RR vs RCB, IPL 2021 Match 43 Result : রাজস্থানকে ৭ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

| Edited By: | Updated on: Sep 30, 2021 | 9:07 AM

আইপিএলে (IPL) রয়্যাল টক্কর। মুখোমুখি রাজস্থান ব়্যয়ালস (Rajasthan Royals) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।

RR vs RCB, IPL 2021 Match 43 Result : রাজস্থানকে ৭ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
শেষ পর্যন্ত থেকে দলকে জয় এনে দিলেন ম্যাক্সওয়েল। সৌ: আইপিএল

আইপিএলে (IPL) ৪৩ তম ম্যাচে জয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাজস্তান রয়্যালসকে উইকেটে হারিয়ে জয় তুলে নিল বিরাটের (Virat) দল। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান পিঙ্ক আর্মির। তিটি উইকেট হার্ষল প্যাটেলের। জবাবে ব্যাট করতে নেমে পাল্টা ঝড় বিরাটদের। বিরাট-দেবদত্ত ফিরতে ম্যাচের হাল ধরে নিলেন ম্যাক্সওয়েল (Maxwell) ও ভরত। হাফ সেঞ্চুরি ম্যাক্সির। তিন উইকেট হারিয়ে ম্যাচ জয় আরসিবির। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের কাছাকাছি বিরাটরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 Sep 2021 11:01 PM (IST)

    সাত উইকেটে পিঙ্ক আর্মিকে হারিয়ে প্লে-অফের কাছাকাছি বিরাটের দল

    ২০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল আরসিবি।

  • 29 Sep 2021 10:59 PM (IST)

    ম্যাক্সওয়েলের হাফ সেঞ্চুরি

    দুরন্ত মেজাজে আরসিবির অজি তারকা ম্যাক্সওয়েল। ৩০ বলে হাফ সেঞ্চুরি ম্যাক্সির।

  • 29 Sep 2021 10:54 PM (IST)

    মুস্তাফিজুরের বলে আউট ভরত

    হাফ সেঞুরির কাছে এসে আউট কেএস ভরত। ৪৪ রানে ফিরলেন মুস্তাফিজুরির বলে।

  • 29 Sep 2021 10:38 PM (IST)

    ৪২ বলে ৪৪ রান চাই ম্যাক্সওয়েলদের

    জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলে জয়ের পথে এগিয়ে চলেছে আরসিবি। ৪২ বলে চাই ৪৪ রান। ক্রিজে ম্যাক্সওয়েল ও কেএস ভারত।

  • 29 Sep 2021 10:25 PM (IST)

    ১০ ওভার শেষে ৭৯ রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের

    বিরাটদের ইনিংসের ১০ ওভার শেষ। ৭৯ রান তুলল বিরাটের দল। শেষ ১০ ওভারে ৭১ রান চাই ব্যাঙ্গালোরের।

  • 29 Sep 2021 10:12 PM (IST)

    আউট বিরাট কোহিল

    স্কোর কার্ডে ২৫ রান তুলে রান আউট রান আউট বিরাট।

  • 29 Sep 2021 10:04 PM (IST)

    বিরাটদের ইনিংসের পাওয়ার-প্লে শেষ ৫৪/১

    প্রথম ৬ ওভার শেষে স্কোর বোর্ডে ৫৪ রান তুলে ফেলেছে বিরাট কোহলির দল। যদিও মুস্তাফিজুরের বলে বোল্ড দেবদত্ত পাড়িক্কল।

  • 29 Sep 2021 09:54 PM (IST)

    ৪ ওভারে ৪১ রান আরসিবির

    ৪ ওভার শেষে ৪১ রান স্কোর বোর্ডে তুলে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

  • 29 Sep 2021 09:41 PM (IST)

    প্রথম ওভার থেকেই ছন্দে বিরাট

    প্রথম ওভারেই ১২ রান বোর্ডে তুললেন বিরাট কোহলি। মারলেন তিনটি চার।

  • 29 Sep 2021 09:23 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লক্ষ্য ১৫০ রান

    শেষ ওভারে তিন উইকেট নিলেন হার্ষল প্যাটেলের। ২৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে সবার আগে হার্ষল প্যাটেল।

  • 29 Sep 2021 08:48 PM (IST)

    রাজস্থানকে বড় ধাক্কা দিলেন বাংলার শাহাবাজ

    দুরন্ত ছন্দে থাকা রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে ফেরালেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। একই ওভারে জোড়া উইকেট শাহবাজের। ফেরালেন তেওয়াতিয়াকেও।

  • 29 Sep 2021 08:41 PM (IST)

    চাহালের শিকার লোমরোর

    আরও একটা ধাক্কা রাজস্থানে। চাহালের বলে স্টাম্প আউট লোমরোর।

  • 29 Sep 2021 08:31 PM (IST)

    দুই ওপেনার ফিরলেন প্যাভেলিয়ানে

    যশস্বীর পর এবার আউট ইভান লুইস। ৫৮ রানে গার্টনের বলে আউট ক্যারিবিয়ান ব্যাটার।

  • 29 Sep 2021 08:23 PM (IST)

    ১০ ওভার শেষে ৯১ রান রাজস্থান রয়্যালসের

    প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯১ রান রাজস্থান রয়্যালসের। হাফ সেঞ্চুরি ইভান লুইসের।

  • 29 Sep 2021 08:15 PM (IST)

    প্রথম উইকেট হারাল রাজস্থান

    ড্যান ক্রিশ্চানের বলে সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন যশস্বী জয়সোয়াল। ২২ বলে ৩১ রান যশস্বীর।

  • 29 Sep 2021 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষে রাজস্থান ৫৬/০

    শুরু থেকেই ব্যাট হাতে ব্যাঙ্গালোর বোলারদের ওপর চাপ তৈরি করেছেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী ও ইভান। পাওয়ার প্লে শেষে কোনও উইকেট না হারিয়ে ৫৬ রান পিঙ্ক আর্মির।

  • 29 Sep 2021 07:51 PM (IST)

    ব্যাট হাতে ঝড় তুলেছে রাজস্থান

    ব্যাট হাতে ঝড় তুলেছেন রাজস্থানের দুই ওপেনার লুইস ও জয়সওয়াল। ৪ ওভারে ৩৯ রান।

  • 29 Sep 2021 07:34 PM (IST)

    প্রথম ওভারে ৩ রান

    প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩ রান রাজস্থান রয়্যালসের

  • 29 Sep 2021 07:10 PM (IST)

    দুই দলের প্রথম একাদশ

    দুই দলেই একটি পরিবর্তন। চোখ রাখা যাক ব্যাঙ্গালোর ও রাজস্থানের প্রথম একাদশে।

  • 29 Sep 2021 07:02 PM (IST)

    টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বিরাট কোহলির

    টস জিতলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত আরসিবি অধিনায়কের।

  • 29 Sep 2021 06:59 PM (IST)

    ম্যাচের আগে দুই অধিনায়ক

    অনুশীলনে ব্যস্ত বিরাট। সঞ্জুকে লাস্ট মিনিট টিপস সাঙ্গাকারার

  • 29 Sep 2021 06:49 PM (IST)

    পরিসংখ্যানে আজকের দুই দল

    কে এগিয়ে কে পিছিয়ে। পরিসংখ্যানে দেখে নেওয়া যাক আজকের দুই হেড টু হেড

Published On - Sep 29,2021 6:46 PM

Follow Us: