কলকাতা : সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali Trophy) টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল মুম্বই (Mumbai)। ইডেন গার্ডেন্সে সৌরাষ্ট্রকে ২ উইকেটে হারাল তারা। দল জিতলেও বড় রান পেলেন না মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ব্যাট হাতে হতাশ করলেন ওপেনার পৃথ্বী শ। ইডেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট। টপ এবং মিডল অর্ডার রানের গতি বাড়াতে পারেনি। প্রেরক মানকাডের বিধ্বংসী ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে সৌরাষ্ট্র। জবাবে ৩ বল বাকি থাকতে ২ উইকেটে জয় নিশ্চিত করে মুম্বই।
সৌরাষ্ট্রের টপ অর্ডার রানের গতি বাড়াতে পারলে আরও বড় লক্ষ্য় তাড়া করতে হত মুম্বইকে। হার্ভিক দেশাই ২০ বলে ২৩ রান করেন। দলের তারকা ব্যাটার চেতেশ্বর পূজারা ১০ বলে ১২ রানেই ফেরেন। উইকেটকিপার শেল্ডন জ্যাকসন ৩৭ বলে ৩১ রান করেন। সৌরাষ্ট্রের হয়ে বিধ্বংসী ইনিংস প্রেরকের। মাত্র ২৫ বলে ৬১ রান করেন তিনি। ৭টি বাউন্ডারি ৩টি ওভার বাউন্ডারি মেরেছেন প্রেরক। মুম্বই বোলারদের মধ্যে তুষার দেশপান্ডে ৩ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন ৩৭ রান। মোহিত অবস্তি ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট নেন।
বড় রানের লক্ষ্যে ভাল শুরুর প্রয়োজন ছিল মুম্বইয়ের। তা অবশ্য দিতে পারেননি পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে জুটি। দ্বিতীয় ওভারেই বাঁ হাতি পেসার চেতন সাকারিয়ার বলে কট বিহাইন্ড পৃথ্বী। নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজ এবং বাংলাদেশ সফরে ওডিআই, টেস্ট, কোনও দলেই জায়গা পাননি পৃথ্বী, রাহানে। নির্বাচকদের জবাব দেওয়ার সুযোগ হারালেন পৃথ্বী। তেমনই ভাল শুরু পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ টেস্ট দলেও ব্রাত্য রাহানে। ২২ বলে ২১ রানে ফেরেন তিনি। মিডল অর্ডারে কিছুটা ভরসা দেন শ্রেয়স আইয়ার। ৩০ বলে ৪০ রান করেন তিনি। আমান খানের ৬ বলে ১৪ রানের ক্যামিও এবং অলরাউন্ডার শিবম দুবের ১৩ বলে ২৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয়ের সীমানা পেরোয় মুম্বই।