Rohit Sharma: নটিংহামে রোহিতের হাতে চূর্ণ হবে পন্টিয়ের দম্ভ?

India vs England 3rd T20: বিপদের মুখে অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিংয়ের বিশ্ব রেকর্ড। রবি রাতে নটিংহামে এক ভারতীয়র হাতে ভাঙতে পারে ব্যাগি গ্রিনদের দম্ভ। 

Rohit Sharma: নটিংহামে রোহিতের হাতে চূর্ণ হবে পন্টিয়ের দম্ভ?
রোহিত পারবেন পন্টিংয়ের রেকর্ড ভাঙতে?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2022 | 4:55 PM

নটিংহাম: ঘরের মাঠে হবে মুখরক্ষা? নাকি হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হবে ইংরেজদের। নটিংহামের ট্রেন্ট ব্রিজে রবিবাসরীয় তৃতীয় টি-২০ (India vs England) ম্যাচেই তা স্পষ্ট হয়ে যাবে। প্রতিযোগিতা যে স্তরেরই হোক। খেলা যাই হোক। ইংরেজদের মাটি ধরানোর মধ্যে দেশবাসীর আনন্দই আলাদা। টি-২০ সিরিজের (T20 Series) প্রথম দুটি ম্যাচ গিয়েছে ভারতের পকেটে। সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মারা। নিয়মরক্ষার শেষ ম্যাচটি খেলা হবে আজ।  ভারতীয়দের হাতে চুনকাম হওয়ার চিন্তা নিয়ে মাঠে নামবে জস বাটলারের দল। তবে এই ম্যাচের আগে ইংরেজদের যত না চিন্তা, অস্ট্রেলীয়দের মাথাব্যথা তার চেয়ে কম নয়। কারণ নটিংহামে ভারত তৃতীয় টি-২০ ম্যাচ জিতে গেলে ছুঁয়ে ফেলবে অজিদের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের (Ricky Ponting) বিশ্বরেকর্ড। সেই রেকর্ডের পাশে নাম বসবে ক্যাপ্টেন রোহিত শর্মার। এটা কি কম চিন্তার?

কী সেই বিশ্বরেকর্ড? রিকি পন্টিং অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকাকালীন বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল ছিল অজিরা। ২০০৩ সালে টানা ১১টি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ জিতেছিল তারা। দলে তখন ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, মাইকেল বেভানদের মতো বিশ্ববন্দিত খেলোয়াড়। সেই আগুনে টিম নিয়ে সব ফরম্যাট মিলিয়ে টানা ২০টি ম্যাচ জেতার বিশ্বরেকর্ড রয়েছে অধিনায়ক পন্টিংয়ের ঝুলিতে। এতদিন এই রেকর্ডের আশেপাশে কেউ পৌঁছতে পারেননি। তবে বিপদের ঘণ্টি বাজিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বিরাট কোহলির পর ভারতীয় দলের নেতৃত্বভার নিয়ে একটিও ম্যাচ হারেননি রোহিত। তাঁর নেতৃত্বে তিনটি ফরম্যাটে লাগাতার জিতে এসেছে টিম ইন্ডিয়া। রোহিতের টানা জয়ের সংখ্যা ১৯। এর মধ্যে ১৪টি টি-২০, ৩টি ওয়ান ডে এবং ২টি টেস্ট ম্যাচ রয়েছে। অর্থাৎ, পন্টিংয়ের থেকে একধাপ নীচে রয়েছেন তিনি। ট্রেন্ট ব্রিজে আজ জস বাটলারদের পরিণতি আগের দুটি ম্যাচের মতো হলেই টানা জয়ের নিরিখে পন্টিংকে ছুঁয়ে ফেলবেন হিটম্যান। তখন আর বিশ্বরেকর্ডের অধিকারী একা থাকবেন না প্রাক্তন অজি অধিনায়ক। পাশে বসে যাবে এক ভারতীয়র নাম।

কুড়ি বিশের ফরম্যাটে রোহিত শর্মার রেকর্ড খুবই ভালো। ক্য়াপ্টেন হিসেবে ৩০টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৬টিতে জিতেছেন। তার মানে অধিনায়ক রোহিতের জয়ের হার ৮৭ শতাংশের মতো। বিশ্ব ক্রিকেটে অন্য কোনও অধিনায়ক ৮২ শতাংশ জয় পায়নি। আফগানিস্তানের আসগর আফগানের ক্যাপ্টেন হিসেবে জয়ের হার ৮১ শতাংশ।