IPL 2022 Orange Cap: ফাইনালের আগে জেনে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন কোন ক্রিকেটাররা

আইপিএল-২০২২ এর ৭৩টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন...

IPL 2022 Orange Cap: ফাইনালের আগে জেনে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন কোন ক্রিকেটাররা
ফাইনালের আগে জেনে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন কোন ক্রিকেটাররাImage Credit source: RR Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2022 | 9:25 AM

কলকাতা: চলতি আইপিএল-২০২২ (IPL 2022) এর ৭৩টি ম্যাচ হয়ে গিয়েছে। বাকি শুধু ফাইনাল ম্যাচ। রবিরাতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে নেমেছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। জস বাটলারের ৬০ বলে ১০৬ অপরাজিত ইনিংসে ভর করে দারুণ জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে পিঙ্ক আর্মি। এ বছর আইপিএলে যে ছবি দেখা যাচ্ছে তাতে অরেঞ্জ ক্যাপে কাউকেই হাত দিতে দেননি বাটলার। ফলে তিনিই হতে পারেন আইপিএল-১৫-র অরেঞ্জ ক্যাপের মালিক। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৭৩টি ম্যাচ হয়েছে। প্রতি বছর আইপিএলের সব থেকে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)।

আইপিএল-২০২২ এর ৭৩টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…

১) চলতি আইপিএলের ৭৩টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ১৬টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৮২৪ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান। এবং আপাতত বাটলারের দখলে রয়েছে এক মরসুমে ৪টি সেঞ্চুরিও।

২) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এ বারের আইপিএলে মোট ১৫টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৬১৬ রান। সর্বোচ্চ ১০৩* রান। এই মরসুমে লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছে ২টি শতরান।

৩) কুইন্টন ডি’কক (Quinton De Kock) রয়েছেন কমলা টুপি দখলের লড়াইয়ে তিন নম্বরে। লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন চলতি আইপিএলের ১৫টি ম্যাচে খেলে ৫০৮ রান করেছেন। এই প্রোটিয়া তারকা ক্রিকেটারের সর্বোচ্চ রান ১৪০*। ডি’ককের ব্যাট থেকেও এসেছে ১টি শতরান।

৪) কমলা টুপির দৌড়ে পাঁচ নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ দু’প্লেসি (Faf Du Plessis)। চলতি আইপিএলে মোট ১৬টি ম্যাচে খেলে ৪৬৮ রান করেছেন আরসিবির অধিনায়ক ফাফ। প্রোটিয়া তারকা ক্রিকেটারের সর্বোচ্চ রান ৯৬।

৫) আপাতত অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে পাঁচ নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এ বারের আইপিএলে ১৪টি ম্যাচে খেলে ৪৬০ রান করেছেন ধাওয়ান। শিখর ধাওয়ানের সর্বোচ্চ ৮৮* রান।