RR vs PBKS, IPL 2021 Match 4 Result: কাজে এল না সঞ্জুর লড়াই, জয় দিয়ে আইপিএল অভিযান শুরু পঞ্জাবের

| Updated on: Apr 13, 2021 | 12:03 AM

RR vs PBKS Live Score in Bengali: রাজস্থান রয়্যালস (Rajastan Royals) বনাম পঞ্জাব কিংস (Punajb Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RR vs PBKS, IPL 2021 Match 4 Result: কাজে এল না সঞ্জুর লড়াই, জয় দিয়ে আইপিএল অভিযান শুরু পঞ্জাবের
সৌজন্যে-আইপিএল টুইটার

মুম্বইয়ে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস (Rajastan Royals) ও পঞ্জাব কিংস (Punajb Kings)। টসে জিতে সঞ্জু স্যামসন প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল কেএল রাহুলদের। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে পঞ্জাব কিংস তোলে ২২১ রান। এই ম্যাচে প্রত্যাশামত ছক্কা বৃষ্টি দেখা গেল। ৯১ রানের দুরন্ত ইনিংস খেলেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল। পাশাপাশি আইপিএলে রাহুলের দু’হাজার রানও পূর্ণ হল। ২৮ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন দীপক হুডা। প্রথম ম্যাচে হতাশ করেননি ক্রিস গেইলও। ইউনিভর্সাল বসের ব্যাট থেকে এসেছে ৪০ রান। রাজস্থানের হয়ে অভিষেককারী চেতন সাকারিয়া ৩২ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। ২২২ রানের টার্গেট নিয়ে রান তাড়া করতে নেমে ৪ রানে হারল রাজস্থান রয়্যালস। ৬৩ বলে ১১৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না রাজস্থানের নতুন অধিনায়ক সঞ্জু স্যামসন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Apr 2021 11:39 PM (IST)

    ৪ রানে জিতল পঞ্জাব

    শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে মাঠ ছাড়লেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ৪ রানে ম্যাচ জিতে নিল রাহুলে পঞ্জাব।

  • 12 Apr 2021 11:33 PM (IST)

    ১৯ ওভারে রাজস্থান ২০৯/৬

    জয়ের জন্য রাজস্থানকে তুলতে হবে এক ওভারে ১৩ রান।

  • 12 Apr 2021 11:27 PM (IST)

    উইকেট পড়ল রাজস্থানের

    রাইলি মেরিডিথের বলে আউট হলেন রাহুল তেওয়াটিয়া।  ২ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 12 Apr 2021 11:26 PM (IST)

    ১৮ ওভারে রাজস্থান ২০১/৫

    ১৯ রান এসেছে এই ওভার থেকে।

  • 12 Apr 2021 11:25 PM (IST)

    রাজস্থানের দ্বিশতরান

    ১৭.৫ ওভারে রাজস্থান দলগত দ্বিশতরান পূর্ণ করল।

  • 12 Apr 2021 11:22 PM (IST)

    সঞ্জুর শতরান

    ৫৪ বলে সেঞ্চুরি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের।

  • 12 Apr 2021 11:19 PM (IST)

    ১৭ ওভারে রাজস্থান ১৮২/৫

    এই ওভার থেকে এসেছে ৮ রান ও এক উইকেট।

  • 12 Apr 2021 11:14 PM (IST)

    সামি ফেরালেন পরাগকে

    ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রিয়ান পরাগ।

  • 12 Apr 2021 11:11 PM (IST)

    ১৬ ওভারে রাজস্থান ১৭৪/৪

    পরাগের ব্যাট থেকে এসেছে ২টি ছক্কা ও সঞ্জুর ব্যাট থেকে একটি ছক্কা। মোট ২০ রান এসেছে এই ওভার থেকে।

  • 12 Apr 2021 11:04 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১৫৪/৪

    এই ওভার থেকে এসেছে একটি চার ও একটি ছয়। মোট ১৩ রান।

  • 12 Apr 2021 11:00 PM (IST)

    ১৪ ওভারে রাজস্থান ১৪১/৪

    ১৪ রান এসেছে এই ওভার থেকে।

  • 12 Apr 2021 10:57 PM (IST)

    ১৩ ওভারে রাজস্থান ১২৮/৪

    ১৩ ওভার থেকে এসেছে ১১ রান ও এক উইকেট।

  • 12 Apr 2021 10:53 PM (IST)

    শিবমকে ফেরালেন অর্শদীপ

    ২৩ রান করে সাজঘরে ফিরলেন শিবম দুবে।

  • 12 Apr 2021 10:49 PM (IST)

