IPL 2022: রুদ্ধশ্বাস ম্যাচে ৩ রানে জয় হায়দরাবাদের, ট্র্যাজিক হিরো টিম ডেভিড

২৬ বলে ৪২ করেন প্রিয়ম গর্গ। প্রিয়ম-রাহুল জুটিতে ওঠে ৭৮ রান। দুরন্ত হাফসেঞ্চুরি করেন রাহুল ত্রিপাঠী। ৪৪ বলে ৭৬ করেন রাহুল ত্রিপাঠী। ইনিংসে সাজানো ৩টে ছয়, ৯টা চার। ক্রিজে এসে ঝোড়ো ব্যাটিং নিকোলাস পুরানেরও। ২২ বলে ৩৮ করেন ক্যারিবিয়ান কিপার।

IPL 2022: রুদ্ধশ্বাস ম্যাচে ৩ রানে জয় হায়দরাবাদের, ট্র্যাজিক হিরো টিম ডেভিড
মুম্বইকতে ৩ রানে হারাল হায়দরাবাদ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2022 | 11:47 PM

সানরাইজার্স হায়দরাবাদ ১৯৩/৬ (২০ ওভার)

মুম্বই ইন্ডিয়ান্স ১৯০/৭ (২০ ওভার)

মুম্বই: ক্রিকেট বড়ই অনিশ্চয়তার খেলা। খেলা কখন কি ভাবে ঘুরে যায় কেউই বলতে পারে না। এক ওভারে চারটে ছয় মেরে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন টিম ডেভিড। টি-১০ স্পেশালিস্ট সিঙ্গাপুরের হার্ড হিটার রোহিতের মুখে হাসি এনে দিয়েছিলেন। নটরাজনের এক ওভারে চারটে ছয় মেরে খেলা প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন টিম ডেভিড। কিন্তু শেষ বলে রান নিতে গিয়েই বিপত্তি ঘটালেন। সেই নটরাজনই রান আউট করে প্যাভিলিয়নে ফেরালেন টিম ডেভিডকে। ১৮ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্যাভলিয়নে ফিরে গেলেন সিঙ্গাপুরের হার্ড হিটার। আইপিএলে (IPL 2022) মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ৩ রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। প্লে অফের দৌড়ে ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল কেন উইলিয়ামসনের দল। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল থেকে আগেই ছিটকে যাওয়ায় রোহিতদের কাছে এই ম্যাচ ছিল নিয়মরক্ষার। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরেই থাকল হায়দরাবাদ।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। কেন উইলিয়ামসনের বদলে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গী হন প্রিয়ম গর্গ। ব্যক্তিগত ৯ রানে অভিষেক শর্মাকে প্যাভিলিয়নে ফিরিয়ে প্রাথমিক ঝটকা দেন মুম্বই ইন্ডিয়ান্সের ড্যানিয়েল স্যামস। তবে রাহুল ত্রিপাঠী আর প্রিয়ম গর্গ জুটি দলের স্কোরবোর্ডকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২৬ বলে ৪২ করেন প্রিয়ম গর্গ। প্রিয়ম-রাহুল জুটিতে ওঠে ৭৮ রান। দুরন্ত হাফসেঞ্চুরি করেন রাহুল ত্রিপাঠী। ৪৪ বলে ৭৬ করেন রাহুল ত্রিপাঠী। ইনিংসে সাজানো ৩টে ছয়, ৯টা চার। ক্রিজে এসে ঝোড়ো ব্যাটিং নিকোলাস পুরানেরও। ২২ বলে ৩৮ করেন ক্যারিবিয়ান কিপার। পুরান-রাহুল জুটিতে ওঠে ৭৬ রান। শেষ ২ ওভারে বেশি দূর এগোতে পারেনি সানরাইজার্স। একটা সময় মনে হচ্ছিল, স্কোরবোর্ড ২০০ পেরিয়ে যাবে। ২ রানে ফিরে যান মার্করাম। উইলিয়ামসন অপরাজিত থাকেন ৮ রানে। ওয়াশিংটন সুন্দর করেন ৯ রান। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। ৩ উইকেট নেন রমনদীপ সিং। ১টি করে উইকেট সংগ্রহ করেন ড্যানিয়েল স্যামস, রিলে মেরেডিথ আর জসপ্রীত বুমরা।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। আজ শুরু থেকেই মেজাজে ব্যাট করতে দেখা যায় রোহিত শর্মাকে। মনে হচ্ছিল, এই আইপিএলের প্রথম হাফসেঞ্চুরিটা হয়তো আসবে হিটম্যানের ব্যাট থেকে। কিন্তু সেই বহু প্রতীক্ষিত হাফসেঞ্চুরি অধরাই থাকল। ৪৮ রানে ওয়াশিংটন সুন্দরের বলে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত। ৩৬ বলে ৪৮ করেন হিটম্যান। ইনিংসে সাজানো ৪টে ছয়, ২টো চার। ৪৩ রানে আউট হন অপর ওপেনার ঈশান কিশান। ঈশানকে আউট করেন উমরান মালিক। এরপর একই ওভারে তিলক ভার্মা (৮) আর ড্যানিয়েল স্যামসকে (১৫) আউট করেন জম্মুর পেসার। ওই জোড়া উইকেট পতনের পরই খেলার রাশ নিজেদের হাতে ফিরে পায় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু ম্যাচের রং এক লহমায় বদলে দিয়েছিলেন টিম ডেভিড। টি-১০ স্পেশালিস্টের ঝোড়ো ব্যাটিংয়ে খেলা প্রায় ঘুরে গিয়েছিল। ম্যাচে প্রবল ভাবে ফিরে এসেছিল মুম্বই। কিন্তু ডেভিড রান আউট হতেই সব শেষ। ১৮ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংসে সাজানো ৪টে ছয় আর ৩টে চার। শেষ পর্যন্ত ১৯০ রানে থামে মুম্বইয়ের স্কোর। এ দিনের ম্যাচ হারায় পয়েন্ট টেবিলের শেষেই থাকল মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন: IPL 2022: হ্যামস্ট্রিংয়ের চোটের আইপিএল থেকে ছিটকে গেলেন রাহানে