T20 World Cup: টি ২০ বিশ্বকাপের ফাইনালিস্ট ও চ্যাম্পিয়ন বাছলেন পন্টিং, আপনি কি একমত?

আইসিসি 'রিভিউতে' টি ২০ বিশ্বকাপ প্রসঙ্গে পন্টিং জানান, মেজর ট্রফি জয়ের জন্য ভাগ্যেরও কিছুটা প্রয়োজন পড়ে।

T20 World Cup: টি ২০ বিশ্বকাপের ফাইনালিস্ট ও চ্যাম্পিয়ন বাছলেন পন্টিং, আপনি কি একমত?
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 7:28 PM

দুবাই : টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন কে হবে? এর উত্তর মিলতে বাকি তিন মাসেরও বেশি সময়। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অবশ্য আগামী টি ২০ বিশ্ব কাপের দুই ফাইনালিস্ট এবং চ্যাম্পিয়ন বেছে নিলেন। এ বারের টি ২০ বিশ্বকাপ (T20 World Cup) হবে অস্ট্রেলিয়ায়। আরব আমিরশাহিতে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া (Australia)। প্রথম বার এই ফরম্যাটে খেতাব জিতেছিল তারা। ঘরের মাঠে কি খেতাব ধরে রাখতে পারবে অস্ট্রেলিয়া? দু বারের বিশ্বজয়ী (ওয়ান ডে) অসি অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting) তাঁর দুই ফাইনালিস্ট এবং চ্যাম্পিয়ন বেছে নিলেন।

আইসিসি ‘রিভিউতে’ টি ২০ বিশ্বকাপ প্রসঙ্গে পন্টিং জানান, মেজর ট্রফি জয়ের জন্য ভাগ্যেরও কিছুটা প্রয়োজন পড়ে। তাঁর বাছাই প্রসঙ্গে বলেন, ‘আমার ধারণা ভারত এবং অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে। আর এটুকু বলতে পারি, ফাইনালে ভারতকে হারাবে অস্ট্রেলিয়া। গত বারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে খেলার কিছুটা হলেও সুবিধা পাবে। আরব আমিরশাহি বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয় হবে, শুরুতে অবশ্য ভাবিনি। তার কারণ, সেখানকার পরিবেশ-পরিস্থিতি। তবে রাস্তা খুঁজে নিয়েছিল অস্ট্রেলিয়া।’

অস্ট্রেলিয়া এবং ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ কে হতে পারে! ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়ে টেস্ট ক্রিকেটে অনবদ্য খেলছে ইংল্যান্ড। তেমনই ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথিউ মট সম্পর্কেও পরিষ্কার ধারণা রয়েছে পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার ম্যাথিউ মট এর আগে তাঁর দেশের মহিলা দলের কোচ ছিলেন। ইংল্যান্ডকেই সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ বাছলেন রিকি পন্টিং। বলছেন, ‘আমার মতে ইংল্যান্ড অনবদ্য দল। বিশেষত সাদা বলে। আমার মতে, তিনটি দলে সবচেয়ে বেশি ম্যাচ উইনার এবং ক্লাস রয়েছে। তারা হল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।’

পাকিস্তান এবং বাকি দলগুলির কোনও সম্ভাবনা দেখছেন কি চ্যাম্পিয়ন হওয়ার! বাবর আজম, শাহিন আফ্রিদি এবং মহম্মদ রিজওয়ানকে প্রশংসায় ভরালেও পাকিস্তানের সম্ভাবনা দেখছেন না পন্টিং। বলছেন, ‘বাবর ধারাবাহিক রান না পেলে, আমার মনে হয় না ওরা জিততে পারে। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় একটি টেস্ট ম্যাচে বাবরকে সামনে থেকে দেখেছিলাম। মনে হয়েছিল, ও আকাশ ছুঁতে পারবে। পাকিস্তানের ওপেনিং জুটি খুবই গুরুত্বপূর্ণ। তবে স্পিনাররা কতটা অবদান রাখতে পারবে সন্দেহ রয়েছে। পিচ থেকে স্পিনারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’