Ranji Trophy Semifinal: বাংলা শিবিরে চোট! সেমিফাইনালে খেলতে পারবেন এই তারকা ক্রিকেটার?

হাতে চোট পেয়েছিলেন মনোজ তিওয়ারি। হাত ফুলে আছে। এদিন পুরো দল অনুশীলন করলেও বিশ্রাম দেওয়া হয়েছিল মনোজ তিওয়ারিকে।

Ranji Trophy Semifinal: বাংলা শিবিরে চোট! সেমিফাইনালে খেলতে পারবেন এই তারকা ক্রিকেটার?
বাংলার অনুশীলন।Image Credit source: CAB
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2022 | 7:52 PM

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলবে বাংলা (Bengal)। মঙ্গলবার থেকে ম্যাচ। প্রস্তুতি ভালোই চলছে। তবে বাংলা শিবিরে অস্বস্তির জায়গাও রয়েছে। কোয়ার্টার ফাইনালে প্রথম ইনিংসে ৭৩ রানের ঝকঝকে ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮তম শতরান। ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। সেখানেই কিছুটা চিন্তার জায়গা তৈরি হয়েছে। ম্যাচে হাতে চোট পেয়েছিলেন মনোজ তিওয়ারি। হাত ফুলে আছে। এদিন পুরো দল অনুশীলন করলেও বিশ্রাম দেওয়া হয়েছিল মনোজ তিওয়ারিকে। সন্ধ্যার পর অবশ্য স্বস্তি বাংলা শিবিরে। প্রধান কোচ অরুণ লাল বলছেন, ‘মনোজের একটু হাত ফুলে গেছিল। এখন ঠিক আছে। চিন্তার কিছু নেই। ওর এমআরআই করা হয়েছে। রিপোর্ট ঠিকই আছে।’

কোয়ার্টার ফাইনাল যে মাঠে খেলা হয়েছিল, সেমিফাইনাল আলাদা মাঠে। পরিস্থিতি কিছুটা আলাদা। আলুরে খেলা হবে। পিচে ঘাস কম আছে। আগের পিচের তুলনায় একটু ড্রাই বলেই বাংলা শিবির সূত্রে খবর। পিচ এমন থাকলে স্পিনাররা সুবিধা হবে। বাংলা শিবিরে এটাও ভাবনার জায়গা। কোয়ার্টার ফাইনালে প্রত্যেকেই ভালো পারফর্ম করেছে। গত ম্যাচে এক স্পিনার খেলিয়েছিল বাংলা। দ্বিতীয় স্পিনার খেলাতে হলে কাউকে বসাতে হবে। বিকল্প রয়েছেন ঋত্বিক চ্যাটার্জি এবং প্রদীপ্ত প্রামানিক। বিকল্প হিসেবে এগিয়ে অফস্পিনার ঋত্বিক। ব্যাটিংয়ের দিক থেকে ভালো বিকল্প। স্পিন বোলিং অলরাউন্ডার খেলানো হলে ঋত্বিক। পেস বোলিং অলরাউন্ডার সায়ন শেখর মন্ডল কোয়ার্টার ফাইনালে রান করেছেন, উইকেটও নিয়েছেন। ম্যাচের আগে পিচ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিপক্ষ মধ্যপ্রদেশ দল এবং কোচকে নিয়ে বাংলার প্রধান কোচ অরুণ লাল বলেন, ‘সেমিফাইনালে পৌঁছেছে, মধ্যপ্রদেশ খুবই ভাল দল। ওদের কোচ চদ্রকান্ত পণ্ডিত, সফল কোচ।‘ আইপিএলে সাড়া ফেলা রজত পাতিদারকে নিয়ে বেশি ভাবতে নারাজ বাংলা কোচ।