IPL 2025: আইপিএলের নতুন একটি নিয়ম নিয়ে দারুণ খুশি ইরফান পাঠান

Sep 29, 2024 | 6:45 PM

IPL 2025, Irfan Pathan: কোনও ক্রিকেটার লিগ পর্বের সব ম্যাচ খেললে বাড়তি এক কোটির বেশি উপার্জনের সুযোগ রয়েছে। তেমনই বিদেশি ক্রিকেটারদের জন্য রয়েছে বড় নিয়মও। আর এই নিয়ম নিয়েই খুশি ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। কী বলছেন তিনি?

IPL 2025: আইপিএলের নতুন একটি নিয়ম নিয়ে দারুণ খুশি ইরফান পাঠান
Image Credit source: IRFAN PATHAN X

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন পলিসি ঘোষণা করে দিয়েছে বোর্ড। আইপিএল গভর্নিং কাউন্সিলের সভার পরই এই নিয়ম ঘোষণা করা হয়। ক্রিকেটারদের জন্য বড় খবরও রয়েছে তাতে। এ বার থেকে আইপিএলে ম্যাচ ফি থাকছে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তির অঙ্কের বাইরে আরও কোটি টাকা উপার্জনের সুযোগ রয়েছে। ম্যাচ ফি হিসেবে ৭.৫ লক্ষ টাকা করে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ কোনও ক্রিকেটার লিগ পর্বের সব ম্যাচ খেললে বাড়তি এক কোটির বেশি উপার্জনের সুযোগ রয়েছে। তেমনই বিদেশি ক্রিকেটারদের জন্য রয়েছে বড় নিয়মও। আর এই নিয়ম নিয়েই খুশি ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। কী বলছেন তিনি?

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায়। অকশনে নাম নথিভূক্ত করান, দল পেলেও অনেক সময় মন মতো দর পান না। অনেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান। কেউ বা চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে যান। কিছু ক্ষেত্রে যেমন কারণ গুলো সত্যিই থাকে, তেমনই কিছু ক্ষেত্রে অজুহাতও। গত বারের আইপিএলে শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গাকে নিয়ে এমন অভিযোগই উঠেছিল। তাঁর ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদের দাবি, মন মতো দর না পাওয়ায় চোটের অজুহাতে সরে দাঁড়িয়েছেন হাসারঙ্গা। এ বার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। কোনও প্লেয়ার দল পেয়েও শেষ মুহূর্তে সরে দাঁড়ালে তাঁকে দু-বছরের জন্য আইপিএলে নির্বাসিত করা হতে পারে।

এই খবরটিও পড়ুন

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অনেকের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। হঠাৎ করেই সরে দাঁড়ান। গত দু-বছর ধরেই এই নিয়ে আমরা অনেক কথা বলেছি। দারুণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অকশনে দল পাওয়ার পর শেষ মুহূর্তে সরে দাঁড়ানো প্লেয়ারদের ২ বছরের জন্য নির্বাসিত করা হবে। আইপিএল সব দিক থেকেই শক্তিশালী হয়ে উঠছে।’

Next Article