Rahul Dravid ভিডিয়ো: রাহুল দ্রাবিড়ের গাড়িতে ধাক্কা, নেমে কী করলেন ‘ইন্দিরানগর কা গুণ্ডা’?
Rahul Dravid Car Accident: হবে নাই বা কেন! তাঁর গাড়িতে ধাক্কা। নিজের শহর বেঙ্গালুরুতেই এমন ঘটনা দেশের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ঠিক কী হয়েছিল? দুর্ঘটনার না হলেও পরবর্তী ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

সেই বিজ্ঞাপনটি মনে পড়ে? রাহুল দ্রাবিড়ের ভিন্ন মেজাজ দেখা গিয়েছিল। ইন্দিরানগর কা গুণ্ডা, বিজ্ঞাপনের দুনিয়ায় ঝড় তুলেছিল। এ বার কোনও বিজ্ঞাপন নয়। সত্যিই মেজাজ হারাতে দেখা গেল ভারতের বিশ্বজয়ী কোচ রাহুল দ্রাবিড়কে। হবে নাই বা কেন! তাঁর গাড়িতে ধাক্কা। নিজের শহর বেঙ্গালুরুতেই এমন ঘটনা দেশের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ঠিক কী হয়েছিল? দুর্ঘটনার না হলেও পরবর্তী ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
গত বছর রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ঘরের মাঠে টানা ১০টি ম্যাচ জিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে নানা দ্বিপাক্ষিক সিরিজেও সাফল্য দিয়েছেন। সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ। ২১ মার্চ শুরু এ বারের আইপিএল। দীর্ঘ দিন পর টুর্নামেন্টে দেখা যাবে রাহুল দ্রাবিড়কেও। রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে ফিরেছেন দ্রাবিড়।
সোশ্য়াল মিডিয়ায় রাহুল দ্রাবিড়ের একটি ভিডিয়ো ভাইরাল। খবর অনুযায়ী, তাঁর গাড়িতে ধাক্কা মারে পণ্যবাহী একটি অটো। স্বাভাবিক ভাবেই মেজাজ হারান। তবে নিপাট ভদ্রলোক রাহুল দ্রাবিড় যে রেগে যাওয়ার মানুষ নন সকলেই জানেন। গাড়ি থেকে নেমে সেই অটোচালকের সঙ্গে কথা বলেন। হাত নেড়ে কিছু বোঝানোরও চেষ্টা করেন। গাড়ির বনেট ক্ষতিগ্রস্থ হয়েছে, সেটাই দেখানোর চেষ্টা করেন। কিন্তু বিজ্ঞাপনের সেই ইন্দিরানগর কা গুণ্ডার মতো সেই রাগ নয়। কিছুটা বিরক্ত, অস্বস্তিতে দেখায়।
গাড়ি দুর্ঘটনা নিয়ে অটোচালকের বিরুদ্ধে কোনও এফআইআরও করেননি বলেই খবর। তবে বেঙ্গালুরুর স্থানীয় সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের মন্তব্য অনুযায়ী, সেই অটোচালকের ফোন নম্বর নিয়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়। বেঙ্গালুরুর কানিংহ্য়াম রোডের ব্যস্ত এলাকায় এই ঘটনা। ট্রাফিকে আটকে থাকা দ্রাবিড়ের গাড়িতে ধাক্কা মারে পণ্যবাহী অটোটি, এমনটাই খবর।
Rahul Dravid’s Car touches a goods auto on Cunningham Road Bengaluru #RahulDravid #Bangalore pic.twitter.com/AH7eA1nc4g
— Spandan Kaniyar ಸ್ಪಂದನ್ ಕಣಿಯಾರ್ (@kaniyar_spandan) February 4, 2025





