India vs West Indies: ব্রায়ান লারা অ্যাকাডেমিতে স্পিনারদের দাপট, জিতল ভারত

ভারতের তিন স্পিনারের সংগ্রহ ৫ উইকেট। বাকি ৩ উইকেট পেসারদের।

India vs West Indies: ব্রায়ান লারা অ্যাকাডেমিতে স্পিনারদের দাপট, জিতল ভারত
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2022 | 12:53 AM

ভারত ১৯০-৬ (২০ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ ১২২-৮ (২০ ওভার)

টরবা : বোর্ডে বড় রান। স্পিনারদের অনবদ্য পারফরম্যান্স। ওয়োস্ট ইন্ডিজের বিরুদ্ধে (INDvsWI)টি ২০ সিরিজ ৬৮ রানের বড় জয়েই শুরু করল ভারত। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। একাদশ বাছাইয়ে চমক দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সুযোগ পেলেন না দীপক হুডা। গত বছর নভেম্বরে শেষ আন্তর্জাতিক টি ২০ খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এই সিরিজে তাঁকে ফেরানো হয়েছে। একাদশেও জায়গা হল। ভারতীয় একাদশে তিন স্পিনার রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং লেগ স্পিনার রবি বিষ্ণোই। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজ একাদশে আলজারি জোসেফ। আন্তর্জাতিক টি ২০ অভিষেক হল তাঁর। একাদশের মতো ব্যাটিং লাইন আপেও চমক। ইংল্যান্ড সফরে রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন ঋষভ পন্থ। এদিন রোহিতের ওপেনিং সঙ্গী হলেন সূর্যকুমার যাদব। ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। শুরুটা আক্রমণাত্মক হয় ভারতের। পাওয়ার প্লে-তেই দু উইকেট পড়ে। সূর্যকুমার যাদব (২৪) এবং শ্রেয়স আইয়ারের উইকেট হারিয়ে ৪৫ রান ভারতের।

ভারতীয় ইনিংসে ভরসা দিলেন রোহিত শর্মা। উল্টো দিক দ্রুত রান তোলার চেষ্টা ব্যর্থ হল। পুরুষদের আন্তর্জাতিক টি ২০ তে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষস্থানে পৌঁছলেন রোহিত। বাউন্ডারি মেরে ৩৫ বলে অর্ধশতরানে রোহিত শর্মা। ৫ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন। শেষ অবধি ১৫ তম ওভারে আউট রোহিত। ৪৪ বলে ৬৪ রান করেন রোহিত। সূর্য, ঋষভের সঙ্গে ৪৪ এবং ৪৩ রানের জুটি গড়েন। সপ্তম উইকেটে দীনেশ কার্তিক-রবিচন্দ্রন অশ্বিন জুটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। গত আইপিএলে ব্যাট হাতেও ভরসা দিয়েছেন অশ্বিন। এদিনও কার্তিককে সঙ্গ দিলেন। ২৫ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি। দীনেশ কার্তিক মাত্র ১৯ বলে ৪১ রান করেন। ফিনিশারের ভূমিকায় তাঁর কাছে যেমন প্রত্যাশা ছিল, পূরণ করলেন।

রান তাড়ায় শুরু থেকে অতি আক্রমণাত্মক ওয়েস্ট ইন্ডিজ। সেই ভুলেরই খেসারত দিতো হল। তরুণ পেসার অর্শদীপ সিংকে ছয় মেরে স্বাগত জানিয়েছিলেন বিধ্বংসী কাইল মেয়ার্স। তাঁর লেগ কাটারে সহজ ক্যাচে ফিরলেন। তৃতীয় ওভারে জাডেজাকে আক্রমণে আনেন রোহিত। জেসন হোল্ডারকে আর্ম বলে বোল্ড করেন। পাওয়ার প্লে-র শেষ ওভারে শেমার ব্রুকসকে বোল্ড করেন ভুবি। পাওয়ার প্লে-তেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে অধিনায়ক নিকোলাস পুরান বুদ্ধিদীপ্ত ব্যাটিং করছিলেন। বাঁ হাতি ব্যাটারের জন্যই অশ্বিনকে আক্রমণে রেখেছিলেন রোহিত। বাঁ হাতি নিকোলাস পুরানকে ফিরিয়ে মিশন সাকসেসফুল অশ্বিনের। উইকেটের পিছনে শার্প ক্যাচ পন্থের। ভারতীয় একাদশে তিন স্পিনার। পিচ দেখে খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট, তা প্রমাণিত। ওডিআই সিরিজে যুজবেন্দ্র চাহাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। টি ২০ তে রবি বিষ্ণোই নজর কাড়লেন প্রথম ম্যাচে। ভারতের তিন স্পিনারের সংগ্রহ ৫ উইকেট। বাকি ৩ উইকেট পেসারদের।

সংক্ষিপ্ত স্কোর ভারত ১৯০-৬ (রোহিত শর্মা ৬৪, দীনেশ কার্তিক অপরাজিত ৪১, আলজারি জোসেফ ২-৪৬)। ওয়েস্ট ইন্ডিজ ১২২-৮ (শেমার ব্রুকস ২০, অর্শদীপ সিং ২-২৪, রবি বিষ্ণোই ২-২৬)।