ রানে অপরাজিত ছিলেন। শুভমন করলেন অপরাজিত ১২৬।
  3. ভারতীয়দের মধ্যে কনিষ্ঠতম হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরানের নজির। সুরেশ রায়না ২৩ বছর ১৫৬ দিন বয়সে ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন। শুভমন ২৩ বছর ১৪৬ দিন বয়সে কিউয়িদের বিরুদ্ধে শতরান করলেন।
  4. আমেদাবাদে পেসারদের বিরুদ্ধে ২৩৬.৫৮ স্ট্রাইকরেটে রান তুলেছেন শুভমন! পেসারদের বিরুদ্ধে ৪১ বলে করেছেন ৯৭ রান। বাকি ২২ বলে স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইকরেট ১৩১.৮১।
  5. নিজের ইনিংসের শেষ ১৮ বলে শুভমনের স্ট্রাইকরেট ৩২৭.৭৮! শেষ ১৮ বলে ৫৯ রান যোগ করেছেন শুভমন। পাওয়ার প্লে-তে করেছিলেন ৩৪ রান!
  6. শুভমনের অপরাজিত শতরানের সৌজন্যে আমেদাবাদে ২৩৪-৪ স্কোর গড়ে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটি তৃতীয় সর্বাধিক স্কোর। অস্ট্রেলিয়া ২৪৫-৫ এবং ইংল্যান্ড ২৪১-৩ করেছিল নিউজিল্য়ান্ডের মাঠে। কিউয়িদের বিরুদ্ধে এর আগে ভারতের সর্বাধিক স্কোর ছিল ২০৮-৬।
  7. ভারতীয়দের মধ্যে তিন ফরম্যাটেই শতরানের তালিকায় নাম ছিল সুরেশ রায়না, রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলির। এ বার সেই তালিকায় যোগ দিলেন শুভমনও।