Ranji Trophy: টানা দ্বিতীয় শতরান মনোজের, শাহবাজের অভিষেক শতক, ৬৮ রানে পিছিয়ে বাংলা

বাকিদের জন্য বার্তা রেখে দিলেন মনোজ। চাপের মুখে ধৈর্য রাখা প্রয়োজন। আর ফোকাস যেন না নড়ে।

Ranji Trophy: টানা দ্বিতীয় শতরান মনোজের, শাহবাজের অভিষেক শতক, ৬৮ রানে পিছিয়ে বাংলা
টানা দ্বিতীয় শতরানের পর মনোজ।Image Credit source: BCCI DOMESTIC TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2022 | 1:11 PM

বেঙ্গালুরু : ব্যাটসম্যানদের কাছে ক্রিকেট এক বলের খেলা। ফোকাস নড়লে উইকেট পড়বে। রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ইনিংসে শতরানের পর টিভি নাইন বাংলাকে এমনটাই জানিয়েছিলেন বাংলার অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সেমিফাইনালের প্রথম ইনিংসে ৫৪ রানে পাঁচ উইকেট হারানো বাংলাকে ম্যাচে ফেরাতে ফোকাস ধরে রাখেন মনোজ। দ্বিতীয় দিনের শেষে শাহবাজ আহমেদকে (Shahbaz Ahmed) নিয়ে অপরাজিত ছিলেন। এই জুটিই ভরসা ছিল বাংলার। তৃতীয় দিনও ফোকাস ধরে রাখলেন মন্ত্রীমশাই। চাপের মুখে, দলের বিপর্যয়ে আরও একটা অনবদ্য ইনিংস মনোজ তিওয়ারির ব্যাটে। প্রথম শ্রেণির কেরিয়ারে ২৯ তম শতরানে মধ্যপ্রদেশের রানের সঙ্গে দূরত্ব কমালেন। মনোজের এই শতরানের ইনিংস সব প্রশংসার ঊর্ধ্বে। ম্যাচের দ্বিতীয় দিন, চোখ ধাধানো একটা ইনিংস খেলার পর স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করলেন মনোজ।

SHAHBAZ CENTURY

প্রথম শ্রেণির কেরিয়ারে অভিষেক শতরান শাহবাজের।

পুরো ইনিংসে ঝুঁকিহীন শট খেলা মনোজ তিওয়ারি অফস্পিনার সারাংশ জৈনের বলে সুইপ শট খেলেন। তাহলে কি অবশেষে মনোজের ফোকাস নাড়িয়ে দিতে সক্ষম হল মধ্যপ্রদেশ? উত্তর মিলল পরের বলেই। আরও একটা সুইপ খেলার চেষ্টা। অফস্টাম্পের বাইরের বল। তার আগের ডেলিভারির মতো ক্লোজ ইন ফিল্ডারদের পেরোতে পারলেন না। বল হাওয়ায়। স্লিপ ফিল্ডার উইকেটরক্ষকের পিছনে গিয়ে সহজ একটা ক্যাচ নিলেন। শতরানের পরই মনোজ তিওয়ারি ফিরলেন। ১৮৩ রানের জুটি ভাঙল। ২১১ বলে একডজন বাউন্ডারিতে ১০২ রানের ইনিংস। বাকিদের জন্য বার্তা রেখে দিলেন মনোজ। চাপের মুখে ধৈর্য রাখা প্রয়োজন। আর ফোকাস যেন না নড়ে। শাহবাজ আহমেদ তা বুঝলেও পারলেন না সায়ন শেখর মন্ডল। মনোজের আউটের ওভারেই স্লিপে ক্যাচ, আউট সায়নও। প্রদীপ্ত প্রামানিককে সঙ্গে নিয়ে প্রথম শ্রেণির কেরিয়ারে অভিষেক শতরান শাহবাজ আহমেদের। বাকি ভরসা এখন শাহবাজের ব্যাটেই। সঙ্গ পেলে হয়তো ব্যবধান কমাতে পারবেন শাহবাজ। উল্টোদিকে লোয়ার অর্ডার। রান তোলার সেই চেষ্টায় দলের নবম উইকেট হিসেবে ফিরলেন শাহবাজ। ২০৯ বলে ১১৬ রানের অনবদ্য ইনিংস। এরপর দীর্ঘস্থায়ী হয়নি বাংলা ইনিংস। ২৭৩ রানে অলআউট বাংলা। প্রথম ইনিংসের নিরিখে ৬৮ রানে পিছিয়ে বাংলা।