Rohit Sharma: কিউয়ি ব্যাটারের কাছে শীর্ষস্থান হারালেন রোহিত

সামনেই এশিয়া কাপ। টি ২০ ফরম্যাটেই খেলা হবে। রোহিত-বিরাটরাও খেলবেন। এই টুর্নামেন্টেই হয়তো ফের শীর্ষস্থান দখল করতে পারেন রোহিত কিংবা বিরাট।

Rohit Sharma: কিউয়ি ব্যাটারের কাছে শীর্ষস্থান হারালেন রোহিত
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2022 | 7:26 PM

কিংস্টন : পুরুষদের আন্তর্জাতিক টি ২০ তে সর্বাধিক রান সংগ্রাহক আর রোহিত শর্মা (Rohit Sharma) নন। ভারতীয় ব্যাটারকে ছাপিয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল (Martin Guptill)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাইলফলক ছুঁয়েছিলেন রোহিত শর্মা। একই প্রতিপক্ষের বিরুদ্ধে গাপ্টিল ছাপিয়ে গেলেন ভারত অধিনায়ককে। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১৫ রান করেন গাপ্টিল। সাবাইনা পার্কের এই ইনিংসেই রোহিতকে ছাপিয়ে যান কিউয়ি ওপেনার। আন্তর্জাতিক টি ২০ (T20I) তে গাপ্টিলের মোট রান ৩৪৯৭।

ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলেছে ভারত। সাম্প্রতিক সেই সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রথম টি ২০ তে ৬৪ রানের ইনিংসে গাপ্টিলকে ছাপিয়ে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন রোহিত। তাঁর রান ৩৪৮৭। রোহিতকে ফের ছাপিয়ে শীর্ষস্থানে এখন মার্টিন গাপ্টিল। সামনেই এশিয়া কাপ। টি ২০ ফরম্যাটেই খেলা হবে। রোহিত-বিরাটরাও খেলবেন। এই টুর্নামেন্টেই হয়তো ফের শীর্ষস্থান দখল করতে পারেন রোহিত কিংবা বিরাট। বিরাট কোহলির ছন্দ যদিও হতাশার। দীর্ঘ তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্কের রান নেই বিরাট কোহলির। তাঁকে আড়াল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক রোহিত শর্মা প্রতিটি সাংবাদিক সম্মেলনেই বলছেন, কোহলির রানে ফেরা সময়ের অপেক্ষা। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। এশিয়া কাপের প্রস্তুতিও শুরু করেছেন। তাঁর ছন্দে ফেরার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

মার্টিন গাপ্টিল ব্যক্তিগত নজির গড়লেও নিউজিল্যান্ড অবশ্য হারে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে মাত্র ১৪৫-৭ স্কোর গড়ে। ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং এবং শেমার ব্রুকসের ১০২ রানের ওপেনিং জুটি। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি ২০ সিরিজে ক্লিন সুইপও আটকায় তারা। নিউজিল্যান্ড সিরিজ জেতে ২-১ ব্যবধানে।