India vs Zimbabwe 1st ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে ম্যাচ

ভারতের একঝাঁক তরুণ ক্রিকেটার নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন এই সিরিজে।

India vs Zimbabwe 1st ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে ম্যাচ
জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে ম্যাচ
TV9 Bangla Digital

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 17, 2022 | 6:39 PM

হারারে: ২০১৬ সালের পর, জিম্বাবোয়ে (Zimbabwe) সফরে গিয়েছে ভারত (India)। এশিয়া কাপের (Asia Cup 2022) আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলবে মেন ইন ব্লু। রেগিস চাকাভার জিম্বাবোয়ের বিরুদ্ধে আগামীকাল হারারেতে প্রথম ওয়ান ডে ম্যাচে নামতে চলেছে লোকেশ রাহুলের ভারত। এই সিরিজে এর আগে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সির দায়িত্বে দেওয়া হয়েছিল শিখর ধাওয়ানের কাঁধে। চোট সারিয়ে রাহুল বিসিসিআই থেকে সবুজ সংকেত পাওয়ার পর, তাঁকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, মহম্মদ সামির মতো প্লেয়াররা নেই। ভারতের একঝাঁক তরুণ ক্রিকেটার নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন এই সিরিজে।

হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে ভারত ও জিম্বাবোয়ে ৬৩ বার ওয়ান ডে ক্রিকেটে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৫১ বার জিতেছে ভারত। এবং জিম্বাবোয়ে জিতেছে ১০ বার। পাশাপাশি জিম্বাবোয়ের মাটিতে মোট ২৩টি ম্যাচে সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে ১৯টি ম্যাচে জিতেছে ভারত এবং ৪টি ম্যাচে জিতেছে জিম্বাবোয়ে।

ভারত বনাম জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে ম্যাচটি কবে শুরু হবে?

ভারত বনাম জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার (১৮ অগস্ট) হবে।

ভারত বনাম জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে ম্যাচটি হারারে স্পোর্টস ক্লাবে (Harare Sports Club) হবে।

ভারত বনাম জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে ম্যাচটি শুরু হবে দুপুর ১২.৪৫ নাগাদ। ম্যাচের আগে ১২.১৫ মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম জিম্বাবোয়ের প্রথময় ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে।

ভারতীয় স্কোয়াড : লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, দীপক চাহার।

এই খবরটিও পড়ুন

জিম্বাবোয়ে স্কোয়াড : রেগিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, তানাকা শিভাঙ্গা, ব্র্যাডলি এভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুজানাসে কাইতানো, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধবেরে, তাদিয়ানাসে মারুমানি, জন মাসারা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla