IND W vs ENG W Highlights: ঝুলনের বিদায়ী ম্যাচেও জয়, ইংল্যান্ডকে ৩-০ হারাল ভারত

| Edited By: | Updated on: Sep 24, 2022 | 10:48 PM

India W vs England W, 3rd ODI Live Score: লর্ডসে আজ ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ, আজই আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ ঝুলন গোস্বামীর।

IND W vs ENG W Highlights: ঝুলনের বিদায়ী ম্যাচেও জয়, ইংল্যান্ডকে ৩-০ হারাল ভারত
আজ কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচ

লন্ডন: লর্ডসে থামল চাকদা এক্সপ্রেস। শেষ বার নীল জার্সি গায়ে চাপিয়ে ২২ গজে কিংবদন্তি ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। বাংলার তারকা ঝুলনের অভিষেক ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচেও তাঁর প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। প্রথম দু ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। লক্ষ্য ছিল ইংল্যান্ডকে ক্লিন সুইপ করা। সেই লক্ষ্যও পূরণ হল। শেষ টুকু নিয়ে অবশ্য কিছু বিতর্ক। চার্লি ডিনকে মানকাডিং করেন দীপ্তি শর্মা। তবে আইসিসির নিয়ম পরিবর্তনে এটিকে রানআউট ধরা হয়। অনেকে হতাশা জনক ইতি বললেও আইসিসির নিয়মের মধ্যেই থেকেই চার্লিকে রান আউট করেছেন দীপ্তি। ১৬ রানে জিতে ইংল্যান্ডকে ক্লিন সুইপ। কিছুদিন আগে মিতালি রাজ অবসর নিয়েছিলেন। তার পর থেকেই ঝুলনের অবসরের কথা উঠেছিল। ঝুলনও প্রাক্তন হলেন আন্তর্জাতিক ক্রিকেটে। একটা অধ্যায় শেষ হল।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 24 Sep 2022 10:38 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড।
    • স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মার অর্ধশরান। মাত্র ১৬৯ রানে অলআউট ভারত।
    • অল্প রান নিয়েও অনবদ্য লড়াই ভারতীয় বোলিং আক্রমণের।
    • রেনুকা সিং ঠাকুর ৪ এবং বিদায়ী ম্যাচে ২ উইকেট ঝুলন গোস্বামীর।
    • ১৬ রানের অনবদ্য জয় ভারতের। ইংল্যান্ডকে ক্লিন সুইপ করল ভারত।
  • 24 Sep 2022 09:56 PM (IST)

    ঝুলনের ইংসুইংয়ে ছিটকে গেল ক্রসের উইকেট

    বিদায়ী ম্যাচে দ্বিতীয় উইকেট তুলে নিলেন ঝুলন গোস্বামী। ১০ রান করে মাঠ ছাড়লেন ক্রস।

  • 24 Sep 2022 08:33 PM (IST)

    ঝুলনের দারুণ ক্যাচ

    রাজেশ্বরী গায়কোয়াড় ফেরালেন সোফি এক্লেস্টনকে। ১৪.১ ওভারে দারুণ ক্য়াচ নিলেন ঝুলন গোস্বামী।

  • 24 Sep 2022 08:10 PM (IST)

    উইকেট নিলেন ঝুলন

    বিদায়ী ম্যাচেও ঝকঝকে ঝুলন গোস্বামী। ২০ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। কিন্তু প্রান্তিক ম্যাচে এসেও ঝুলন সেই একই রকম শিকারি পাখি। লর্ডসে জীবনের শেষ ম্যাচে নিলেন অ্যালিস ক্যাপসির উইকেট।

  • 24 Sep 2022 07:50 PM (IST)

    এমা ল্যাম্বের উইকেট তুলে নিলেন রেনুকা

    এমা ল্যাম্ব ফিরলেন সাজঘরে। ভারতে প্রথম সাফল্য এনে দিলেন রেনুকা সিং ঠাকুর।

  • 24 Sep 2022 07:14 PM (IST)

