IND vs WI 2nd T20I Highlights: রুদ্ধশ্বাস জয়, সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

| Edited By: | Updated on: Aug 02, 2022 | 2:36 AM

India vs WI 2nd T20I Highlights: লাগেজ সমস্যায় তিন ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। তৃতীয় টি ২০ মঙ্গলবার, একই মাঠে।

IND vs WI 2nd T20I Highlights: রুদ্ধশ্বাস জয়, সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি ২০ লাইভ। (ছবি : নিজস্ব)

সেইন্ট কিটস : ওয়ান ডে সিরিজে প্রথম দু ম্যাচে উপভোগ্য লড়াই দেখা গিয়েছিল। মনে করা হয়েছিল, টি ২০ সিরিজে ভারতকে জোর টক্কর দেবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি ২০ তে অবশ্য তা দেখা যায়নি। টরবায় ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে স্পিনারদের জন্য সহায়তা ছিল। ভারত তিন স্পিনার খেলিয়েছে। বোলিংয়ে সেটাি পার্থক্য গড়ে দিয়েছিল। দ্বিতীয় টি ২০ সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে। এখানে পেসারদের জন্য সহায়তা। গতি ও বাউন্সের পিচে ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ জানায় ভারতকে। ওবেদ ম্যাকয়ের ৬ উইকেট। ২০ ওভারও ব্যাট করতে পারেনি ভারত। ১৩৮ রানেই অলআউট। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্র্যান্ডন কিংয়ের অনবদ্য ব্যাটিং। ৫ উইকেটের জয়ে টি ২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টি ২০ মঙ্গলবার, একই মাঠে।

Key Events

ওবেদ ম্যাকয়

দুর্দান্ত পারফরম্যান্স ওবেদ ম্যাকয়ের। আধডজন উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে এটিই সেরা পারফরম্যান্স।

হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়ার বোলিং ভালো হচ্ছে। ব্যাটিংয়েও এদিন ভরসা দিলেন। ম্যাচ জেতার জন্য যথেষ্ঠ ছিল না।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 02 Aug 2022 02:23 AM (IST)

    শেষ ওভার

    • শেষ ওভারে ১০ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। বল হাতে আবেশ খান।
    • নো বলে ওভার শুরু। সিঙ্গলও নেন ওডিন স্মিথ।
    • ফ্রি-হিটে ছয় ডেভন থমাসের।
    • ফের বাউন্ডারি। ম্যাচ শেষ। ওয়েস্ট ইন্ডিজ জয়ী ৫ উইকেটে।
  • 02 Aug 2022 02:17 AM (IST)

    দু ওভারে ১৬

    শেষ মুহূর্তে ম্যাচ ঘোরাতে পারবে ভারত? ২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৬ রান। রোভম্যান পাওয়েলকে ফিরিয়ে আশা জাগালেন অর্শদীপ।

  • 02 Aug 2022 01:35 AM (IST)

    মাঝপথে ভালো জায়গায় ওয়েস্ট ইন্ডিজ

    ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৩-২। অশ্বিন, হার্দিক একটি করে উইকেট নিয়েছেন।

  • 02 Aug 2022 01:15 AM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের ভালো শুরু

    পাওয়ার প্লে শেষ। বিনা উইকেটে ৪৬ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ।

  • 02 Aug 2022 12:43 AM (IST)

    এক নজরে

    • টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের।
    • প্রথম বলেই রোহিত শর্মার উইকেট।
    • ওবেদ ম্যাকয়ের ৬ উইকেট।
    • ভারত অলআউট ১৩৮ রানে।
    • ভারতীয় ইনিংসে সর্বাধিক রান হার্দিকের ৩১।
  • 02 Aug 2022 12:39 AM (IST)

    ভারত অলআউট

    ২০ ওভারও ভারতীয় ইনিংস স্থায়ী হল না। ২ বল বাকি থাকতেই ১৩৮ রানেই অলআউট ভারত। ওবেদ ম্যাকয় আধ ডজন উইকেট নিলেন।

  • 02 Aug 2022 12:34 AM (IST)

    ম্যাকয়ের ৬ উইকেট

    ৪ ওভারে ১ টা মেডেন সহ মাত্র ১৭ রান দিয়ে ৬ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স।

  • 02 Aug 2022 12:30 AM (IST)

    ম্যাকয়ের পাঁচ উইকেট

    পাঁচ উইকেট নিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি পেসার ওবেদ ম্যাকয়। ভারত ১২৮-৮।

  • 02 Aug 2022 12:20 AM (IST)

    জাডেজা আউট

    স্লগ ওভার চলছে। বড় শট খেলতে গিয়ে জাডেজাও আউট। কার্তিকই ভরসা।

  • 02 Aug 2022 12:07 AM (IST)

    পঞ্চম উইকেট হারাল ভারত

    হার্দিকও আউট। ১০৪-৫ ভারত। ৩১ বলে ৩১ রান করেন তিনি। ক্রিজে দীনেশ কার্তিক।

  • 01 Aug 2022 11:49 PM (IST)

    মাঝপথে ভারত

    ইনিংসের মাঝপথে ভারত। স্কোর ৭৫-৪। ক্রিজে হার্দিক-জাডেজা।

  • 01 Aug 2022 11:36 PM (IST)

    অতি আগ্রাসন

    অতি আক্রমণাত্মক শুরু করেছিল ভারত। পাওয়ার প্লে তে তিন উইকেট। এবার চতুর্থ উইকেট হারাল ভারত। ঋষভ পন্থ ফিরলেন ১২ বলে ২৪ রানে।

  • 01 Aug 2022 11:32 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    তিন উইকেট হারালেও রানের গতি কমেনি ভারতের। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৬-৩

  • 01 Aug 2022 11:24 PM (IST)

    শ্রেয়সের উইকেট

    দ্বিতীয় ম্যাচেও হতাশ করলেন শ্রেয়স আইয়ার। আলজারি জোসেফের বলে কট বিহাইন্ড। অবদান ১০ রান।

  • 01 Aug 2022 11:12 PM (IST)

    দ্বিতীয় ধাক্কা

    সূর্যকুমার যাদবও আউট। মাত্র ১১ রানে ফিরলেন তিনি। অফ সাইডের বাইরের বলে কট বিহাইন্ড।

  • 01 Aug 2022 11:09 PM (IST)

    ওপেন করছেন অর্শদীপ!

    চমকে যাওয়ার মতোই পরিস্থিতি। সূর্যকুমার যাদবের জার্সিতে অর্শদীপ লেখা। সম্ভবত লাগেজ না আসায়, অর্শদীপের জার্সিতে নেমেছেন সূর্য।

    SKY

  • 01 Aug 2022 11:03 PM (IST)

    প্রথম বলেই...

    ওবেদ ম্যাকয়ের প্রথম ডেলিভারিতেই আউট রোহিত শর্মা। বাড়তি বাউন্সে অস্বস্তি। শর্ট থার্ডম্যানে দারুণ ক্যাচ আকিল হোসেনের।

  • 01 Aug 2022 11:00 PM (IST)

    সূর্যই ওপেনিংয়ে

    কোনও চমক নেই। টানা দ্বিতীয় ম্যাচে রোহিতের ওপেনিং সঙ্গী সূর্যকুমার যাদব।

  • 01 Aug 2022 10:38 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত : রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং

    ওয়েস্ট ইন্ডিজ: কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিন স্মিথ, ডেভন থমাস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়

    • হর্ষল প্যাটেলের পাঁজরে চোট রয়েছে। আজ এবং কালকের ম্যাচের জন্য ফিট নন। ভারতীয় একাদশে একমাত্র পরিবর্তন, রবি বিষ্ণোইয়ের জায়গায় আবেশ খান।
  • 01 Aug 2022 10:33 PM (IST)

    টস আপডেট

    ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।

    টসের আগে পিচ দেখে নিচ্ছিলেন ভারত অধিনায়ক এবং কোচ।

  • 01 Aug 2022 10:05 PM (IST)

    ওয়াসিম জাফরের মজার পোস্ট

    লাগেজ সমস্যায় ম্যাচের সময় ক্রমশ পিছোচ্ছে। তাই নিয়ে ওয়াসিম জাফরের মজার পোস্ট

  • 01 Aug 2022 09:36 PM (IST)

    অফিসিয়াল আপডেট

    আরও এক ঘণ্টা পিছোল ম্যাচ। ভারতীয় সময় রাত ১১ টায় শুরু হবে। এই মাত্র ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মিডিয়া হোয়াটস অ্যাপে গ্রুপে এ কথা জানানো হল।

    পডুন বিস্তারিত-India vs West Indies: দু ঘণ্টা পিছিয়ে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি ২০

  • 01 Aug 2022 09:32 PM (IST)

    ম্যাচ কখন!

    এখনও অবধি টসের কোনও আপটেড নেই। ম্যাচের সম্প্রচারও শুরু হয়নি। সম্ভবত, ম্যাচের সময় আরও পিছিয়ে দেওয়া হতে পারে।

    সম্প্রচারকারী অ্যাপে ম্যাচের সময় দেখাচ্ছে রাত ১১ টা।

  • 01 Aug 2022 09:12 PM (IST)

    সেইন্ট কিটসে, কিটস সমস্যা

    লাগেজ না আসায় দু ঘণ্টা পিছিয়েছে ম্যাচ। ভারতীয় সময় রাত ৮ টায় শুরু কথা ছিল দ্বিতীয় টি ২০। যদিও পরিবর্তিত সময় অনুযায়ী ১০ টায় শুরু হবে। লাগেজ সমস্যা এবারই প্রথম নয়! ১৯৯৪ সালে ভারতের মাটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এমনই ঘটনা হয়েছিল। বিশাখাপত্তনমে ম্যাচে ওভার কমানো হয়েছিল। কেন না, বিশাখাপত্তনমের পরিবর্তে লাগেজ পৌঁছেছিল মাদ্রাসে (চেন্নাই)!

    তারও আগে ১৯৮৪ সালে জামশেদপুরে লাগেজ না পৌঁছনোয় ম্যাচই বাতিল হয়ে গিয়েছিল!

    ১০ টা তেও ম্যাচ শুরু হবে তো আজ!

Published On - Aug 01,2022 9:00 PM

Follow Us: