IPL 2022 Orange Cap: বাটলারের ব্যাটে রান নেই, তবুই অরেঞ্জ ক্যাপের তিনিই মালিক

আইপিএল-২০২২ এর ৬৩টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন...

IPL 2022 Orange Cap: বাটলারের ব্যাটে রান নেই, তবুই অরেঞ্জ ক্যাপের তিনিই মালিক
IPL 2022 Orange Cap: বাটলারের ব্যাটে রান নেই, তবুই অরেঞ্জ ক্যাপের তিনিই মালিকImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2022 | 9:40 AM

কলকাতা: আজ, সোমবার চলতি আইপিএলের (IPL 2022) ৬৪তম ম্যাচে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব (PBKS) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (DC)। রবিরাতে লখনউ হারলেও সুপার জায়ান্টসের দীপক হুডা ঢুকে পড়েছেন কমলা টুপির দৌড়ে প্রথম ৫-এ। তবে এখনও অবধি এ বারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ রয়েছে রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারের মাথায়। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৬৩টি ম্যাচ হয়েছে। টুর্নামেন্ট শেষের দিকে চলে এসেছে। প্রতি বছর আইপিএলের সব থেকে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। এ বছর যে ছবি দেখা যাচ্ছে তাতে অরেঞ্জ ক্যাপে কাউকেই হাত দিতে দিচ্ছেন না বাটলার। ফলে তিনিই হতে পারেন আইপিএল-১৫-র অরেঞ্জ ক্যাপের মালিক।

আইপিএল-২০২২ এর ৬৩টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…

১) রবিরাতে বাটলারের ব্যাট চলেনি। তাও এ বারের আইপিএলের ৬৩টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ১৩টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৬২৭ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান।

২) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ১৩টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৪৬৯ রান। সর্বোচ্চ ১০৩* রান।

৩) কমলা টুপি দখলের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। এখনও অবধি এ বারের আইপিএলের ১০টি ম্যাচে খেলে ওয়ার্নার করেছেন ৪২৭ রান। সর্বোচ্চ ৯২*।

৪) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে উঠে এসেছেন লখনউ সুপার জায়ান্টসের দীপক হুডা (Deepak Hooda)। এ বারের আইপিএলে এখনও অবধি হুডা নতুন দল লখনউয়ের হয়ে ১৩টি ম্যাচে খেলেছেন এবং তিনি এই ১৩ ম্যাচ মিলিয়ে মোট ৪০৬ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান ৫৯।

৫) কমলা টুপির দৌড়ে প্রথম ৫-এ উঠে এসেছেন গুজরাতের ওপেনার শুভমন গিল (Shubman Gill)। এ বারের আইপিএলে এখনও অবধি ১৩টি ম্যাচে খেলেছেন গিল। এবং এই ১৩ ম্যাচে তিনি করেছেন মোট ৪০২ রান। সর্বোচ্চ ৯৬ রান।