পাকিস্তানের বোলিংকে ভয় পাচ্ছে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপ জেতার জন্যই তাঁরা মাঠে নামবেন, এও পরিষ্কার বলে দিচ্ছেন গাপ্টিল (Martin Guptill)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধেই নিউজিল্যান্ডের (New Zealand) প্রথম ম্যাচ।

পাকিস্তানের বোলিংকে ভয় পাচ্ছে নিউজিল্যান্ড
টি২০ বিশ্বকাপের ভাবনা শুরু গাপ্টিলের। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2021 | 8:43 AM

ওয়েলিংটন: অবশেষে আচমকা পাকিস্তান (Pakistan) সফর বাতিল করা নিয়ে মুখ খুললেন মার্টিন গাপ্টিল (Martin Guptill)। বলে দিলেন, পাক সফর বাতিল হয়ে যাওয়ায় তিনি এবং তাঁর টিমের অনেকেই ভীষণ হতাশ। আপাতত সব ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দিকেই ফোকাস রাখছেন নিউজিল্যান্ড (New Zealand) ক্রিকেটাররা।

পাকিস্তানের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎই সিরিজ বাতিল করে দেয় নিউজিল্যান্ড। কিউয়ি টিমের উপর সন্ত্রাসহানার খবর ছিল ওই দেশের গোয়েন্দাদের কাছে। যে কারণে তাঁরা আর ঝুঁকি নেননি।

গাপ্টিল বলেছেন, ‘আমি তো বটেই টিমের অনেকেই পুরো ব্যাপারটা নিয়ে ভীষণ হতাশ ছিল। বিশ্বকাপের আগে আমরা ওই দেশের নিজেদের প্রস্তুতি ঠিকঠাক সেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। পাকিস্তান নিশ্চিত ভাবেই ওই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ওদের দেশে নিশ্চয়ই আবার ক্রিকেট ফিরবে। এই আশাই আমরা সবাই রাখছি।’

পাকিস্তান সফর নিয়ে যাই বলুন না কেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পাকিস্তান টিম যে দারুণ কিছু করার জন্য মুখিয়ে রয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই গাপ্টিলের। শক্তিশালী বোলিংই এগিয়ে রাখবে বাবর আজমের (Babar Azam) টিমকে।

গাপ্টিলের কথায়, ‘বিশ্বকাপে পাকিস্তান অত্যন্ত কঠিন একটা প্রতিপক্ষ। বিশেষ করে আমিরশাহির কন্ডিশনে ওদের থামানো কিন্তু কঠিন কাজ হবে। আমাদের সব রকম ভাবে তৈরি থাকতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্যই তাঁরা মাঠে নামবেন, এও পরিষ্কার বলে দিচ্ছেন গাপ্টিল। পাকিস্তানের বিরুদ্ধেই নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ। তাঁর কথায়, ‘আমরা প্ল্যান এ নিয়েই নামব। এমন ভাবে খেলতে চাই, যাতে পিছনে ফিরে না দেখতে হয়। ঠিক যে ভাবে অন্যান্য ম্যাচগুলো আমরা খেলি। এ নিয়ে কোনও সন্দেহ নেই, পাকিস্তান সব রকম ভাবে আমাদের হারানোর জন্য মাঠে নামবে। চ্যালেঞ্জ সামলানোর জন্য তৈরি থাকবে হবে।’

আরও পড়ুন: India New Jersey: টি-২০ বিশ্বকাপের জন্য আসছে ভারতের নতুন জার্সি