England vs New Zealand: পা দিয়ে ক্যাচ ধরে চমকে দিলেন স্যাম বিলিংস

স্যাম বিলিংস ঠিকঠাক উঠে বল ধরতে পারেননি। তবে আউট করেছেন।

England vs New Zealand: পা দিয়ে ক্যাচ ধরে চমকে দিলেন স্যাম বিলিংস
ইংল্যান্ড উইকেটরক্ষক স্যাম বিলিংস।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2022 | 12:36 AM

লিডস: আরও একটা আজব ক্যাচ। হেডিংলি টেস্টেই। বোলার সেই জ্যাক লিচ (Jack Leach)। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (ENGvNZ) টেস্টের চতুর্থ দিন। কোভিড আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক বেন ফোকস। ম্যাচের মাঝে উইকেটকিপার বদলাতে হয়েছে ইংল্যান্ডকে। ফোকসের জায়গায় খেলছেন স্যাম বিলিংস (Sam Billings)। ‘যেন তেন প্রকারেণ’ ক্যাচে ফেরালেন নীল ওয়াগনারকে। প্রথম ইনিংসে একটা আজব ক্যাচ দেখা গিয়েছিল। ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার জ্যাক লিচের বোলিংয়ে সোজা শট খেলেছিলেন হেনরি নিকোলস। নন স্ট্রাইকার প্রান্তে ছিলেন ড্যারেল মিচেল। তাঁর শরীরের দিকে বল আসায়, ব্যাট এগিয়ে আঘাত থেকে বাঁচার চেষ্টা মিচেলের। বল ব্যাটে লেগে মিড অফে অ্যালেক্স লিসের হাতে ক্যাচ। হতাশাজনক আউটে মাঠ ছাড়তে হয়েছিল হেনরি নিকোলসকে।

দ্বিতীয় ইনিংসে পা দিয়ে ক্যাচ ধরলেন উইকেটরক্ষক স্যাম বিলিংস। জ্যাক লিচের বোলিংয়ে, বল ওয়াগনারের ব্যাটে লেগে উইকেটের পিছনে। অনেকটাই বেশি বাউন্স ছিল। স্যাম বিলিংস ঠিকঠাক উঠে বল ধরতে পারেননি। তবে আউট করেছেন। বল তাঁর পেটে লেগে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। কোনওরকমে দু পা দিয়ে আটকে রাখেন। গ্লাভসে কালেক্ট করে ক্যাচের আবেদন। আউট ওয়াগনার।

সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩২৯ করে নিউজিল্যান্ড। জবাবে ইংল্যান্ড করে ৩৬০। দ্বিতীয় ইনিংসে ৩৬০ রানে অলআউট নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার জ্যাক লিচ পাঁচ উইকেট নেন। ম্যাচের প্রায় দেড় দিন বাকি। ইংল্যান্ডের জয়ের লক্ষ্য ২৯৬। যদিও শুরুটা ভালো হয়নি। ৫১ রানের মধ্যে দুই ওপেনার আউট। ক্রিজে রয়েছেন ওলি পোপ ও প্রাক্তন অধিনায়ক জো রুট।