Rahul Dravid: ভারতীয় ক্রিকেট কি স্প্লিট ক্যাপ্টেন্সির জন্য প্রস্তুত? দ্রাবিড় বললেন…

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Jan 23, 2023 | 10:38 PM

Team India: নতুন বছরের শুরুতে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টিতে নেতৃত্বে হার্দিক। ওয়ান ডে এবং টেস্ট ফরম্য়াটে রোহিত শর্মা। তাহলে কি ভারতীয় ক্রিকেটও স্প্লিট ক্যাপ্টেন্সির দিকে ঝুঁকছে?

Rahul Dravid: ভারতীয় ক্রিকেট কি স্প্লিট ক্যাপ্টেন্সির জন্য প্রস্তুত? দ্রাবিড় বললেন...
Image Credit source: BCCI Screengrab

ইন্দোর : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ভারতীয় ক্রিকেটে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। এ বার কি ভারতীয় ক্রিকেটেও ভিন্ন ফরম্য়াটে ভিন্ন অধিনায়ক? গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালেই বিদায় নিয়েছে ভারত। বিশ্বকাপ শেষে নিউজিল্য়ান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া এবং ওয়ান ডে-তে শিখর ধাওয়ান। এরপর বাংলাদেশ সফরে রোহিত এবং তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। নতুন বছরের শুরুতে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টিতে নেতৃত্বে হার্দিক। ওয়ান ডে এবং টেস্ট ফরম্য়াটে রোহিত শর্মা। তাহলে কি ভারতীয় ক্রিকেটও স্প্লিট ক্যাপ্টেন্সির দিকে ঝুঁকছে? কী বলছেন ভারতীয় দলের হোড কোচ রাহুল দ্রাবিড়! তুলে ধরল TV9Bangla

বিরাট কোহলি সব ফরম্য়াটে নেতৃত্ব ছাড়ার পর থেকেই ভারতীয় দলে মিউজিক্যাল চেয়ার চলছে। গত বছর সাত জন নেতৃত্ব দিয়েছেন ভারতীয় দলকে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। রোহিত শর্মাই তিন ফরম্য়াটে নেতৃত্ব চালিয়ে যাবেন, এই নিশ্চয়তা নেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে বিদায়ের পর থেকেই প্রশ্ন উঠছিল রোহিত-বিরাট-রাহুলদের এই ফরম্য়াটে ভবিষ্যৎ নিয়ে। এ বার কি স্প্লিট ক্যাপ্টেন্সির পথে হাঁটছে ভারতীয় ক্রিকেট! হেড কোচ রাহুল দ্রাবিড়, ‘এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। বরং নির্বাচকদের জিজ্ঞেস করলে ভালো হয়। এই মুহূর্তে শুধু বলতে পারি, এমন কোনও ভাবনা নেই।’

রাহুল-রোহিত-কোহলির মতো তারকা ক্রিকেটার টি-টোয়েন্টি ভবিষ্যৎ কোন পথে! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে অধিনায়ক রোহিত শর্মাকেও এই প্রশ্ন করা হয়েছিল। জানিয়েছিলেন, আপাতত ওয়ান ডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফোকাস। আইপিএলের পর এই বিষয়টি নিয়ে ভাববেন বলেও জানিয়েছিলেন রোহিত। রাহুল দ্রাবিড় বছরের শুরুতেই ইঙ্গিত দিয়েছিলেন, টি-টোয়েন্টি টিমকে নতুন ভাবে গড়ে তোলা হতে পারে। হয়তো সেই পরিকল্পনায় জায়গা হবে না রোহিত, বিরাট, রাহুলদের। চিত্রটা পরিষ্কার হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla