KL Rahul : জিম্বাবোয়েতে ধাওয়ানকে সরিয়ে নেতৃত্বে লোকেশ রাহুল

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত।

KL Rahul : জিম্বাবোয়েতে ধাওয়ানকে সরিয়ে নেতৃত্বে লোকেশ রাহুল
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2022 | 10:34 PM

মুম্বই : জিম্বাবোয়ে সফরের আগে নেতৃত্বে বদল। শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিছুক্ষণ আগেই বোর্ডের তরফে নতুন করে জানানো হয়েছে, নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল (KL Rahul)। শিখর ধাওয়ান সহ অধিনায়ক। মেডিক্যাল টিমের সবুজ সংকেত পাওয়ার পরই এই পরিবর্তন করেছে বোর্ড। জিম্বাবোয়ে সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। জিম্বাবোয়ে সফরের মাত্র দু-জন, লোকেশ রাহুল-দীপক হুডা এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন। জিম্বাবোয়েতে তিনটি ওয়ান ডে যথাক্রমে ১৮, ২০, ২২ অগস্ট।

দীর্ঘ সময় চোটের কারণে জাতীয় দলের বাইরে লোকেশ রাহুল। আইপিএলের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে চোটে ছিটকে যান। জার্মানিতে অস্ত্রোপচার হয় লোকেশ রাহুলের। জার্মানি থেকে ফিরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব এবং অনুশীলনও শুরু করেন। কোভিডে ফের একবার জাতীয় দলে ফেরা বাধা হয়ে দাঁড়ায়। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ স্কোয়াডে ছিলেন। অন্তত শেষ দুটি ম্যাচে খেলার ছিল। ফ্লোরিডায় এই দুটি ম্যাচেও পাওয়া যায়নি রাহুলকে। কোভিড থেকে সারলেও ফের চোট পেয়েছিলেন কী না, ধোঁয়াশা ছিলই। ফিট হয়ে উঠতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগায় নানা প্রশ্নও উঠছিল। এশিয়া কাপের স্কোয়াডে নাম রয়েছে তাঁর। মনে করা হয়েছিল, এশিয়া কাপেই জাতীয় দলে প্রত্যাবর্তন হবে লোকেশ রাহুলের। তার আগেই জিম্বাবোয়ে সফর। শিখর ধাওয়ানের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে রাহুলের নাম ছিল না। বোর্ডের চিকিৎসকরা অনুমতি দেওয়ায় শেষ মুহূর্তে স্কোয়াডে বদল হল।

রাহুলকে ফেরানো হলেও বাদ পড়েননি কেউ। ১৫ সদস্যের পরিবর্তে ১ জন বেশি ক্রিকেটার পাঠানো হচ্ছে জিম্বাবোয়েতে। একটা বিষয় পরিস্কার হওয়া যায়, এই সিরিজেও খেলার সুযোগ নেই বললেই চলে ঋতুরাজ গায়কোয়াড়ের। রাহুল ফেরায় ধাওয়ানের সঙ্গে তিনিই ওপেন করবেন। রোহিত, বিরাট, ঋষভ, শ্রেয়সরা না থাকায় তিন নম্বরে খেলানো হতে পারে শুভমন গিলকে। গত দুটি ওয়ান ডে সিরিজে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি ঋতুরাজের। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডও। নেতৃত্ব দেবেন রেগিস চাকাভা।

ভারতীয় স্কোয়াড : লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, দীপক চাহার।

জিম্বাবোয়ে স্কোয়াড : রেগিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, তানাকা শিভাঙ্গা, ব্র্যাডলি এভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুজানাসে কাইতানো, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধবেরে, তাদিয়ানাসে মারুমানি, জন মাসারা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।