IND vs AUS Test: নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে টেস্ট ম্যাচ দেখবেন মোদী, আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ উপভোগ করবেন দেশের প্রধানমন্ত্রী। এমনটাই খবর।

IND vs AUS Test: নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে টেস্ট ম্যাচ দেখবেন মোদী, আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2023 | 10:59 AM

আমেদাবাদ: বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজ (Border-Gavaskar Trophy) শুরু হতে এখনও সপ্তাহখানেক সময় হাতে রয়েছে। এখন থেকেই এই হাইভোল্টেজ সিরিজ ঘিরে উত্তাপ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার। চার ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi)। নিজের নামাঙ্কিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে বসে টেস্ট ম্যাচের উত্তাপ উপভোগ করবেন দেশের প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। শুধু তাই নয়, রোহিত শর্মা বনাম প্যাট কামিন্সদের লড়াইয়ের সাক্ষী থাকতে অস্ট্রেলিয়া থেকে আসতে পারেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেন্স। সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি দুই দেশের রাষ্ট্রনায়ক পাশাপাশি বসে টেস্ট ম্যাচ উপভোগ করবেন। বিস্তারিত TV9 Bangla-য়।

মাসখানেকের বেশি সময় ধরে ভারত বনাম অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ চলবে। ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে টেস্ট সিরিজ। আমেদাবাদে চতুর্থ টেস্ট শুরু হবে ৯ মার্চ। মোতেরা স্টেডিয়ামে সংস্কারের পর দেশের প্রধানমন্ত্রীর নামে রাখা হয় স্টেডিয়ামের নাম। তারপর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল ম্যাচ খেলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত স্টেডিয়ামে বসে ম্যাচ দেখার সময়, সুযোগ পাননি প্রধানমন্ত্রী মোদী। নতুন বছরের শুরুতে সেটাও পূরণ করে ফেলবেন তিনি।

টেস্ট সিরিজের আগে আজ অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় শিবির। বৃহস্পতিবার সকালে নাগপুরে টিম ইন্ডিয়ার শিবিরে টেস্ট স্কোয়াডের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আজই স্কোয়াডে যোগ দিতে পারেন দীর্ঘদিন ধরে চোট পেয়ে দলের বাইরে থাকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। সম্প্রতি রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে সাতটি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের আগে ট্রেলার দেখিয়েছেন তিনি।