India vs West Indies : টস জিতে ব্যাটিং ভারতের, ফিরলেন প্রসিধ কৃষ্ণা

রবীন্দ্র জাডেজা পুরোপুরি ফিট নন। তাই তৃতীয় ওয়েন ডে তেও খেলানো হল না তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ একাদশে তিনটি পরিবর্তন।

India vs West Indies : টস জিতে ব্যাটিং ভারতের, ফিরলেন প্রসিধ কৃষ্ণা
টিম হাডলে রোহিত শর্মাও। Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2022 | 7:03 PM

পোর্ট অব স্পেন : সিরিজ ২-০ জিতে নিয়েছে ভারত (Team India)। তবে জয়ের ছন্দ ধরে রাখাই লক্ষ্য। সে কারণেই পরীক্ষার পথে হাঁটলো না ভারত। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) পুরোপুরি ফিট নন। তাই তৃতীয় ওয়েন ডে তেও খেলানো হল না তাঁকে। গত ম্যাচে ওয়ান ডে অভিষেক হয়েছিল আবেশ খানের। এক ম্যাচ খেলেই ফের বেঞ্চে। একাদশে ফিরলেন প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)। ওয়েস্ট ইন্ডিজ একাদশে একাধিক পরিবর্তন। প্রত্যাশিতভাবেই ফিরলেন জেসন হোল্ডার। গত দুই ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই দেখা গিয়েছে। ৬০০-র বেশি রান হয়েছে। তৃতীয় ওয়ান ডে তেও এমনই প্রত্যাশা। পিচ ব্যাটিং সহায়ক। দুই দলের ব্যাটাররাই ছন্দে রয়েছেন। দ্বিতীয় ওয়ান ডে তে শেষ ১০ ওভারে ১০০ রান তাড়া করে জিতেছে ভারত। জয়ের নায়ক অক্ষর প্যাটেল। তবে ভারতীয় বোলিং নিয়ে ভাবনার জায়গা ছিলই। সম্ভবত সে কারণেই ফেরানে হল প্রসিধ কৃষ্ণাকে।

টসের পর অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, ‘গত দুই ম্যাচই হাই স্কোরিং হয়েছে। এই ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিতে চাই। এখনও পর্যন্ত আমাদের জন্য ভালো দিক, প্রত্যেকেই অবদান রেখেছে। তাগিদটাই আসল। তবে কিছু ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত ক্রিকেটও খেলতে হবে। বিদেশের মাটিতে মানসিকভাবে শক্তিশালী করে তুলতে রাহুল দ্রাবিড় খুব ভালো বুঝিয়েছেন। আমরা ২০২৩ ওয়েন ডে বিশ্বকাপের লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি।

ভারতের একাদশ : শিখর ধাওয়ান, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, দীপক হুডা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ, ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, নিকোলাস পুরান, শেমার ব্রুকস, কাইল মেয়ার্স, কিমো পল, জেসন হোল্ডার, আকিল হোসেন, হেডেন ওয়ালশ জুনিয়র, জেডন সিলস