Washington Sundar: চোটে জিম্বাবোয়েতে অনিশ্চিত ভারতের অলরাউন্ডার

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের দলেও জায়গা হয়নি। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে খেলতে পারেননি। কাউন্টিতেই ক্রিকেটে প্রত্যাবর্তন।

Washington Sundar: চোটে জিম্বাবোয়েতে অনিশ্চিত ভারতের অলরাউন্ডার
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2022 | 9:30 AM

লন্ডন : জিম্বাবোয়েতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় স্কোয়াড জিম্বাবোয়ে (Zimbabwe) পৌঁছে গিয়েছে। ১৮, ২০ এবং ২২ অগস্ট হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচ তিনটি হবে। সিরিজে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) খেলা নিয়ে সংশয় রয়েছে। কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছিলেন সুন্দর। গত ১০ অগস্ট ল্যাঙ্কাশায়ারের (Lancashire) একটি ম্যাচে ফিল্ডিংয়ে ডাইভ মারায় কাঁধে চোট পান ওয়াশিংটন। তাঁর বাঁ কাঁধে চোট লাগে। জিম্বাবোয়ে সফরে ভারতের ১৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন এই অফস্পিনার-অলরাউন্ডার। খেলতে পারবেন না কী না দ্বিধা রয়েছে।

রয়্যাল লন্ডন কাপে ওরচেষ্টারশায়ারের বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচে অষ্টম ওভারে চোট পান সুন্দর। দ্রুতই মাঠ ছাড়েন তিনি। সেই ম্যাচে তিনি আর খেলেননি। চোট গুরুতর বলেই মাঠে নামেননি এ কথা বলাই যায়। রবিবার অর্থাৎ আজ হ্যাম্পাশায়ারের বিরুদ্ধে এজিএস বোলে ম্যাচ রয়েছে ল্যাঙ্কাশায়ারের। ১৩ জনের স্কোয়াডে রাখা হয়নি ওয়াশিংটন সুন্দরকে। তাঁর পরিকল্পনা ছিল, রবিবারের এই ম্যাচ খেলে হারারেতে ভারতীয় দলের বাকিদের সঙ্গে যোগ দেবেন ওয়াশিংটন।

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ওয়াশিংটন সুন্দর। প্রত্যাবর্তনের পথে আরও এক বার বাধা হয়ে দাঁড়াল কাঁধের চোট। গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে চোটের কারণেই খেলতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও হ্যামস্ট্রিংয়ের চোট ছিল। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদে খেলছিলেন ওয়াশিংটন। এবারের আইপিএলে ১০১ রান করেছেন এবং উইকেট আধডজন। ন’টি ম্যাচ খেলার পরই চোটে ছিটকে যান সুন্দর। এরপর কোভিড আক্রান্ত হন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের দলেও জায়গা হয়নি। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে খেলতে পারেননি। কাউন্টিতেই ক্রিকেটে প্রত্যাবর্তন। জিম্বাবোয়েতে জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা ছিল। নতুন করে কাঁধের চোট ওয়াশিংটন সুন্দরের জাতীয় দলের প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে দাঁড়াল।