Indian Team: দ্রুত সুস্থ হোন ঋষভ; মহাকাল মন্দিরে নতমস্তকে প্রার্থনা সূর্য, কুলদীপদের

Indian Team visit Mahakaleshwar temple: কথায় বলে, ভক্তিভরে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করলে তিনি খালি হাতে ফেরান না। ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের এখন একটাই চাওয়া, দ্রুত সুস্থ হয়ে উঠুক সতীর্থ ও ভ্রাতৃসম ঋষভ পন্থ। উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে সেই প্রার্থনা নিয়েই পৌঁছে গেলেন ভারতীয় দলের সদস্যরা।

Indian Team: দ্রুত সুস্থ হোন ঋষভ; মহাকাল মন্দিরে নতমস্তকে প্রার্থনা সূর্য, কুলদীপদের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2023 | 3:59 PM

উজ্জয়নী: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ (India vs New Zealand) জিতে ২-০ ব্যবধানে নিয়েছে ভারত। মঙ্গলবার, সিরিজের তৃতীয় তথা নিয়মরক্ষার শেষ ম্যাচ। শ্রীলঙ্কার পর ঘরের মাঠে আরও একটি ওডিআই সিরিজের ভারতের নজর ক্লিন সুইপের দিকে। শেষ ম্যাচের জন্য রবিবার ইন্দোরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Team India)। ম্যাচের আগে হাতে সময় মাত্র একটা দিনের। তাই ভোর ভোর উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে জ্যোতির্লিঙ্গ দর্শনে (Mahakaleshwar Jyotirlinga) পৌঁছে গিয়েছিলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দররা। আদুল গায়ে, গেরুয়া বসনে পরম ভক্তিভরে মন্দিরে পুজো দিলেন তাঁরা। আরতির পর নতমস্তকে জ্যোতির্লিঙ্গে প্রণাম করতে দেখা গিয়েছে তাঁদের। শিব শক্তির দরবারে এক বিশেষ প্রার্থনা নিয়ে গিয়েছিলেন সূর্যকুমাররা। কী সেই প্রার্থনা, তুলে ধরল TV9 Bangla

মহাকাল মন্দিরের ভস্ম আরতিতে অংশ নিতে ভোর তিনটের সময় মন্দিরে পৌঁছে যান সূর্যরা। উজ্জয়নী স্থানীয় প্রশাসন জাতীয় দলের ক্রিকেটারদের দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন। মন্দিরের দর্শন ও পুজো দেন কুলদীপরা। ভারতীয় দলের চায়নাম্যান বোলারকে দেখা গিয়েছে নন্দীর কানে ফিসফিসিয়ে মনোবাসনা বলতে। মন্দির থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সূর্যকুমার বলেন, “আমরা ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করেছি। ওর দলে ফেরাটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছি। শেষ ম্যাচেও ভালো পারফরম্যান্সের আশায় রয়েছি।”

গতবছর ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। পুড়ে ছাই হয়ে যায় গাড়ি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান, স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয় আহত ঋষভকে। উত্তরাখণ্ডে কিছুদিন চিকিৎসা চলার পর মুম্বইয়ের হাসপাতালে তাঁর দুই হাঁটুতে সার্জারি হয়। চিকিৎসকদের অনুমান, সেরে উঠতে সময় লাগবে তাঁর। গোটা বছরটাই মাঠের বাইরে থাকতে হতে পারে। বছর শেষে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপেও পন্থের খেলা নিয়ে সংশয় রয়েছে। তাই সতীর্থর দ্রুত আরোগ্য কামনায় মেন ইন ব্লুর সদস্যরা।

team india

পুজোয় ব্যস্ত ভারতীয় দলের সদস্যরা