IND vs AUS, BGT 2023: বোলারদের দরাজ সার্টিফিকেট রোহিতের, হতাশ কামিন্সের ভাবনায় এ বার ইন্দোর টেস্ট
India vs Australia: অজিদের বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে জয়ের পর ভারতের জয়ের শতাংশের হার বেড়ে ৬৪.০৬ হল। তাতে অবশ্য WTC ফাইনালে রোহিতদের জায়গা নিশ্চিত নয়।
নয়াদিল্লি: নাগপুরের পর দিল্লিতেও দাপট টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের ফলাফল চলতি বছরের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর দৌড়ে টিম ইন্ডিয়াকে একধাপ এগিয়ে নিয়ে গেল। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারের পর অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) একদিকে হতাশা প্রকাশ করলেন। অন্যদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন। দ্বিতীয় টেস্ট ম্যাচের শেষে কী বললেন দুই দলের অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
অজিদের বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে জয়ের পর ভারতের জয়ের শতাংশের হার বেড়ে ৬৪.০৬ হল। তাতে অবশ্য WTC ফাইনালে রোহিতদের জায়গা নিশ্চিত নয়। বর্ডার গাভাসকর ট্রফির বাকি দুই টেস্টের ফলাফল টিম ইন্ডিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দিল্লিতে অজিদের ৬ উইকেটে হারানোর পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “এই ফলাফলটা আমাদের জন্য অসাধারণ। আমরা যেভাবে কামব্যাক করেছি এবং কাজটা শেষ করেছি তাতে খুশি। আমাদের বোলাররা দারুণ পারফর্ম করেছে। আমরা এক রানে পিছিয়ে ছিলাম, কিন্তু আমি অনুভব করেছি যে আমরা পিছিয়ে ছিলাম কারণ, আমাদের শেষে ব্যাট করতে হয়েছিল। আজ সকালে আমরা ৯টা উইকেট যেভাবে তুলেছি তা এক কথায় দারুণ।”
দিল্লির পিচে ঠিক যেমনটা পারফর্ম করা দরকার ভারত তেমনই করেছে। এ কথা উল্লেখ করে রোহিত বলেন, “এইরকম পিচে আলাদা কিছু করা দরকার। আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের যেটা করা দরকার ছিল ভয় না পাওয়া এবং সঠিক জায়গায় হিট করা। আমরা সকালে বেশ কিছু পরিকল্পনা করেছিলাম, সেটাই কাজে লেগে গিয়েছে। এই পরিবেশে পিচে কিছুটা আর্দ্রতা রয়েছে। তিন দিনে যেটা লক্ষ্য করলাম, খেলা যত এগিয়ে যাচ্ছে পিচ তত স্লো হচ্ছে। একইসঙ্গে লক্ষ্য করেছি বেশির ভাগ উইকেট প্রথম সেশনে পড়ছে দেখেছিলাম। এই দিকগুলো দেখেই আমরা পরিকল্পনা করেছিলাম। সেইমতো আমি আমাদের বোলারদের সঙ্গে কথা বলেছিলাম। ওরা এই পরিবেশে অসাধারণ। আমাদের লক্ষ্যই ছিল ওদের বিরুদ্ধে শান্ত থাকা এবং ওদের ভুল করতে দেওয়ার সুযোগ করে দেওয়া।”
The Border-Gavaskar Trophy stays with India ?
The hosts go 2-0 up against with a comprehensive win in Delhi ?#WTC23 | #INDvAUS | ? https://t.co/HS93GIyEwS pic.twitter.com/xI0xvh2vOm
— ICC (@ICC) February 19, 2023
ভারত অধিনায়ক আরও বলেন, “টেস্ট ক্রিকেট খেলার সময় ৪টে ইনিংসে অনেক কিছু দেখা যায়। অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তও আসে। আমার মনে হয়ে জাডেজা-বিরাটের পার্টনারশিপ এবং এরপর অক্ষর-অশ্বিনের পার্টনারশিপ দারুণ কাজে লেগেছে। ওদের শতরানের বেশি পার্টনারশিপটা এতটাও সহজ ছিল না। তার পরও আমরা জানতাম যে আমাদের ভালো বল করে ওদের যতটা সম্ভব কম রানে আটকে দিতে হবে।”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে পরপর দু’টো টেস্টে হারল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দিল্লি টেস্টে হারের পর তিনি বলেন, “আমি মনে করেছিলাম ২৬০ রানটা ঠিকঠাক ছিল। ছেলেরা ভালো ভাবে বাউন্স ব্যাক করেছে। আমি মনে করি ভারত ভালো ব্যাটিং করেছে। মাত্র ১-২ টো পার্টনারশিপই ২৬০ রান ছুঁয়ে ফেলতে পারে। ইনিংস বিরতিতে সব সমানই ছিল। তবে আমি হতাশ, আমরা ম্যাচে এগিয়ে ছিলাম ঠিকই, কিন্তু ম্যাচ যত এগিয়েছে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের আলোচনা করা দরকার, কোথায় সমস্যা হচ্ছে। দু’টো ম্যাচে হারই হতাশাজনক, তবে এই ম্যাচটা বিশেষ করে বেশি হতাশার।”