Virat Kohli: কোহলি সঠিক সময়ে ‘বিধ্বংসী’ মেজাজে, আশাবাদী মঞ্জরেকর

T20 World Cup: এশিয়া কাপের আগে এক মাসের বিরতি নিয়েছিলেন বিরাট কোহলি। ব্যাটও ছুঁয়ে দেখেননি। ক্রিকেটের প্রতি ভালোবাসা হারিয়েছিলেন। নিজেই সে কথা বলেছিলেন বিরাট। এশিয়া কাপে দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার হয়েছেন বিরাট।

Virat Kohli: কোহলি সঠিক সময়ে 'বিধ্বংসী' মেজাজে, আশাবাদী মঞ্জরেকর
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2022 | 8:30 AM

নয়াদিল্লি : বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে দীর্ঘ সমালোচনা চলেছে। তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার। ২০১৯’র নভেম্বর থেকে কোনও ফরম্যাটেই শতরান আসছিল না। বিরাট কোহলির মানের ক্রিকেটারের কাছে যা অপ্রত্যাশিত। অবশেষে এশিয়া কাপে ফর্মে ফিরেছেন কোহলি। ৩৫ রানের ইনিংসে টুর্নামেন্ট শুরু করেছিলেন। স্ট্রাইকরেটের নিরিখে টি-২০ ক্রিকেটের মতো ইনিংস ধরা যায় না। এরপর দুটো অর্ধশতরানের ইনিংস। কোহলি মূলত অ্যাঙ্করের ভূমিকা পালন করছিলেন। এশিয়া কাপের শেষ ম্যাচে এল প্রত্যাশিত সেই শতরান। ১২২ রানের অপরাজিত ইনিংসে ছিল সেই বিধ্বংসী মেজাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ জিতেছে ভারত। শেষ ম্যাচে ৩৬ বলে ৬৩ রানের ইনিংস ভারতের। শুরুতে অ্যাঙ্কর করছিলেন। উল্টোদিকে সূর্যকুমার যাদব বিধ্বংসী মেজাজে। সূর্য আউট হতেই গিয়ার বদলান বিরাট। ঠিক যেন পুরনো বিরাট কোহলি। সঠিক সময়েই কোহলির ‘পাওয়ার গেম’ ফিরেছে, এমনটাই বলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)।

আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে ভারতের। এই সিরিজেও কোহলির থেকে ভালো কিছুরই প্রত্যাশা থাকবে। কোহলি সেরা ফর্মে থাকলে বিশ্বকাপে লাভবান হবে ভারতীয় দল। একটি অনুষ্ঠানে সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘এশিয়া কাপ থেকে কোহলি শুধু রান করেছে তাই নয়। প্রতিটা ম্যাচেই ওর মধ্যে দারুণ উন্নতি লক্ষ্য করা গিয়েছে। আমার মতে, কোহলির সেই পাওয়ার গেম ফিরেছে। নিজের খেলার ধরনের উপর বিশ্বাস রাখতে পারছে বিরাট। ভালো ডেলিভারিকেও ও যেভাবে বাউন্ডারিতে পাঠাচ্ছে, খুবই ভালো দিক। এটা থেকেই পরিষ্কার, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বিরাট। ওর আত্মবিশ্বাস নিয়ে কোনওদিনই প্রশ্ন তোলার জায়গা ছিল না। তবে দীর্ঘ সময় রানের খরা থাকায়, আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছিল বিরাট।’

এশিয়া কাপের আগে এক মাসের বিরতি নিয়েছিলেন বিরাট কোহলি। ব্যাটও ছুঁয়ে দেখেননি। ক্রিকেটের প্রতি ভালোবাসা হারিয়েছিলেন। নিজেই সে কথা বলেছিলেন বিরাট। এশিয়া কাপে দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার হয়েছেন বিরাট। পাঁচ ইনিংসে ২৭৬ রান। ব্যাটিং গড় ৯২। সবচেয়ে ইতিবাচক দিক, তাঁর প্রায় ১৪৮’র স্ট্রাইকরেট। দুটো অর্ধশতরান এবং একটি শতরান। বিরাটকে সঞ্জয় মঞ্জরেকর আরও বলেন, ‘এশিয়া কাপের সময় থেকে ধীরে ধীরে অনেক কিছু ঘটছিল। পুল শট খেলেছে। ওভার বাউন্ডারিগুলো আরও বেশি ক্লিন হিটে এসেছে। আইপিএলের মতো শুধু বাউন্ডারির বাইরে নয়, স্ট্যান্ডে বল পাঠিয়েছে। ছোট্ট ছোট্ট টুকরো গুলো জুড়ে নিখুঁত ছবি তৈরি হয়েছে। এ বার মূল প্রতিযোগিতায় (বিশ্বকাপে) এটা করে দেখাতে হবে তাকে।’