    ১২ ওভারে রাজস্থান ১১৭/৩

    এই ওভার থেকে এসেছে ৮ রান।

  • 12 Apr 2021 10:46 PM (IST)

    ১১ ওভারে রাজস্থান ১০৯/৩

    এই ওভার থেকে এসেছে ১৪ রান।

  • 12 Apr 2021 10:42 PM (IST)

    সঞ্জুর হাফ সেঞ্চুরি

    ১০.৪ ওভারে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন।

  • 12 Apr 2021 10:41 PM (IST)

    রাজস্থানের শতরান

    ১০.২ ওভারে রাজস্থান দলগত শতরান পূর্ণ করল।

  • 12 Apr 2021 10:40 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৯৫/৩

    এই ওভার থেকে এসেছে ৮ রান।

  • 12 Apr 2021 10:33 PM (IST)

    ৯ ওভারে রাজস্থান ৮৭/৩

    ৯ ওভার থেকে এসেছে ৯ রান।

  • 12 Apr 2021 10:29 PM (IST)

    ৮ ওভারে রাজস্থান ৭৮/৩

    এই ওভার থেকে এসেছে এক উইকেট ও ১০ রান।

  • 12 Apr 2021 10:24 PM (IST)

    রিচার্ডসন ফেরালেন বাটলারকে

    ৭.৩ ওভারে রিচার্ডসনের বলে ক্লিন বোল্ড হলেন জস বাটলার। ২৫ রান করে ফিরলেন তিনি।

  • 12 Apr 2021 10:21 PM (IST)

    ৭ ওভারে রাজস্থান ৬৮/২

    ৯ রান এসেছে এই ওভার থেকে।

  • 12 Apr 2021 10:14 PM (IST)

    পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়েছে রাজস্থান

    ৬ ওভারে রাজস্থানের স্কোর ২ উইকেটে ৫৯। এই ওভার থেকে এসেছে দুটি চার। মোট ১১ রান।

  • 12 Apr 2021 10:10 PM (IST)

    রাজস্থানের ৫০ রান পূর্ণ

    ৫.১ ওভারে রাজস্থানের দলগত ৫০ রান পূর্ণ হল। ক্রিজে রয়েছেন সঞ্জু-জস।

  • 12 Apr 2021 10:10 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ৪৮/২

    বাটলারের ব্যাট থেকে এই ওভারে এসেছে ৪টি চার। মোট ১৮ রান এসেছে ৫ ওভার থেকে।

  • 12 Apr 2021 10:05 PM (IST)

    ৪ ওভারে রাজস্থান ৩০/২

    এই ওভার থেকে এসেছে ৫ রান ও এক উইকেট।

  • 12 Apr 2021 10:00 PM (IST)

    অর্শদীপ এসেই তুলে নিলেন মননের উইকেট

    ১২ রান করে ফিরে গেলেন মনন ভোরা।

  • 12 Apr 2021 09:58 PM (IST)

    ৩ ওভারে রাজস্থান ২৫/১

    দুটি চার মেরেছেন অধিনায়ক সঞ্জু। এই ওভার থেকে এসেছে ৮ রান।

  • 12 Apr 2021 09:52 PM (IST)

    ২ ওভারে রাজস্থান ১৭/১

    এই ওভার থেকে এসেছে ১৩ রান। মননের ব্যাট থেকে এসেছে একটি চার ও একটি ছয়।

  • 12 Apr 2021 09:47 PM (IST)

    ১ ওভারে রাজস্থান ৪/১

    পঞ্জাবের জন্য সফল ওভার। এই ওভার থেকে এসেছে ১ উইকেট ও ৪ রান।

  • 12 Apr 2021 09:46 PM (IST)

    বেন স্টোকসের উইকেট নিলেন সামি

    কোনও রান না করেই ফিরে গেলেন বেন স্টোকস। প্রথম ওভারের তৃতীয় বলেই সামি নিলেন স্টোকসের উইকেট

  • 12 Apr 2021 09:46 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বেন স্টোকস ও মনন ভোরা।

  • 12 Apr 2021 09:27 PM (IST)

    রাজস্থানের টার্গেট ২২২

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে পঞ্জাব কিংস তুলেছে ২২১ রান।

  • 12 Apr 2021 08:51 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাব ১৬১/২

    এই ওভার থেকে এসেছে ১১ রান।

  • 12 Apr 2021 08:45 PM (IST)

    হুডার ছয়ের হ্যাটট্রিক ১৪ ওভারে

    ১৪ ওভারে পঞ্জাব ১৫০/২। এই ওভার থেকে এসেছে ২০ রান।

  • 12 Apr 2021 08:42 PM (IST)

