Ross Taylor: জীবনের শেষ ম্যাচ খেলতে নেমে কান্নায় ভেঙে পড়লেন রস টেলর

১৬ বছরের কেরিয়ার শেষ করলেন। দেশের হয়ে জীবনের শেষ ম্যাচ খেলতে নেমে কান্নায় ভেঙে পড়লেন রস টেলর। ৩৮ বছরের ক্রিকেটার শেষ ইনিংসে করলেন ১৪ রান।

Ross Taylor: জীবনের শেষ ম্যাচ খেলতে নেমে কান্নায় ভেঙে পড়লেন রস টেলর
Ross Taylor: জীবনের শেষ ম্যাচ খেলতে নেমে কান্নায় ভেঙে পড়লেন রস টেলরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2022 | 2:14 PM

হ্যামিল্টন: নিউজিল্যান্ডের (New Zealand) হয়ে জীবনের শেষ ইনিংস খেলতে নেমে ১৪ করলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ নিয়ে খুব আগ্রহ থাকার কথা নয়। কিন্তু কিউয়ি ক্রিকেট মহলে তুমুল উন্মাদনা ছিল তাঁর জন্যই। ২০০৬ সালে দেশের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ১৬ বছরের কেরিয়ার কম ঝলমলে ছিল না তাঁর। সাফল্য যেমন নিজে পেয়েছেন, জাতীয় টিমকেও দিয়েছেন। সেই কারণে রস টেলর (Ross Taylor) মনে থেকে যাবেন অনেক দিন। আর সেই তিনি শেষ ম্য়াচ খেলতে নেমে কান্নায় ভেঙে পড়লেন। মাঠের নামার আগে জাতীয় সঙ্গীতের সময় কাঁদতে দেখা যায় টেলরকে। আবেগে রুদ্ধ হয়ে যাওয়া টেলরের ওই ছবি ছুঁয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটকেও। জীবনের শেষ ইনিংসেও একই রকম বিধ্বংসী ছিলেন তিনি। কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে ১৪ রানের ইনিংসে একটা ছয়ও মেরেছেন।

১৬ বছরের কেরিয়ারে ১১২টা টেস্ট খেলেছেন ৩৮ বছরের টেলর। ১৯টা সেঞ্চুরি সহ ৭৬৮৩ রান করেছেন। ২৩৬টা ওয়ান ডে ম্যাচে ৮৫৯৩ রান করেছেন। ১০২ টি-টোয়েন্টি ম্যাচে ১৯০৯ রান। ২০২০ সালে টেলর প্রথম ক্রিকেটার ছিলেন, যিনি সব ফর্ম্যাটে ১০০-র বেশি ম্যাচ খেলার রেকর্ড করেছিলেন। গত এক দশক ধরে নিউজিল্যান্ডের সাফল্যের পিছনে টেলর ছিলেন অন্যতম কারণ। তিন ধরনের ফর্ম্যাটেই সেরা দিয়েছেন। শেষ বার আউট হয়ে ফেরার পথে ম্লান হাসি ছিল তাঁর মুখে। টেলরের ওই শেষ ফেরাকে স্মরণীয় রাখতে সারা গ্যালারি উঠে দাঁড়িয়েছিল। উষ্ণ হাততালিতে ভরিয়ে দিয়েছেন তাঁরা। গার্ড অফ অনার দিয়েছেন তাঁর সতীর্থরা।

ম্যাচের পর টেলর বলেছেন, ‘দেশের হয়ে যতবার খেলতে নামতাম, একটাই লক্ষ্য রাখার চেষ্টা করতাম, প্রতিটা ম্যাচেই যতটা সম্ভব নিজের সেরা দিতে পারি যেন। হাসি মুখে খেলতে পারি। দেশের ক্রিকেটকে গর্বিত করতে পারি। সম্মান এনে দিতে পারি। আমার বিশ্বাস সেটা করতে পেরেছি। দেশের হয়ে লম্বা সময় ধরে খেলা আমার কাছে চিরদিন মনে থাকবে।’

আরও পড়ুন: IPL 2022 Purple Cap: ছবিতে দেখুন, পার্পল ক্যাপের লড়াইয়ে প্রথম ৫-এ কোন ক্রিকেটাররা

আরও পড়ুন: IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন কোন ক্রিকেটাররা, দেখে নিন ছবিতে