    শেষ ম্যাচে বল হাতে ঝুলন

    রান তাড়া করতে নামল ইংল্যান্ড। টার্গেট ১৭০। নতুন বল হাতে নিয়ে ২২ গজে নামলেন ঝুলন গোস্বামী।

  • 24 Sep 2022 06:45 PM (IST)

    ভারতের ইনিংস শেষ

    • ১৬৯ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস।
    • তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৪৫.৪ ওভারে গুটিয়ে গেল ভারত
    • ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন ক্যাথরিন ক্রস (৪টি)
    • ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন দীপ্তি শর্মা (৬৮*)
    • হোয়াইটওয়াশ এড়াতে হলে ইংল্যান্ডকে তুলতে হবে ১৭০ রান।
  • 24 Sep 2022 06:18 PM (IST)

    শূন্যে আউট ঝুলন

    বিদায়ী ম্যাচে ডন ব্র্যাডম্যানের 'শূন্য'-স্মৃতি ফেরালেন ঝুলন গোস্বামী। লর্ডসে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে শূন্যে মাঠ ছাড়লেন কিংবদন্তি ঝুলন।

  • 24 Sep 2022 06:14 PM (IST)

    শেষ ম্যাচে ব্যাট হাতে নামলেন ঝুলন

    কেরিয়ারের শেষ ম্যাচে ব্যাট হাতে নামলেন ঝুলন গোস্বামী।

  • 24 Sep 2022 06:13 PM (IST)

    পূজা ফিরলেন সাজঘরে

    চার্লি ডিন তুলে নিলেন পূজা বস্ত্রকারের উইকেট। ৭ উইকেট খুইয়ে ফেলেছে ভারত।

  • 24 Sep 2022 06:07 PM (IST)

    হাফসেঞ্চুরি দীপ্তির

    ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দীপ্তি শর্মা।

  • 24 Sep 2022 05:10 PM (IST)

    হাফসেঞ্চুরির পরই আউট স্মৃতি

    ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচে হাফসেঞ্চুরির পরই উইকেট খুইয়ে বসলেন স্মৃতি মান্ধানা।

  • 24 Sep 2022 04:16 PM (IST)

    হ্যারির পর হরলিনের উইকেট হারাল ভারত

    ফ্রেয়া ডেভিস তুলে নিলেন হরলিন দেওলের উইকেট। ৮.৪ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলল ভারত।

    ভারতের স্কোর ২৯/৪।

  • 24 Sep 2022 04:06 PM (IST)

    ম্যাচ শুরুর আগে টিম টকের সময় চোখে জল হরমনপ্রীতের

    ঝুলুদির শেষ ম্যাচ। টিম টকের মুহূর্তে চোখে জল ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

  • 24 Sep 2022 04:05 PM (IST)

    ইসিবি থেকে ঝুলনকে শেষ ম্যাচে বিশেষ উপহার

    ইসিবির তরফ থেকে ঝুলন গোস্বামীকে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে নামার আগে বিশেষ উপহার দেওয়া হল।

  • 24 Sep 2022 04:02 PM (IST)

    ঝুলুদিকে টস করতে ডেকে নিলেন হ্যারি

    সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি।

  • 24 Sep 2022 03:47 PM (IST)

    যস্তিকা আউট

    কেট ক্রসের দ্বিতীয় শিকার যস্তিকা ভাটিয়া। শেফালির মতো কোনও রান না করেই মাঠ ছাড়লেন যস্তিকা।

  • 24 Sep 2022 03:39 PM (IST)

    শেফালি আউট

    ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচে দ্বিতীয় ওভারে আউট শেফালি ভার্মা। কেট ক্রস তুলে নিলেন শেফালির উইকেট। কোনও রান না করেই মাঠ ছাড়লেন শেফালি।

  • 24 Sep 2022 03:32 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা।

  • 24 Sep 2022 03:20 PM (IST)

