Asia Cup 2022: বিশাল জয়ে পাকিস্তান ম্যাচের প্রস্তুতি সারলেন স্মৃতিরা

India W vs UAE W: দীপ্তি-জেমিমা জুটির সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রানের বড় স্কোর ভারতের। দুজনেই অর্ধশতরান করেন। দীপ্তি ৪৯ বলে ৬৪ রানে ফেরেন। জেমিমা অপরাজিত থাকেন। মাত্র ৪৫ বলে ৭৫ রানের ইনিংস। ১১টি বাউন্ডারি মেরেছেন জেমিমা।

Asia Cup 2022: বিশাল জয়ে পাকিস্তান ম্যাচের প্রস্তুতি সারলেন স্মৃতিরা
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2022 | 5:41 PM

সিলেট : মাঝে আর দুটো দিন। মেয়েদের এশিয়া কাপে (Asia Cup 2022) ভারত-পাকিস্তান ম্যাচ। ৭ অক্টোবর সিলেটে হাইভোল্টেজ ম্যাচের প্রস্তুতি সেরে রাখল ভারতীয় দল। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। এ বার এশিয়া কাপে দেখা হবে দুই দলের। তার আগে জয়ের হ্যাটট্রিক ভারতের। শ্রীলঙ্কা, মালয়েশিয়ার পর এ দিন আরব আমিরশাহিকেও হারাল ভারত। এই ম্যাচে বিশ্রামে ছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। নেতৃত্ব দেন স্মৃতি মন্ধানা। আরব আমিরশাহির (INDWvsUAEW) বিরুদ্ধে ১০৪ রানের বিশাল জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের। কার্যত সেমিফাইনালও পাকা ভারতের।

আরব আমিরশাহির বিরুদ্ধেও ব্যাটিং অর্ডার এবং একাদশে পরিবর্তন হল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্মৃতি মন্ধানা। আগামী বছর টি ২০ বিশ্বকাপ। গত কালই পূর্ণ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বিশ্বকাপের আগে যতটা সম্ভব নতুনদের সুযোগ দিতে চান, এশিয়া কাপ শুরুর আগে এমনটাই জানিয়েছিলেন নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌর। এ দিন সাব্বিনেনি মেঘনার সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয় রিচা ঘোষকে। আগের দিন ক্যামিও ইনিংস খেলা রিচা ফিরলেন রানের খাতা না খুলেই। গত কাল অর্ধশতরান করা সাব্বিনেনি মেঘনা ফিরলেন ১০ রানেই। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয় অলরাউন্ডার দীপ্তি শর্মাকে। সুযোগ কাজে লাগালেন। দীপ্তি-জেমিমা জুটির সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রানের বড় স্কোর ভারতের। দুজনেই অর্ধশতরান করেন। দীপ্তি ৪৯ বলে ৬৪ রানে ফেরেন। জেমিমা অপরাজিত থাকেন। মাত্র ৪৫ বলে ৭৫ রানের ইনিংস। ১১টি বাউন্ডারি মেরেছেন জেমিমা। ভারতীয় দলের নতুন মুখ কিরণ প্রভু নবগীরে ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

সামনে বিশাল রানের লক্ষ্য। রান তাড়ায় না গিয়ে বরং খেলাটাকে উপভোগ করলেন আরব আমিরশাহি ক্রিকেটাররা। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অলআউট না হওয়াই যেন লক্ষ্য ছিল তাদের। সেই লক্ষ্যে সফল আরব আমিরশাহি। ২০ ওভারই ব্যাট করল তারা। মাত্র ৭৫ রান করলেও উইকেট পড়ল ৪টি। ২টি উইকেট নেন বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়। হেমলতা ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে ১ উইকেট নেন।