    ১০ ওভারে পঞ্জাব ৮৯/২

    রাজস্থানের জন্য সফল ওভার। এই ওভার থেকে এসেছে একটি উইকেট ও ৭ রান।

  • 12 Apr 2021 08:29 PM (IST)

    গেইলকে ফেরালেন পরাগ

  • 12 Apr 2021 08:21 PM (IST)

    ৯ ওভারে পঞ্জাব ৮২/১

  • 12 Apr 2021 08:17 PM (IST)

    গেইল-রাহুল জুটির ৫০ রানের পার্টনারশিপ

  • 12 Apr 2021 08:16 PM (IST)

    দেখা মিলল ইউনিভার্সাল বসের ছক্কার

    ৮ ওভারে পঞ্জাব ৭০/১। এই ওভারে গেইলের ব্যাট থেকে এসেছে একটি ছয়। রাহুলের ব্যাট থেকে একটি চার। মোট ১২ রান এসেছে ৮ ওভার থেকে।

  • 12 Apr 2021 08:08 PM (IST)

    ৭ ওভারে পঞ্জাব ৫৮/১

    ১২ রান এসেছে এই ওভার থেকে। পাশাপাশি দুটি চারও রয়েছে এই ওভারে।

  • 12 Apr 2021 08:07 PM (IST)

    পঞ্জাবের ৫০ রান পূর্ণ

    ৬.৩ ওভারে পঞ্জাব দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 12 Apr 2021 08:05 PM (IST)

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়েছে পঞ্জাব

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়েছে পঞ্জাব কিংস। ৬ ওভারে পঞ্জাব ১ উইকেটে ৪৬।

  • 12 Apr 2021 08:00 PM (IST)

    ৫ ওভারে পঞ্জাব ৩৯/১

    এই ওভার থেকে এসেছে মোট ৮ রান। মুস্তাফিজুরের চার নম্বর বলে চার মেরেছেন গেইল।

  • 12 Apr 2021 07:54 PM (IST)

    ৪ ওভারে পঞ্জাব ৩১/১

    এই ওভার থেকে এসেছে ৯ রান। এই ওভারে মরিসের প্রথম বলেই চার দিয়ে শুরু করেন রাহুল।

  • 12 Apr 2021 07:51 PM (IST)

    ৩ ওভারে পঞ্জাব ২২/১

    রাজস্থানের জন্য সফল ওভার। এই ওভার থেকে এসেছে এক রান ও এক উইকেট।

  • 12 Apr 2021 07:49 PM (IST)

    মায়াঙ্ককে ফেরালেন চেতন

    ২.৪ ওভারে চেতন সাকারিয়ার বলে আউট হলেন মায়াঙ্ক আগরওয়াল। ১৪ রান করে ফিরলেন তিনি।

  • 12 Apr 2021 07:41 PM (IST)

    ২ ওভারে পঞ্জাব ২১/০

    এই ওভার থেকে এসেছে ১১ রান। দ্বিতীয় ওভারের শেষ বলে এসেছে একটি চার।

  • 12 Apr 2021 07:35 PM (IST)

    ১ ওভারে পঞ্জাব ১০/০

    প্রথম ওভারের তৃতীয় বলে মায়াঙ্কের চার এবং ওভারের শেষ বলে রাহুলের চার। এই ওভার থেকে এসেছে ১০ রান।

  • 12 Apr 2021 07:29 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শুরু

    পঞ্জাব কিংসের হয়ে ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল।

  • 12 Apr 2021 07:11 PM (IST)

    পঞ্জাব কিংসের প্রথম একাদশ

    পঞ্জাব কিংসের প্রথম একাদশ:  কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, ডি হুডা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, রাইলি মেরেডিথ, মুরুগান অশ্বিন, মহম্মদ শামি, অর্শদীপ সিং।

  • 12 Apr 2021 07:06 PM (IST)

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: 

    রাহুল তেওয়াটিয়া, বেন স্টোকস, মনন ভোরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জস বাটলার, শিবম দুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

  • 12 Apr 2021 07:03 PM (IST)

    পঞ্জাবের জার্সিতে অভিষেক ৩ ক্রিকেটারের

    পঞ্জাব কিংসের জার্সিতে অভিষেক হল শাহরুখ খান, ঝাই রিচার্ডসন ও রাইলি মেরেডিথ এই তিন ক্রিকেটারের।

  • 12 Apr 2021 07:02 PM (IST)

    টসে জিতল রাজস্থান

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের।

Published On - Apr 12,2021 11:53 PM

Follow Us: