Indian Premier League: বোর্ড সভাপতি বলছেন এক, সচিব দুই

আইপিএলের সৌজন্যে একঝাঁক ক্রিকেটারের উন্নতি হচ্ছে। একই সঙ্গে লাভবান হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

Indian Premier League: বোর্ড সভাপতি বলছেন এক, সচিব দুই
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2022 | 1:33 PM

নয়াদিল্লি: আইপিএলের মিডিয়া স্বত্ব যে সংস্থাই পাক, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) যে বিরাট আর্থিক লাভ হবে এ বিষয়ে সন্দেহ নেই। আজই জানা যাবে বিস্তারিত। আয়ের দিক থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার (IPL) লিগ ছাপিয়ে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগকেও! এমনটাই বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। অন্যদিকে বোর্ড সচিব জয় (Jay Shah) শাহ বলছেন, আর্থিক দিক থেকে বিশ্বের দ্বিতীয় লিগ হতে চলেছে আইপিএল। আইপিএলের সৌজন্যে একঝাঁক ক্রিকেটারের উন্নতি হচ্ছে। একই সঙ্গে লাভবান হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। এবারের আইপিএলে দু’টি নতুন ফ্র‍্যাঞ্চাইজি দল অংশ নিয়েছিল। লখনউ সুপার জায়ান্ট এবং গুজরাত টাইটান্স। ১০ দলের আইপিএলে অভিষেকেই চমক দিয়েছে এই দুই দল। লখনউ প্লে-অফে উঠেছিল। ৭৪ ম্যাচের মরসুম শেষে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স।

একটি সাক্ষাৎকারে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভারতীয় ক্রিকেটের বিবর্তন খুব কাছ থেকে দেখেছি। আমাদের মতো ক্রিকেটার একটা সময় কয়েকশো টাকাও উপার্জন করেছে। এখন ক্রিকেটাররা কোটি কোটি টাকা উপার্জন করে। এর বড় কারণ ভারতীয় ক্রিকেট অনুরাগীদের সমর্থনও। তাদের জন্য, তাদের দ্বারাই ক্রিকেট বেড়ে উঠেছে এ দেশে। ভারতীয় বোর্ডও গড়ে উঠেছে তাদের দ্বারাই। এখন খুবই শক্তিশালী জায়গায় রয়েছে ভারতীয় ক্রিকেট। ভবিষ্যতে আরও উন্নতি করবে। আইপিএল থেকে এখন অনেক টাকা আয় হয়। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ ফূটবলের থেকেও আইপিএলের আয় বেশি। আমি খুশি এবং গর্বিত ভালোবাসার খেলার এমন উন্নতিতে।’

আইপিএল মিডিয়া স্বত্বের ই-অকশনের দিন বোর্ড সচিবের মুখেও বিরাট আর্থিক উন্নতির কথা। বর্তমানে আর্থিক দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে আইপিএল। বোর্ড সচিব জয় শাহ বলছেন, ‘বর্তমান পরিস্থিতির দিক থেকে বলতে পারি, ন্যাশনাল ফুটবল লিগের  (এনএফএল),কটি ম্যাচের সম্প্রচার স্বত্ব ১৭ মিলিয়ন ডলার। যে কোনও স্পোর্টস লিগে সেটিই সর্বাধিক। এরপর রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল), মেজর লিগ বেসবল। আইপিএল সম্প্রচারের ক্ষেত্রে সেই অঙ্ক ৯ মিলিয়ন ডলার। এবার বেস প্রাইসেও যদি সম্প্রচার স্বত্ব বিক্রি হয়, তাতেও প্রতি ম্যাচ ১২ মিলিয়ন ডলার আয় হবে। বিশ্ব মঞ্চে বিরাট উন্নতি হবে ভারতীয় ক্রিকেটের। আমরা হয়তো এনএফএলের পরই দ্বিতীয় স্থানে থাকবো।’