IPL 2022 LSG vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এলিমিনেটর ম্যাচ

IPL 2022 LSG vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এলিমিনেটর ম্যাচ

আগামীকাল, বুধবার আইপিএল-১৫-এর (IPL 2022) এলিমিনেটরে (৭২তম ম্যাচে) মুখোমুখি হতে চলেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও ফাফ দু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।

TV9 Bangla Digital

| Edited By: Sanghamitra Chakraborty

May 24, 2022 | 6:00 PM

কলকাতা: আগামীকাল, বুধবার আইপিএল-১৫-এর (IPL 2022) এলিমিনেটরে (৭২তম ম্যাচে) মুখোমুখি হতে চলেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এ বারের আইপিএলের দুই নতুন দল গুজরাত টাইটান্স ও লখনউ পৌঁছে গিয়েছে প্লে অফে। আজ, মঙ্গলবার, ইডেন গার্ডেন্সে প্রথম প্লে-অফে হার্দিকের দল নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আর আগামীকাল পরীক্ষা সঞ্জীব গোয়েঙ্কার দলের এবং কোহলিদের। গ্রুপ পর্বে লখনউ ও আরসিবি ১৪টি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে লখনউ ৯টি ম্যাচে জিতেছে। এবং ৫টি ম্যাচে জায়ান্টসদের হারতে হয়েছে। ডি’ককদের পয়েন্ট ১৮। অন্যদিকে আরসিবি ৮টি ম্যাচে জিতেছে এবং ৬টি ম্যাচে হেরেছে। বিরাটদের পয়েন্ট ১৬। দুই দলই আগামীকাল ইডেনে ঝাঁপাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ার জন্য।

হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে লোকেশের লখনউকে ১৮ রানে হারিয়েছিল আরসিবি। আগামীকাল সেই ম্যাচে হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে জায়ান্টসদের সামনে। এবং এলিমিনেটরে জিতলে ফাইনালের পথে আরও একধাপ এগোতে পারবে জয়ী দল।

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এলিমিনেটর ম্যাচটি কবে হবে?

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এলিমিনেটর ম্যাচটি (২৫ মে) আগামীকাল, বুধবার হবে।

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এলিমিনেটর ম্যাচটি কোথায় হবে?

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এলিমিনেটর ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে হবে।

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এলিমিনেটর ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এলিমিনেটর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, লভনীথ সিসোদিয়া, ডেভিড উইলি।

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 BANGLA