Mohammed Shami-Umran Malik: উমরানকে গতি নিয়ন্ত্রণের পরামর্শ সামির, কিন্তু কেন!

Speed star: উমরানকে ভবিষ্যৎ তারকা মনে করছেন সামি। উমরানকে তাঁর আরও পরামর্শ, 'তোমার প্রচুর ক্ষমতা রয়েছে। ভবিষ্যৎ উজ্জ্বল। তোমাকে অনেক শুভেচ্ছে, আশা করি ভালো করবে।'

Mohammed Shami-Umran Malik: উমরানকে গতি নিয়ন্ত্রণের পরামর্শ সামির, কিন্তু কেন!
Image Credit source: Screengrab, BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2023 | 6:48 PM

রায়পুর : উমরান মালিক বোলিং রান আপে এলেই অপেক্ষা থাকে স্পিড মিটারের। কট গতিতে বোলিং করবেন তিনি। দেশের দ্রুততম বোলার উমরান। এমন প্রত্যাশা থাকা নতুন নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দেখা গিয়েছে হামেশাই ১৫০কিমি/ঘণ্টায় বোলিং করতে। জাতীয় দলের হয়েও নতুন নয়। সম্প্রতি ১৫৬কিমি/ঘণ্টা স্পিড তুলেছিলেন উমরান মালিক। তাঁকে গতিতে নিয়ন্ত্রণ আনতে বললেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ সামি। রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য বোলিং করেছেন সামি। শুধু তাই নয়, দেশের অন্যতম সেরা পেসার। তিন ফরম্যাটেই ভরসা দিয়েছেন। তাঁর মতো অভিজ্ঞ পেসারের পরাপর্শ যে কোনও তরুণের কাছে অনেক দামি। উমরানকে কেন গতি নিয়ন্ত্রণ করতে বললেন সামি? বিস্তারিত TV9Bangla-য়।

মহম্মদ সামি মনে করছেন, উমরান মালিক বোলিংয়ে সামান্য পরিবর্তন করলেও ক্রিকেট বিশ্বকে শাসন করবে। উমরানের বোলিংয়ে গতি থাকলেও নিয়ন্ত্রণ কম। লাইন লেন্থ নিয়েও অনেক উন্নতির প্রয়োজন রয়েছে। সেই প্রসঙ্গই উঠে এল সামি-উমরানের কথোপকথনে। বোর্ডের পোস্ট করা একটি ভিডিয়োতে উমরানকে সামি বলেন, ‘আমি শুধু একটাই পরামর্শ দেব। তুমি যে গতিতে বোলিং করো, সেটা খেলা একেবারেই সহজ নয়। গতির পাশাপাশি লাইন-লেন্থ নিয়েও আমাদের কাজ করতে হবে। লাইন-লেন্থে নিয়ন্ত্রণ রাখতে পারলে আমরা বিশ্বকে শাসন করতে পারব।’

উমরানকে ভবিষ্যৎ তারকা মনে করছেন সামি। উমরানকে তাঁর আরও পরামর্শ, ‘তোমার প্রচুর ক্ষমতা রয়েছে। ভবিষ্যৎ উজ্জ্বল। তোমাকে অনেক শুভেচ্ছে, আশা করি ভালো করবে।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন বলে দারুণ পারফর্ম করেছেন সামি, সিরাজ। রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে-তে নিউজিল্যান্ডকে মাত্র ১০৮ রানে অলআউট করে ভারত। ৮ উইকেটে ম্যাচ এবং সিরিজও জিতে নেয় টিম ইন্ডিয়া। পেসাররা আগ্রাসী মেজাজেরই হন। সামি বোলিংয়ে আগ্রাসী হলেও ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলেন। কীভাবে চাপমুক্ত থাকা যায়, উমরানের এই প্রশ্নে সামি বলেন, ‘দেশের হয়ে খেলার সময় নিজের মধ্যে বাড়তি চাপ নিয়ে খেলা উচিত নয়। নিজের দক্ষতার উপর ভরসা রেখে বোলিং করতে হয়। চাপের মুখে ভেঙে পড়ার সম্ভাবনা বেশি থাকে। মাথা ঠান্ডা রেখে বোলিং করলে নিজের পরিকল্পনা অনেক ভালোভাবে কাজে লাগানো যায়।’