India vs New Zealand: মুম্বই টেস্টে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি মহারাষ্ট্র সরকারের

ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। জয়পুরে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। রবিবার ইডেন গার্ডেন্সে ৭০ শতাংশ দর্শকের সামনেই হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের শেষ টি-টোয়েন্টি। সমস্ত রাজ্য সরকার যখন কোভিডবিধি মেনে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে, তখন মহারাষ্ট্র সরকার ১০০ শতাংশ দর্শক প্রবেশাধিকারের সম্মতি দিল।

India vs New Zealand: মুম্বই টেস্টে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি মহারাষ্ট্র সরকারের
ওয়াংখেড়ে স্টেডিয়াম। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2021 | 5:33 PM

মুম্বই: মুম্বইয়ে ভারত (India)-নিউজিল্যান্ড (New Zealand) টেস্টে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)। ৩ তারিখ ওয়াংখেড়েতে (Wankhede Stadium) সিরিজের দ্বিতীয় টেস্ট। ফুলহাউস গ্যালারিতেই হবে বিরাট কোহলি (Virat Kohli)-কেন উইলিয়ামসন (Kane Williamson) দ্বৈরথ।

কোভিড পরবর্তী সময়ে প্রথম বার ভরা দর্শকাসনে হবে কোনও ক্রিকেট ম্যাচ। বছরের শুরুতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে প্রথম দিকে কিছু সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু কোভিডের বাড়বাড়ন্তের পরে দর্শকশূন্য স্টেডিয়ামেই হয় সিরিজের বাকি টেস্ট। এরপর আইপিএলও দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হয়। কিন্তু কোভিড হানার পর ভারত থেকেই সরে যায় আইপিএল। মরুশহরে সফল ভাবেই হয় আইপিএল (IPL) চোদ্দর বাকি ৩১টা ম্যাচ। এমনকি টি-২০ বিশ্বকাপও ভারত থেকে সরে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) অনুষ্ঠিত হয়।

ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। জয়পুরে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ৭০ শতাংশ দর্শকের সামনেই হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের শেষ টি-টোয়েন্টি। সমস্ত রাজ্য সরকার যখন কোভিডবিধি মেনে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে, তখন মহারাষ্ট্র সরকার ১০০ শতাংশ দর্শক প্রবেশাধিকারের সম্মতি দিল।

মুম্বই ক্রিকেট সংস্থা (Mumbai Cricket Association) ১০০ শতাংশ দর্শক প্রবেশাধিকারের সম্মতি চেয়ে মহারাষ্ট্র সরকারের চিঠি দিয়েছিল। সেই চিঠির সবুজ সংকেত দিল মহারাষ্ট্র সরকার। ওয়াংখেড়েতে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি আগামিকাল থেকে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে রাহানেদের টেস্ট শিবিরও আয়োজিত হবে।

আরও পড়ুন: World Cup Qualifiers: বিশ্বকাপের টিকিট পাকা ফ্রান্স-বেলজিয়ামের