WI ODI Team: ক্যারিবিয়ানদের ওয়ান ডে দল ঘোষণা, ভারতকে চাপে রাখতে ফিরলেন হোল্ডার

India vs West Indies: বাংলাদেশের বিরুদ্ধে হার হজম করতে হয়েছে। শক্তিশালী ভারতের বিরুদ্ধে হিসেব উল্টে দেবে, আশা ওয়েস্ট ইন্ডিজের মুখ্য নির্বাচক ডেসমন্ড হেইন্সের।

WI ODI Team: ক্যারিবিয়ানদের ওয়ান ডে দল ঘোষণা, ভারতকে চাপে রাখতে ফিরলেন হোল্ডার
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2022 | 3:44 PM

পোর্ট অব স্পেন: সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজে ৩-০তে ক্লিন সুইপ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যারিবিয়ানদের চ্যালেঞ্জ মেন ইন ব্লু। ২২ জুলাই থেকে পোর্ট অব স্পেনে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সিরিজের জন্য ঘোষিত হল ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের দল। ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন প্রাক্তন অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বিশ্রামে ছিলেন হোল্ডার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক মণ্ডলী তাঁকে ভারতের বিরুদ্ধে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে ছিলেন নিকোলাস পুরান। তিন ম্যাচে টাইগারদের কাছে ধুয়ে মুছে সাফ হয়ে গেলেও তৃতীয় ম্যাচে ঝোড়ো ইনিংস খেলেন পুরান। ৩৯ বলে ৭৪ রান। পুরানের ডেপুটি হিসেবে থাকছেন সাই হোপ।

বাংলাদেশের বিরুদ্ধে হার হজম করতে হয়েছে। শক্তিশালী ভারতের বিরুদ্ধে হিসেব উল্টে দেবে, আশায় মুখ্য নির্বাচক ডেসমন্ড হেইন্স। বোর্ডের তরফে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেছেন, “বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন জেসন হোল্ডার। ও দলে ফেরায় আমরা খুশি। বিশ্রামের পর তরতাজা হয়ে মাঠে নামবে। মাঠ এবং একইভাবে তার বাইরে আমরা ওর দক্ষতা দেখতে চাই।” হেইন্স আরও বলেন, “গায়ানাতে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে ভালো পারফরম্যান্স হয়নি। আশা করি ত্রিনিদাদে ভারতের বিরুদ্ধে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াব।”

বাংলাদেশ সিরিজের বিশ্রামের পর জেসন ফিরছেন। অন্য দিকে ক্যারিবিয়ান সফরে বিশ্রাম দেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থের মতো দলের ভারতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটারদের। রোহিতের পরিবর্তে ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। গব্বরের ডেপুটি অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বিশ্রামে সদ্য ভারতীয় দলের ইংল্যান্ড সফর শেষ হয়েছে। টি-২০ সিরিজের পর ওয়ান ডে সিরিজও জিতে নিয়েছে রোহিত শর্মার দল। অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপের আগে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজও খেলবে ভারত। ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচই খেলা হবে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: নিকোলাস পুরান(অধিনায়ক), সাই হোপ (সহ-অধিনায়ক), শামার্হ ব্রুকস, কেসি কার্টি, জেসন হোল্ডার, অ্যাকিয়েল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইলি মেয়ার্স, গুডাকেশ মোতি, কিমো পল, রোভম্যান পাওয়েল, জেডন সিলস।

রিজার্ভ: রোমারিও শেফার্ড এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।