Asia Cup 2022: ‘মেঘনা’ চাইতেই জয়, মালয়েশিয়ার বিরুদ্ধে যেন ব্যাটিং প্র্যাক্টিস

India W vs Malaysia W: ভারতকে বড় ইনিংস গড়তে সাহায্য করেন উইকেটরক্ষক রিচা ঘোষ। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয়। মাত্র ১৯ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস রিচার। ৫টি বাউন্ডারি ও ১টি ছয় মেরেছেন। আগামীকাল ভারতের তৃতীয় ম্যাচ আরব আমিরশাহির বিরুদ্ধে।

Asia Cup 2022: 'মেঘনা' চাইতেই জয়, মালয়েশিয়ার বিরুদ্ধে যেন ব্যাটিং প্র্যাক্টিস
মেঘনা-শেফালির শতরানের ওপেনিং জুটি।Image Credit source: ACC
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2022 | 4:51 PM

সিলেট : মেয়েদের এশিয়া কাপে (Asia Cup 2022) টানা দ্বিতীয় ম্যাচ জিতল ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মাত্র ৩০ রানে জিতল ভারত। ‘মাত্র’ এই কারণেই লিখতে হচ্ছে, পুরো ম্যাচ হলে জয়ের ব্যবধান অনেকটাই বেশি হত। কেন না, প্রতিপক্ষ মালয়েশিয়া (INDWvsMALW)। খাতায় কলমে ভারতের থেকে অনেক পিছিয়ে তারা। এই ম্যাচে মূলত নতুনদের সুযোগ দেওয়াই লক্ষ্য ছিল। চিন্তা ছিল শেফালি ভার্মার ফর্মও। অর্ধশতরানের খরা না কাটলেও ভালো খেললেন শেফালি। ব্যাট হাতে নায়ক অবশ্যই সাব্বিনেনি মেঘনা (Sabbhineni Meghana)। ঘরোয়া ক্রিকেটে অতি পরিচিত মুখ। ধারাবাহিকতায় জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি যদিও। মালয়েশিয়ার বিরুদ্ধে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেললেন মেঘনা।

আগামী বছর টি২০ বিশ্বকাপ। মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের একাদশে পরিবর্তন প্রত্যাশিত ছিল। সেটাই দেখা গেল। বিশ্রাম দেওয়া হল সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা, অলরাউন্ডার পূজা বস্ত্রকার-স্নেহ রানা এবং পেসার রেনুকা সিং ঠাকুরকে। প্রত্যাশিতভাবেই একাদশে জায়গা পেলেন সাব্বিনেনি মেঘনা, কিরণ প্রভু নবগীরে। এই দুজনকে দেখে নেওয়া লক্ষ্য ছিল হরমনপ্রীতের। সাব্বিনেনি কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি ২০ শতরানে নজর কাড়লেও। নবগীরে তৃতীয় সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। ঘরোয়া ক্রিকেটে তাঁর পাওয়ার হিটিং প্রতিপক্ষের আতঙ্ক। মালয়েশিয়ার বিরুদ্ধে গোল্ডেন ডাক।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। ভারতের কাজ আরও সহজ হয়ে যায়। ভারতীয় ওপেনাররা যেন নেটে ব্যাটিং প্রস্তুতি সারলেন। স্মৃতির জায়গায় ওপেন করেন সাব্বিনেনি মেঘনা। সঙ্গী শেফালি ভার্মা। ওপেনিং জুটিতেই উঠল ১১৬ রান। ইনিংসের ১৪ তম ওভারে বড় শটের চেষ্টায় ক্যাচ আউট মেঘনা। ৫৩ বলে ৬৯ রান করেন তিনি। ১১টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি মেরেছেন। ১৯তম ওভারে ফেরেন শেফালি। গত কয়েক ইনিংসের ব্যর্থতার জন্যই যেন বিধ্বংসী শেফালিকে পাওয়া গেল না। ৩৯ বলে ৪৬ রানে আউট তিনি। স্ট্রাইকরেট মাত্র ১১৭.৯৪। ভারতকে বড় ইনিংস গড়তে সাহায্য করেন উইকেটরক্ষক রিচা ঘোষ। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয়। মাত্র ১৯ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস রিচার। ৫টি বাউন্ডারি ও ১টি ছয় মেরেছেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে ভারত। মালয়েশিয়া ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। ৫.২ ওভারে ১৬-২ স্কোর মালয়েশিয়ার। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের জয় ৩০ রানে। আগামীকাল ভারতের তৃতীয় ম্যাচ আরব আমিরশাহির বিরুদ্ধে।