Tim David: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের ক্রিকেটার, ভারত সফরে নেই তারকা ওপেনার

Tim David: মাত্র দু'বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছিলেন টিম ডেভিড। আন্তর্জাতিক টি ২০ খেলেছেন সিঙ্গাপুরের হয়ে। ১৪ টি আন্তর্জাতিক টি ২০ তে ৫৫৮ রান করেছেন টিম। সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার নজির গড়েছেন টিম ডেভিড।

Tim David: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের ক্রিকেটার, ভারত সফরে নেই তারকা ওপেনার
Image Credit source: CRICKET AUSTRALIA
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2022 | 4:36 PM

মেলবোর্ন : ঘরের মাঠে টি ২০ বিশ্বকাপ। ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। একই স্কোয়াড দেখা যাবে ভারত সফরেও। তিন ম্যাচের টি ২০ সিরিজ রয়েছে ভারতের মাটিতে। অস্ট্রেলিয়া দলে চমক টিম ডেভিড (Tim David)। বিশ্বকাপ এবং ভারত সফরের (India Tour) স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সিঙ্গাপুরের ক্রিকেটার। বিগ ব্য়াশে পরিচিত মুখ। নানা দেশের ফ্র্যাঞ্চাইজি টি ২০ লিগেও খেলেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার নজির গড়েছেন টিম ডেভিড। বড় শট খেলার জন্য পরিচিত। ফ্র্যাঞ্চাইজি লিগে এমন অনেক ইনিংস রয়েছে। এ বার অজি জাতীয় দলে যোগ্যতা প্রমাণের সুযোগ। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। গত বার আরব আমিরশাহিতে খেতাব জিতেছিল অজিরা। সেই স্কোয়াডে একটিই মাত্র পরিবর্তন, লেগ স্পিনার মিচেল সোয়েপসনের জায়গায় বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড। ভারত সফরে অবশ্য দেখা যাবে না তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে (David Warner)।

টিম ডেভিডের জন্ম সিঙ্গাপুরে। তাঁর পরিবার অস্ট্রেলিয়ান। বাবা রড ডেভিডও সিঙ্গাপুরের হয়ে খেলেছেন। মাত্র দু’বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছিলেন টিম ডেভিড। আন্তর্জাতিক টি ২০ খেলেছেন সিঙ্গাপুরের হয়ে। ১৪ টি আন্তর্জাতিক টি ২০ তে ৫৫৮ রান করেছেন টিম। ব্যাটিং গড় ৪৬.৫০। চারটি অর্ধশতরানও করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৯২। টি ২০ ক্রিকেটে ১১৪ ম্যাচে ৩৩ গড়ে করেছেন ২৫৫৬ রান। ১১ টি অর্ধশতরান। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে তাঁর পারফরম্য়ান্স নজরকাড়া। পরিবার অস্ট্রেলিয়ার হওয়ায় আইসিসি-র নিয়ম অনুযায়ী অজি জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবেন টিম ডেভিড।

টিম ডেভিড ভারত সফরের স্কোয়াডে থাকলেও বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে। ভারত সফরে স্কোয়াডে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। বিশ্বকাপে গ্রিনের জায়গায় ডেভিড ওয়ার্নার। ২০, ২৩ এবং ২৫ সেপ্টেম্বর ভারত সফরে তিনটি টি ২০ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচগুলি হবে যথাক্রমে মোহালি, নাগপুর এবং হায়দরাবাদে।

বিশ্বকাপ এবং ভারত সফরের স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, অ্যাস্টন অ্যাগার, টিম ডেভিড, জশ হ্য়াজলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার/ক্যামেরন গ্রিন।