Rohit Sharma: হিটম্যান ইজ ব্যাক, ওডিআইতে তিনবছর পর সেঞ্চুরি ক্যাপ্টেনের

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Jan 24, 2023 | 3:47 PM

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা নিয়মরক্ষার ওডিআই ম্যাচে ফের হিট রোহিত। ৮৩ বলে দুরন্ত সেঞ্চুরি তাঁর।

Rohit Sharma: হিটম্যান ইজ ব্যাক, ওডিআইতে তিনবছর পর সেঞ্চুরি ক্যাপ্টেনের
Image Credit source: Twitter

ইন্দোর: কাটল দীর্ঘদিনের শতরানের খরা। ওডিআই ফরম্যাটে রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটে শেষবার শতরান এসেছিল ২০২০ সালের জানুয়ারি মাসে। তারপর থেকে ৫০ ওভারের ফরম্যাটে হিটম্যানের ব্যাট ছিল নীরব। এর মাঝে টেস্টে শতরান এলেও ওডিআইতে ঝুলি ছিল শূন্য। শতরানের কাছাকাছি পৌঁছেও ফিরতে হয়েছে। তিন অঙ্কের সংখ্যার সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে তৃতীয় তথা নিয়মরক্ষার ওডিআই ম্যাচে ফের হিট রোহিত। ৮৩ বলে দুরন্ত সেঞ্চুরি তাঁর। ৯টি চার ও ছয়টি ছক্কা। নতুন বছরের প্রথমেই তিনবছরের শতরানের খরা কাটালেন। ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের আগে স্বস্তি ফেলছে ভারতীয় শিবির। রোহিতের সেঞ্চুরির পর কোচ রাহুল দ্রাবিড়ের মুখে চওড়া হাসি দেখা গিয়েছে। ম্যাচের বিস্তারিত TV9 Bangla-য়।

রোহিতের ব্যাটে সেঞ্চুরি দেখার অপেক্ষা মিটেছে অনুরাগীদের। দীর্ঘ তিনবছরের অপেক্ষা। ফিটনেস নিয়ে বরাবর সমালোচিত হয়েছেন। ব্যাটে রানের খরা নিয়ে ছেড়ে কথা বললেননি কেউ। সব সমালোচনার জবাব দিয়ে ঘরের মাঠে কেরিয়ারের ৩০তম ওডিআই সেঞ্চুরি হাঁকালেন রোহিত। এরই সঙ্গে রিকি পন্টিংয়ের ওডিআই শতরানের রেকর্ডে ভাগ বসালেন। ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকের তালিকার তৃতীয় স্থানে রোহিত। রোহিত ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের সেঞ্চুরির সংখ্যা এখন ৩০-৩০।

যদিও শতরানের পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি রোহিত। ২৭ ওভারের প্রথম বলে ব্রেসওয়েলের বলে স্টাম্প উড়ে যায়। ৮৫ বলে ১০১ রান। ইন্দোরের অপেক্ষাকৃত ছোট বাউন্ডারির স্টেডিয়ামে রোহিত মাঠে নেমেই ঝড় তোলেন। ১০১ রানে শেষ হয় সেই ঝড়। দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। শুভমন গিলের ব্যাটে রান থামার কোনও লক্ষণই নেই। তিনিও ৭৮ বলে ১১২ রানের ইনিংস খেলেছেন। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দলের ক্যাপ্টেনের ব্যাটে শতরান আসায় ভারতীয় শিবিরে খুশির হাওয়া।

ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি ৪৯টি শতরানের বিশ্ব রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের ব্যাটে। বিরাট কোহলির নামের পাশে ৪৬টি শতরান। রোহিত পৌঁছে গেলে ৩০তম সেঞ্চুরিতে। মাস্টার ব্লাস্টারের থেকে ১৯টি শতরান দূরে। এদিন ওডিআইতে সবচেয়ে বেশি ছক্কার নয়া রেকর্ড গড়লেন রোহিত। শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যকে (২৭০) পিছনে ফেলে দিয়েছেন তিনি। এই ফরম্যাটে হিটম্যানের ছয়ের সংখ্যা ২৬৭।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla