India vs England: জাডেজার শতরানের পর বৃষ্টি ও বুমরার দাপট, ইংল্যান্ডের অর্ধেক ইনিংস ইতি

এই মুহূর্তে ইংল্যান্ড শিবিরের সবচেয়ে দামি উইকেট নিলেন মহম্মদ সিরাজ।

India vs England: জাডেজার শতরানের পর বৃষ্টি ও বুমরার দাপট, ইংল্যান্ডের অর্ধেক ইনিংস ইতি
অধিনায়ককে ঘিরে উচ্ছ্বাসে সতীর্থরা।Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2022 | 11:55 PM

বার্মিংহাম: ভারতের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়কের ভর সইতে ব্যর্থ ইংল্যান্ড। ব্যাটে-বলে দাপট দেখালেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। গড়লেন বিশ্ব রেকর্ড। তবে বল হাতে নয়, ব্যাট হাতে নজির। ভারতীয় ইনিংসের ৮৪ তম ওভার। বল হাতে বিশ্বের অন্যতম সেরা পেসার স্টুয়ার্ট ব্রড। এদিনই টেস্টে ৫৫০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন। তাঁর ওভারে ৩৫ রান এল। টেস্টের ইতিহাসে সবচেয়ে দামি ওভার। এর মধ্যে ২৯ রান বুমরার ব্যাটে। এর আগে তিন ব্যাটসম্যান সর্বাধিক ২৮ রান তুলেছিলেন। তাঁরা হলেন ব্রায়ান লারা, জর্জ বেইলি এবং কেশব মহারাজ। বুমরা তাঁদের ছাপিয়ে গেলেন। ঋষভ পন্থের পর এদিন শতরান করেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। টেস্ট ক্রিকেটে তাঁর তৃতীয় শতরান। বুমরার ১৬ বলে ৩১ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস। সিরাজের আউটে ভারতের ইনিংস শেষ হয় ৪১৬ রানে। পাঁচ উইকেট নেন জেমস অ্যান্ডারসন।

এজবাস্টনে বুমরার চেয়েও বেশি দাপট বৃষ্টির। বারবার খেলা বন্ধ হল। দীর্ঘ বিরতি যেন ভারতীয় বোলারদের জন্য লাভজনক হয়ে দেখা দিল। বিরতির পরই উইকেট এসেছে নিয়মিত ব্যবধানে।  বল হাতেও বুমরার দাপট। ইংল্যান্ডের প্রথম তিন উইকেটই তাঁর নামে। তবে এই মুহূর্তে ইংল্যান্ড শিবিরের সবচেয়ে দামি উইকেট নিলেন মহম্মদ সিরাজ। গত এক বছরে প্রায় ৬০-র গড়ে রান তুলেছেন জো রুট। শতরান করেছেন ১০ টি। সদ্য নিউজিল্যান্ড সিরিজেও তাঁর ব্যাটে দুটি শতরান। ভারতীয় বোলিং লাইন আপের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলেন রুট। সিরাজের বোলিংয়ে কাট করতে গিয়ে কট বিহাইন্ড রুট। ৭৮-৪ হওয়ায় নাইট ওয়াচম্যান হিসেবে জ্যাক লিচকে পাঠায় ইংল্যান্ড। সামির বোলিংয়ে প্রথম স্লিপে লিচের ক্যাচ ফসকান বিরাট কোহলি। সামির পরের ওভারেই কট বিহাইন্ড নাইটওয়াচম্যান লিচ। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস হাতে গোনা ওভারের জন্যই নামতে বাধ্য হন।

ব্যক্তগিত ৮৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন রবীন্দ্র জাডেজা। তাঁর শতরান পূর্ণ হতেই ভারতীয় শিবিরে দ্বিগুণ উচ্ছ্বাস। শেষদিকে বুমরার ক্যামিও ইনিংস। ভারত প্রথম ইনিংসে ৪১৬ রান করে। জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৮৪। অর্ধেক ইনিংস ইতি ইংল্যান্ডের। এখনও তারা পিছিয়ে ৩৩২ রানে।

সংক্ষিপ্ত ইনিংস : ভারত প্রথম ইনিংস ৪১৬ (ঋষভ পন্থ ১৪৬, রবীন্দ্র জাডেজা ১০৪, জেমস অ্যান্ডারসন ৫-৬০)। ইংল্যান্ড ৮৪-৫ (জো রুট ৩১, জসপ্রীত বুমরা ৩-৩৫) স্কোর অসম্পূর্ণ।