India vs West Indies: মার্কিন মুলুকেও বিশাল জয়, সিরিজ ভারতের

ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে। পাওয়ার প্লে-তে অনবদ্য ব্যাটিং করলেও তিন উইকেট হারায়। অতি আক্রমণে বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ।

India vs West Indies: মার্কিন মুলুকেও বিশাল জয়, সিরিজ ভারতের
ব্যাটে ঋষভ, বোলিংয়ে অর্শদীপ নজর কাড়লেন।Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2022 | 12:55 AM

ভারত ১৯১-৫ (২০ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ ১৩২ (১৯.১ ওভার)

লাউডারহিল (ফ্লোরিডা) : কালে-ভদ্রে ম্যাচ হয়। ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) সিরিজের দুটি টি ২০ এই মাঠে। আইসিসি পূর্ণ সদস্য দেশের মধ্যে একাদশতম ম্যাচ লাউডারহিলে। ছোট মাঠ। সবদিকে গ্যালারি ঢাকা নয়। ফলে প্রচণ্ড হাওয়া থাকে। ক্যারিবিয়ানে প্রথম তিন ম্যাচে ২-১ এ এগিয়ে ভারত। সিরিজ জিইয়ে রাখতে জিততেই হত ওয়েস্ট ইন্ডিজকে। ২০১৬ থেকে ভারতের বিরুদ্ধে কোনও ফরম্যাটেই সিরিজ জেতেনি তারা। লাউডারহিলে ৫৯ রানের জয়ে ৩-১ সিরিজ নিশ্চিত করল ভারত (Team India)। এখনও এক ম্যাচ বাকি। ভারতের টপ এবং মিডল অর্ডার যেমন ভরসা দিল, তেমনই মিডল অর্ডারও। বোর্ডে ১৯১ রান নিয়ে বোলাররা জেতালেন অনেক বড় ব্যবধানে।

আবহাওয়া এই সিরিজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ক্যারিবিয়ানেই হোক কিংবা মার্কিন মুলুকে। এদিনও ম্যাচ শুরু হল ৪৫ মিনিট দেরিতে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। তৃতীয় টি ২০ তে ব্যাক স্প্যাজমে মাঠ ছেড়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। একাদশে তিনটি পরিবর্তন করলেন রোহিত। হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিন বিশ্রামে। পরিবর্তে অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই এবং সঞ্জু স্যামসন। সকলকেই সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই পরিবর্তন, জানান রোহিত। শুরুর দিকে পিচের আর্দ্রতা কাজে লাগাতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তেমনটা হল না। রোহিত-সূর্যর ওপেনিং জুটি ভরপুর বিনোদন দিলেন। ছোট মাঠ। দর্শনীয় কিছু শট খেললেন সূর্য-রোহিত। ভারতীয় ইনিংসে কেউ ৫০-র কোটা পেরোতে পারেননি। তবে প্রথম পাঁচ ব্যাটারই গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। সর্বাধিক রান ঋষভ পন্থের ৪৪। অক্ষর প্যাটেল মাত্র ৮ বলে ২০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে ভারত।

ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে। পাওয়ার প্লে-তে অনবদ্য ব্যাটিং করলেও তিন উইকেট হারায়। অতি আক্রমণে বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ। নিয়মিত ব্যবধানে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখে ভারত। নিকোলাস পুরান রান আউট। সেখানেই যেন ম্যাচ থেকে হারিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আবেশ খান, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই সকলেই বোলিংয়ে ভরসা দেন। নিজের প্রথম ওভারে ২২ রান দিয়েছিলেন অক্ষর প্যাটেল। পাওয়ার প্লে-র পর আক্রমণে আসতেই উইকেট নিলেন। তিনজনই ২ টি করে উইকেট নেন। ভারতীয় বোলারদের মধ্যে সেরা পরিসংখ্যান অর্শদীপ সিংয়ের। ৩.১ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর : ভারত ১৯১ (ঋষভ পন্থ ৪৪, রোহিত শর্মা ৩৩, আলজারি জোসেফ ২-২৯)। ওয়েস্ট ইন্ডিজ ১৩২ (নিকোলাস পুরান ২৪, অর্শদীপ সিং ৩-১২, আবেশ খান ২-১৭)।