IND vs SA 1st ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই ম্যাচ

আগামীকাল, মঙ্গলবার তেম্বা বাভুমাদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ভারতের। নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

IND vs SA 1st ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই ম্যাচ
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2022 | 8:35 PM

লখনউ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতার পর শিখর ধাওয়ানের নেতৃত্বে একটি নতুন চেহারার টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Ist ODI) বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলবে। সিরিজটি প্রোটিয়াদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আগামী বছর ওডিআই বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য যাবতীয় পয়েন্ট জোগাড় করে নেওয়ার এটাই সুযোগ দক্ষিণ আফ্রিকার কাছে। ভারতীয় দল আজকালের মধ্যেই টি-২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া রওনা দেবে। এই পরিস্থিতিতে দলের অভিজ্ঞ সদস্য শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) উপর ওডিআই ফরম্যাটের দায়িত্ব তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। ভারত শেষবার চলতি বছরের জানুয়ারি মাসে ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল। তিনটি ম্যাচেই হারের মুখ দেখে ভারত। মেন ইন ব্লু-র কাছে সেই হারের প্রতিশোধ নেওয়ার পালা।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই কখন খেলা হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে ১ম ওডিআই ম্যাচ হবে ৬ অক্টোবর, বৃহস্পতিবার।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআইয়ের ভেন্যু কী?

ম্যাচটি লখনউয়ের শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্যে প্রথম ওডিআই কখন শুরু হবে?

প্রথম ওডিআই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায়।

আমরা কোথায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই দেখতে পাব?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে।

এছাড়া আর কোথায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই ম্যাচ দেখতে পারি?

ম্যাচটি ডিজনি + হটস্টার অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে।

ভারত ওডিআই স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, রজত পতিদার, রাহুল ত্রিপাঠি, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আবেশ খান, মহম্মদ সিরাজ, দীপক চাহার।