    দেখে নিন ইংল্যান্ডের একাদশ

    লরেন বেলের জায়গায় একাদশে ফ্রেয়া ডেভিস।

    ইংল্যান্ডের একাদশ: ট্যামি বোমন্ট, এমা ল্যাম্ব, সোফিয়া ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি, ড্যানি ওয়্যাট, অ্যামি জোনস (অধিনায়ক), ফ্রেয়া কেম্প, সোফি এক্লেস্টন, চার্লি ডিন, ক্যাথরিন ক্রস, ফ্রেয়া ডেভিস।

  • 24 Sep 2022 03:17 PM (IST)

    দেখে নিন ভারতের একাদশ

    ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছেন হরমনপ্রীতরা।

    ভারতের একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), হরলিন দেওল, যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, ঝুলন গোস্বামী, দয়ালান হেমলতা, রাজেশ্বরী গায়কোয়াড়, রেনুকা সিং ঠাকুর।

  • 24 Sep 2022 03:13 PM (IST)

    শেষ ম্যাচে নামার আগে কী বললেন ঝুলন?

    আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে নামার আগে ঝুলন গোস্বামী বলেন, "আমি ধন্যবাদ জানাতে চাই বিসিসিআই, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, আমার পরিবার, কোচ, অধিনায়কদের। এই বিশেষ মুহূর্তটার সাক্ষী হতে পেরে আমি ভীষণ খুশি। আমি ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু করেছিলাম আর শেষটাও করতে চলেছি ইংল্যান্ডের বিরুদ্ধে। সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমরা সিরিজে ২-০ এগিয়ে রয়েছি।"

  • 24 Sep 2022 03:06 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোনস। ঝুলনের বিদায়ী ম্যাচে শুরুতে ব্যাটিং করবে ভারত।

  • 24 Sep 2022 03:00 PM (IST)

    এক কিংবদন্তির পথচলা শেষ হতে চলেছে

    আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ঝুলন গোস্বামী। এক কিংবদন্তি, একাধিক ক্রিকেটারের অনুপ্রেরণা, একজন চ্যাম্পিয়ন ঝুলন। ভারতের মহিলা ক্রিকেট দলেক অধিনায়ক হরমনপ্রীত কৌর, ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং ভারতের পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কী বললেন ঝুলনকে নিয়ে? দেখুন ভিডিয়ো...

  • 24 Sep 2022 02:50 PM (IST)

    ফিরে দেখা ঝুলনের কেরিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি

    ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ। এরপর ২০টা বছর ধরে দেশের মহিলা ক্রিকেটের মুখ ঝুলন গোস্বামী। বটগাছের ছায়ার মতো ছিলেন। ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসের অন্যতম অংশ। অনেক চড়াই, উতরাই দেখেছেন...

    পড়ুন বিস্তারিত : Jhulan Goswami: ক্রিকেটের মক্কায় থামছেন ‘চাকদা এক্সপ্রেস’, ফিরে দেখা ঝুলনের কেরিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি

  • 24 Sep 2022 02:39 PM (IST)

    শুরুর দিকে কেমন ছিলেন ঝুলন?

    ঝুলন গোস্বামীর ছেলেবেলার কোচ স্বপন সাধু একান্ত সাক্ষাৎকারে TV9Bangla -কে জানিয়েছেন ছেলেবেলায় কেমন ছিলেন ঝুলন?

    পড়ুন বিস্তারিত: Jhulan Goswami: ব্যাটসম্যান থেকে বোলার হলেন কী ভাবে? ঝুলনকে নিয়ে অজানা গল্প তুলে ধরলেন কোচ!

  • 24 Sep 2022 02:36 PM (IST)

    লর্ডসে বিদায় ঝুলনের

    আজ বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্য়াচে নামবেন ঝুলন গোস্বামী। ভারত বনাম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তৃতীয় ওয়ান ডে ম্যাচের জন্য লর্ডসে পৌঁছে গিয়েছেন দুই দলের ক্রিকেটাররা।

Published On - Sep 24,2022 2:30 PM

Follow Us: