Asia Cup 2023: পাকিস্তানে যাবে না ভারত, কোথায় হবে এশিয়া কাপ?

Pakistan: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আরও এক বার পরিষ্কার বার্তা দেন, কোনও পরিস্থিতিতেই পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। ভারত না গেলে পাকিস্তানে এশিয়া কাপ হবে?

Asia Cup 2023: পাকিস্তানে যাবে না ভারত, কোথায় হবে এশিয়া কাপ?
Image Credit source: PTI, FILE
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2023 | 12:08 AM

নয়াদিল্লি: এ বারের এশিয়া কাপ কোথায় হবে? সিদ্ধান্ত ঝুলে রইল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা অনুষ্ঠিত হল বাহরিনে। সেখানে নানা বিষয়েই আলোচনা হয়। সভায় ছিলেন এশিয়ার বিভিন্ন ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা। এ বারের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড পরিষ্কার করে দিয়েছে, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আরও এক বার পরিষ্কার বার্তা দেন, কোনও পরিস্থিতিতেই পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। ভারত না গেলে পাকিস্তানে এশিয়া কাপ হবে? কী হল মিটিংয়ে, বিস্তারিত TV9Bangla-য়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেও জানিয়েছিল, পাকিস্তানে এশিয়া কাপ হলে দল পাঠানো হবে না। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপের দিকে। তবে ভারতীয় বোর্ডকে বেশি ভাবাচ্ছে সেখানকার রাজনৈতিক অস্থিরতা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর দিনের আলোয় হামলা, যত্রতত্র বোমা বিস্ফোরণ নতুন নয়। কিছুদিন আগেও পেশোয়ারে বোমা বিস্ফোরণ হয়েছে। এমন ঘটনা অহরহই ঘটে থাকে। কোনও মতেই ঝুঁকি নিতে নারাজ ভারত।

ACC

এশিয়া কাপ নিয়ে আলোচনা হলেও কোথায় টুর্নামেন্ট হবে বাহরিনের মিটিংয়ে তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। পরের মাসে ফের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা। সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা নেই বলাই যায়। তবে বাহরিনের সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এ বার এশিয়া কাপে দেখা যেতে পারে জাপান এবং ইন্দোনেশিয়ার ক্রিকেট টিমও। ভেনু ঠিক না হলেও, মনে করা হচ্ছে গত বারের মতো এ বারও আরব আমিরশাহিতে সরতে পারে টুর্নামেন্ট। ভাবনায় রয়েছে শ্রীলঙ্কাও। গত এশিয়া কাপ শ্রীলঙ্কাতেই হওয়ার কথা ছিল। সে সময় শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি সঙ্গীন থাকায় টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়। এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো মার্চের সভাতেই।