India vs South Africa: শেষ ১০ ওভারে ১৫১, তবুও স্লগ ওভার বোলিংয়ে চিন্তিত নন অধিনায়ক!

Rohit Sharma: 'এটা ঠিক, গত পাঁচ-ছয় ম্যাচে ডেথ ওভারে আমরা ভালো বোলিং করিনি। প্রতিপক্ষেরও কিন্তু একই সমস্যা তৈরি করছি। ডেথ ওভারে ব্যাটিং-বোলিং দুটোই কঠিন। সেখানেই ম্যাচের ফয়সালা হয়। এটা কোনও চিন্তার বিষয় নয়।'

India vs South Africa: শেষ ১০ ওভারে ১৫১, তবুও স্লগ ওভার বোলিংয়ে চিন্তিত নন অধিনায়ক!
শতরানকারী ডেভিড মিলারকে সাবাশি বিরাট কোহলির। Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2022 | 7:00 AM

গুয়াহাটি : অল্পের জন্য মোহালির পুনরাবৃত্তি হয়নি। এশিয়া কাপে ১৭৫’র উপর স্কোর গড়েও ম্যাচ জিততে ব্যর্থ হচ্ছিল ভারত। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৮ রান করেও হার। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩৭ রান করেও মাত্র ১৬ রানে জয়। শেষ ১০ ওভারে ১৫১ রান তুলল দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। তারপরও ভারত অধিনায়ক রোহিত শর্মা ( Rohit Sharma) মনে করেন না, স্লগ ওভার বোলিং নিয়ে কোনও চিন্তার জায়গা রয়েছে। রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংস শেষ করে ২২১-৩ স্কোরে। শতরান করেন ডেভিড মিলার।

দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে প্রথমবার টি ২০ সিরিজে হারাল ভারত। এখনও এক ম্যাচ বাকি। নজর থাকবে ক্লিন সুইপে। টি ২০ বিশ্বকাপের আগে আর একটা প্রতিযোগিতামূলক ম্যাচ পাচ্ছে ভারত। গুয়াহাটি ম্যাচের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা একটা প্রক্রিয়ায় ব্যাটিং-বোলিং করতে চাইছি। ওদের আত্মবিশ্বাস দিতে চাই। এটা ঠিক, গত পাঁচ-ছয় ম্যাচে ডেথ ওভারে আমরা ভালো বোলিং করিনি। প্রতিপক্ষেরও কিন্তু একই সমস্যা তৈরি করছি। ডেথ ওভারে ব্যাটিং-বোলিং দুটোই কঠিন। সেখানেই ম্যাচের ফয়সালা হয়। এটা কোনও চিন্তার বিষয় নয়। তবে আমাদের সঙ্ঘবদ্ধ থাকতে হবে। দল হিসেবে খেলতে হবে। আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে। প্রতি ম্যাচেই সব ঠিক হবে, তা নয়। তবু আমরা এই পরিকল্পনা ধরে রাখতে চাই।’

গত টি ২০ বিশ্বকাপের পর থেকেই অতি আগ্রাসী ব্যাটিংয়ের কথা বলে আসছে ভারতীয় শিবির। এই ম্যাচেও তাই দেখা গেল। রোহিত, রাহুল, সূর্য, বিরাট টপ অর্ডারের সকলেই রান করলেন। স্ট্রাইকরেটও খুবই ভালো। সহ অধিনায়ক লোকেশ রাহুল বলছেন, ‘ওপেনার হিসেবে একটা বিষয় বোঝা খুবই গুরুত্বপূর্ণ, দল সেই দিনটিতে কী চাইছে। আলাদা পরিস্থিতিতে নিজেদের পরীক্ষার সুযোগ। এই ম্যাচে যে ইনিংস খেলেছি তাতে খুশি। ২-৩ ওভার ব্যাটিংয়ের পর রোহিতের সঙ্গে কথা হয়। আমাদের মনে হয়েছিল ১৮০-১৯০ রানের লক্ষ্য দিলে যথেষ্ঠ। বিরাট, কার্তিকও অনবদ্য ব্যাট করেছে।’ তবে রাহুলের কথা অনুযায়ী, ১৮০-১৯০ এর স্কোর যে যথেষ্ঠ হত না, ডেভিড মিলার-কুইন্টন ডি’কক জুটি সেটা দেখিয়ে দিয়েছে। সিরিজের শেষ টি ২০ মঙ্গলবার ইন্দোরে।