Karun Nair: কেন বাদ পড়েছিলেন ভারতীয় দল থেকে, আজও বুঝতে পারেননি করুণ!

২০১৬ সালে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। চেন্নাই টেস্টে ট্রিপল সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু তারপর দলে থাকলেও আশ্চর্যজনক ভাবে আর একাদশে সুযোগ মেলেনি।

Karun Nair: কেন বাদ পড়েছিলেন ভারতীয় দল থেকে, আজও বুঝতে পারেননি করুণ!
কেন বাদ পড়েছিলেন ভারতীয় দল থেকে, আজও বুঝতে পারেননি করুণ!

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 17, 2025 | 2:39 PM

কলকাতা: ৭ বছর আগে টিম থেকে কেন বাদ পড়েছিলেন, আজও বুঝতে পারেননি। অন্ধকারের অনেকখানি পথ পেরিয়ে আবার ফিরেছেন ভারতীয় দলে। কিন্তু ওই সময়টাই তাঁর জীবনের সবচেয়ে কঠিন। প্রতিবন্ধকতা ঠেলতে ঠেলতে ফের যে ভারতীয় দলে ফিরবেন, স্বপ্ন ছিল নিশ্চয়ই। কিন্তু বিশ্বাস? করুণ নায়ার (Karun Nair) এখন আলোচনার কেন্দ্রে। ২০১৮ সালেও ইংল্যান্ড সফরে সুযো পেয়েছিলেন টেস্ট টিমে। কিন্তু খেলা হয়নি। এ বার কিন্তু তাঁর বিরুদ্ধে কিছু নেই। ভারতীয় টিমে ফের খেলা সময়ের অপেক্ষা। রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া ইন্টারভিউতে কী বললেন করুণ?

২০১৬ সালে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। চেন্নাই টেস্টে ট্রিপল সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু তারপর দলে থাকলেও আশ্চর্যজনক ভাবে আর একাদশে সুযোগ মেলেনি। করুণ বলেছেন, ‘অসংখ্য ঘটনার মধ্যে দিয়ে যাওয়া ওই সময়টা কিন্তু আমার জীবনের সবচেয়ে অন্ধকারময় মুহূর্ত। বলতে পারেন, খুব ইমোশনাল সময়ও। জীবনের সবচেয়ে কঠিন সময়। এমনকি ২০১৮ সাল য়তটা কঠিন ছিল আমার কাছে, তার থেকে অনেক বেশি ২০২২ সাল। কিছুই যেন নিয়ন্ত্রণে ছিল না।’

ভারতীয় টিম থেকে বাদ পড়েছিলেন কেন? করুণের সরল স্বীকারোক্তি, ‘সত্যি বলতে কী, আমি আজও জানি না কী ঘটেছিল। চেন্নাই টেস্টে ৩০০ করার পর, অস্ট্রেলিয়া সিরিজের পর শ্রীলঙ্কা সিরিজ ছিল ২০১৭ সালে। আমি টিমেই সুযোগ পাইনি। তখন থেকে বুঝতে পারিনি, আমার সঙ্গে আসলে কী ঘটেছিল। ঘরোয়া ক্রিকেটে আবার ফিরে যাই। আমি আজও যখন ওই সময়ে ফিরে যাই, বারবার এটা মনে হয়, যতটা সুযোগ পাওয়া উচিত ছিল আমার, আজও পাইনি।’

বিদর্ভে পা রাখার পর থেকে আবার সব কিছু পাল্টে ফেলেছিলেন করুণ। রান, টিমকে সাফল্য- সব দিয়েছেন। করুণ বলছেন, ‘আমি ভারতীয় টিমের নির্বাচকদের কাছে খুব কৃতজ্ঞ। ধন্যবাদ এটুকুর জন্য যে, আমি অভিযোগের পর্বটা পেরিয়ে আসতে পেরেছি।’